কলকাতা, 12 জুলাই : পার্ক স্ট্রিটের অভিজাত, বিলাসবহুল হোটেলে ডিজে পার্টিতে হানা দিয়ে 37 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । সেখান থেকে একাধিক ট্যাবলেট ও মাদক উদ্ধার হয়েছে । আর তার পর থেকেই দানা বাঁধতে শুরু করেছে বেশ কিছু প্রশ্ন । যুবক-যুবতিরা মূলত কী প্রকৃতির মাদক সেবন করেছিল, এখন সেই রহস্য উন্মোচনের চেষ্টাতেই রয়েছেন কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের গোয়েন্দারা ।
মূলত যে মাদকদ্রব্যগুলি বাজেয়াপ্ত হয়েছে, সেগুলি প্রত্যেকটি বিদেশি বলে অনুমান গোয়েন্দাদের । ইতিমধ্যেই সেগুলি ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি ওই হোটেলের সিসিটিভি ক্যামেরা আজ সকালে নিজেদের হেফাজতে নিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।
লালবাজার সূত্রের খবর 12 জনের বেশি যুবক-যুবতিকে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে । তাদের প্রয়োজনে সময়মতো ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে । পাশাপাশি গতকালের পর আজও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলে কলকাতা পুলিশ । মূলত কোনও প্রভাবশালী নাম এই ঘটনার নেপথ্যে আছে কিনা তা দেখার জন্যই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেল কর্তৃপক্ষকে ।
আরও পড়ুন : করোনা বিধিনিষেধের মধ্যেই পার্ক স্ট্রিটের হোটেলে নাচ-গান, গ্রেফতার 37