ETV Bharat / state

LOC Against Gujarati Businessmen: গুজরাতের 2 ব্যবসায়ীর নামে লুক আউট নোটিশ জারি লালবাজারের - LOC for Gujarati Businessmen

লগ্নি অ্যাপ জালিয়াতি কাণ্ডে গুজরাতের 2 ব্যবসায়ীর (LOC Against Gujarati Businessmen) নামে লুক আউট নোটিশ (Look Out Notice) জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)৷

Kolkata Police issues look out notice for 2 businessmen of Gujarat
গুজরাতের 2 ব্যবসায়ীর নামে লুক আউট নোটিশ জারি লালবাজারের
author img

By

Published : Dec 2, 2022, 6:41 PM IST

Updated : Dec 2, 2022, 6:56 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: এ বার লগ্নি অ্যাপ জালিয়াতি কাণ্ডে গুজরাতের 2 ব্যবসায়ীর (LOC Against Gujarati Businessmen) নামে লুক আউট নোটিশ (Look Out Notice) জারি করল লালবাজার (Kolkata Police)।

জানা গিয়েছে, এই দুই ব্যবসায়ীর নাম মণীশ প্যাটেল এবং তুষার প্যাটেল । এই দুই ব্যবসায়ীকে খুঁজছে কলকাতা পুলিশ । এই ঘটনায় প্রায় দেড় মাস আগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন শৈলেশ পাণ্ডে । তিনিই হলেন কলকাতায় লগ্নি অ্যাপ জালিয়াতি কাণ্ডে মূল অভিযুক্ত । পুলিশ সূত্রে খবর, তুষার প্যাটেল এবং মণীশ প্যাটেল গুজরাতের আমেদাবাদ থেকে গা ঢাকা দিয়ে দুবাই পালিয়ে গিয়েছেন (LOC for Gujarati Businessmen)।

এই লগ্নি অ্যাপ জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে কলকাতা পুলিশের জালে ধরা পড়েন শৈলেশ পাণ্ডে এবং তাঁর দুই ভাই অরবিন্দ পাণ্ডে ও রোহিত পাণ্ডে । পাশাপাশি তাঁদের এই বেআইনি কারবারের অফিসের এক কর্মচারী প্রসেনজিৎ দাসকেও গ্রেফতার করে পুলিশ । তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সরাসরি দুবাই থেকে এই গোটা অপারেশনটি পরিচালিত হত । অভিযোগ, ওই অ্যাপের মাধ্যমে মূলত ডলার লগ্নি করতে বলা হত । কিন্তু যখন আমানতকারীরা বেশি টাকা লগ্নি করতেন সেই সময় তাঁদের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হত বলে অভিযোগ । আর বন্ধ করে দেওয়া অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা তুলে নিত এই জালিয়াতরা ।

আরও পড়ুন: গুজরাত-ওড়িশা থেকে গ্রেফতার পান্ডে ব্রাদার্স-সহ মোট 4

এই ঘটনায় ধৃতকে লাগাতার জেরা করে এর পিছনে আমেদাবাদের দুই ব্যবসায়ী তুষার প্যাটেল এবং তাঁরই এক আত্মীয় মণীশ প্যাটেলের নাম পেয়েছেন গোয়েন্দারা । লালবাজারে গোয়েন্দারা জানতে পেরেছেন, যে সংস্থাটির মাধ্যমে লগ্নি অ্যাপের টাকা জালিয়াতি করা হত, সেই সংস্থা তুষার এবং মণীশ প্যাটেলের । তাঁদের খোঁজে ভিন রাজ্যেও তল্লাশি অভিযান চালান লালবাজারের গোয়েন্দারা । কিন্তু তাতে কোনও কাজ হয়নি । আর তাঁদের খোঁজ না পাওয়ার ফলেই গুজরাতের এই দুই ব্যবসায়ীর নামে লুক আউট নোটিশ জারি করেছে লালবাজার ।

কলকাতা, 2 ডিসেম্বর: এ বার লগ্নি অ্যাপ জালিয়াতি কাণ্ডে গুজরাতের 2 ব্যবসায়ীর (LOC Against Gujarati Businessmen) নামে লুক আউট নোটিশ (Look Out Notice) জারি করল লালবাজার (Kolkata Police)।

জানা গিয়েছে, এই দুই ব্যবসায়ীর নাম মণীশ প্যাটেল এবং তুষার প্যাটেল । এই দুই ব্যবসায়ীকে খুঁজছে কলকাতা পুলিশ । এই ঘটনায় প্রায় দেড় মাস আগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন শৈলেশ পাণ্ডে । তিনিই হলেন কলকাতায় লগ্নি অ্যাপ জালিয়াতি কাণ্ডে মূল অভিযুক্ত । পুলিশ সূত্রে খবর, তুষার প্যাটেল এবং মণীশ প্যাটেল গুজরাতের আমেদাবাদ থেকে গা ঢাকা দিয়ে দুবাই পালিয়ে গিয়েছেন (LOC for Gujarati Businessmen)।

এই লগ্নি অ্যাপ জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে কলকাতা পুলিশের জালে ধরা পড়েন শৈলেশ পাণ্ডে এবং তাঁর দুই ভাই অরবিন্দ পাণ্ডে ও রোহিত পাণ্ডে । পাশাপাশি তাঁদের এই বেআইনি কারবারের অফিসের এক কর্মচারী প্রসেনজিৎ দাসকেও গ্রেফতার করে পুলিশ । তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সরাসরি দুবাই থেকে এই গোটা অপারেশনটি পরিচালিত হত । অভিযোগ, ওই অ্যাপের মাধ্যমে মূলত ডলার লগ্নি করতে বলা হত । কিন্তু যখন আমানতকারীরা বেশি টাকা লগ্নি করতেন সেই সময় তাঁদের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হত বলে অভিযোগ । আর বন্ধ করে দেওয়া অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা তুলে নিত এই জালিয়াতরা ।

আরও পড়ুন: গুজরাত-ওড়িশা থেকে গ্রেফতার পান্ডে ব্রাদার্স-সহ মোট 4

এই ঘটনায় ধৃতকে লাগাতার জেরা করে এর পিছনে আমেদাবাদের দুই ব্যবসায়ী তুষার প্যাটেল এবং তাঁরই এক আত্মীয় মণীশ প্যাটেলের নাম পেয়েছেন গোয়েন্দারা । লালবাজারে গোয়েন্দারা জানতে পেরেছেন, যে সংস্থাটির মাধ্যমে লগ্নি অ্যাপের টাকা জালিয়াতি করা হত, সেই সংস্থা তুষার এবং মণীশ প্যাটেলের । তাঁদের খোঁজে ভিন রাজ্যেও তল্লাশি অভিযান চালান লালবাজারের গোয়েন্দারা । কিন্তু তাতে কোনও কাজ হয়নি । আর তাঁদের খোঁজ না পাওয়ার ফলেই গুজরাতের এই দুই ব্যবসায়ীর নামে লুক আউট নোটিশ জারি করেছে লালবাজার ।

Last Updated : Dec 2, 2022, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.