ETV Bharat / state

Kolkata Police: শহরে মহিলা সুরক্ষায় এবার কলকাতা পুলিশের 'হাতিয়ার' বাইক - কলকাতা

কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে তুলে দেওয়া হল 50টি নতুন মোটরবাইক (50 Motorbikes) ৷ শহরের মহিলাদের নিরাপত্তা আরও মজবুত করতে ব্যবহার করা হবে এই বাইকগুলি ৷

Kolkata Police got 50 Motorbikes for further improvement of Security in the city
শহরের নিরাপত্তায় মোতায়েন থাকবে 50টি মোটরবাইক ৷
author img

By

Published : Jan 7, 2023, 8:32 PM IST

নিরাপত্তায় জোর কলকাতা পুলিশের ৷

কলকাতা, 7 জানুয়ারি: শহরের নিরাপত্তা আরও জোরদার করতে, বিশেষ করে নারীসুরক্ষাকে আরও পোক্ত করতে উদ্যোগী হল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ তাদের হাতে এল 50টি মোটরবাইক (50 Motorbikes) ৷ একটি বাইক প্রস্তুতকারী সংস্থার সহযোগিতায় এই 50টি নতুন বাইক হাতে পেল কলকাতা পুলিশ ৷ শনিবার এই প্রসঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, দেশের 'নিরাপদতম শহর' কলকাতার নিরাপত্তাব্যবস্থাকে আরও আঁটোসাটো করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৷

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, শীঘ্রই এই মোটরবাইকগুলি পাঠিয়ে দেওয়া হবে শহরের বিভিন্ন থানায় ৷ পুলিশকর্মীরা কর্তব্যরত থাকাকালীন এই বাইকগুলি ব্যবহার করবেন ৷ এই শহরে অনেক অলিগলি রয়েছে ৷ কোনও অঘটন বা অপরাধমূলক ঘটনা ঘটলে, সেইসব রাস্তায় গাড়ি নিয়ে ঢোকা যায় না ৷ কিন্তু, সঙ্গে মোটরবাইক থাকলে অনায়াসে অকুস্থলে পৌঁছনো যায় ৷ তাছাড়া, বাইকে যাতায়াত অনেক দ্রুতও হয় ৷ ফলে পুলিশকর্মীদের যেকোনও ঘটনাস্থলে পৌঁছতে এবার থেকে সময়ও অনেক কম লাগবে ৷ বিশেষ করে বড়বাজার, তিলজলা, তপসিয়া-সহ বিভিন্ন ঘিঞ্জি এলাকায় এই মোটরবাইক অত্যন্ত কাজে আসবে পুলিশকর্মীদের ৷ অন্য়ান্য থানার পাশাপাশি শহরের মহিলা থানাগুলিকেও এই মোটরবাইক দেওয়া হবে ৷

আরও পড়ুন: এফবিআইয়ের 'ওয়ান্টেড'কে পাকড়াও করল কলকাতা পুলিশ

প্রসঙ্গত, কলকাতা পুলিশের আওতাধীন বিভিন্ন এলাকায় নারী নিগ্রহের ঘটনা নতুন কিছু নয় ৷ বহু ক্ষেত্রেই রাস্তায় বেরিয়ে শ্লীলতাহানি-সহ নানা ধরনের অপরাধের শিকার হন মহিলারা ৷ সেক্ষেত্রে আক্রান্তরা যদি হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চান, কিংবা পুলিশের কাছে কেউ ঘটনার খবর দেয়, তাহলে বাইকে করে ঘটনাস্থলে দ্রুত এবং সহজে পৌঁছনো যাবে ৷ এতে শুধুমাত্র যে ঘটনার ভয়াবহতা আটকে সম্ভব হবে, তাই নয় ৷ অভিযুক্তদের পাকড়াও করার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যাবে ৷ শনিবার আয়োজিত একটি অনুষ্ঠানে কলকাতা পুলিশের হাতে এই 50টি মোটরবাইক তুলে দেওয়া হয় ৷ সেই অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ লালবাজারের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন ৷

নিরাপত্তায় জোর কলকাতা পুলিশের ৷

কলকাতা, 7 জানুয়ারি: শহরের নিরাপত্তা আরও জোরদার করতে, বিশেষ করে নারীসুরক্ষাকে আরও পোক্ত করতে উদ্যোগী হল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ তাদের হাতে এল 50টি মোটরবাইক (50 Motorbikes) ৷ একটি বাইক প্রস্তুতকারী সংস্থার সহযোগিতায় এই 50টি নতুন বাইক হাতে পেল কলকাতা পুলিশ ৷ শনিবার এই প্রসঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, দেশের 'নিরাপদতম শহর' কলকাতার নিরাপত্তাব্যবস্থাকে আরও আঁটোসাটো করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৷

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, শীঘ্রই এই মোটরবাইকগুলি পাঠিয়ে দেওয়া হবে শহরের বিভিন্ন থানায় ৷ পুলিশকর্মীরা কর্তব্যরত থাকাকালীন এই বাইকগুলি ব্যবহার করবেন ৷ এই শহরে অনেক অলিগলি রয়েছে ৷ কোনও অঘটন বা অপরাধমূলক ঘটনা ঘটলে, সেইসব রাস্তায় গাড়ি নিয়ে ঢোকা যায় না ৷ কিন্তু, সঙ্গে মোটরবাইক থাকলে অনায়াসে অকুস্থলে পৌঁছনো যায় ৷ তাছাড়া, বাইকে যাতায়াত অনেক দ্রুতও হয় ৷ ফলে পুলিশকর্মীদের যেকোনও ঘটনাস্থলে পৌঁছতে এবার থেকে সময়ও অনেক কম লাগবে ৷ বিশেষ করে বড়বাজার, তিলজলা, তপসিয়া-সহ বিভিন্ন ঘিঞ্জি এলাকায় এই মোটরবাইক অত্যন্ত কাজে আসবে পুলিশকর্মীদের ৷ অন্য়ান্য থানার পাশাপাশি শহরের মহিলা থানাগুলিকেও এই মোটরবাইক দেওয়া হবে ৷

আরও পড়ুন: এফবিআইয়ের 'ওয়ান্টেড'কে পাকড়াও করল কলকাতা পুলিশ

প্রসঙ্গত, কলকাতা পুলিশের আওতাধীন বিভিন্ন এলাকায় নারী নিগ্রহের ঘটনা নতুন কিছু নয় ৷ বহু ক্ষেত্রেই রাস্তায় বেরিয়ে শ্লীলতাহানি-সহ নানা ধরনের অপরাধের শিকার হন মহিলারা ৷ সেক্ষেত্রে আক্রান্তরা যদি হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চান, কিংবা পুলিশের কাছে কেউ ঘটনার খবর দেয়, তাহলে বাইকে করে ঘটনাস্থলে দ্রুত এবং সহজে পৌঁছনো যাবে ৷ এতে শুধুমাত্র যে ঘটনার ভয়াবহতা আটকে সম্ভব হবে, তাই নয় ৷ অভিযুক্তদের পাকড়াও করার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যাবে ৷ শনিবার আয়োজিত একটি অনুষ্ঠানে কলকাতা পুলিশের হাতে এই 50টি মোটরবাইক তুলে দেওয়া হয় ৷ সেই অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ লালবাজারের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.