ETV Bharat / state

Sukanta Majumdar: পুলিশি বাধাকে টেক্কা ! বাবুঘাটে নমামি গঙ্গের অনুষ্ঠান হবেই, জানালেন সুকান্ত মজুমদার - মকর সংক্রান্তিতে ভিড়

কলকাতা পুলিশের কাছ থেকে গঙ্গাপুজোর অনুমতি মেলেনি ৷ কিন্তু তাতে দমবে না বঙ্গের গেরুয়া শিবির ৷ আজ বাবুঘাটে গঙ্গাপুজো হবে বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে মুখপাত্র শমীক ভট্টাচার্য (BJP to conduct Ganga Pujo) ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার
author img

By

Published : Jan 10, 2023, 6:47 AM IST

কলকাতা, 10 জানুয়ারি: গঙ্গাপুজোর কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ ৷ আর ক'দিন পরেই মকর সংক্রান্তি ৷ সেই উপলক্ষে বাবুঘাটের বাজে কদমতলা ঘাটে বঙ্গ বিজেপি এই বিশেষ কর্মসূচি নিয়েছিল । তাতে অনুমতি দিল না পুলিশ ৷ কিছু আগেই কলকাতা পুলিশের তরফে এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে বিজেপি দফতরে ৷ তবে বিজেপির তরফে জানানো হয়েছে, পুলিশের বাধা সত্ত্বেও আজ গঙ্গাপুজোর কর্মসূচি হবে ৷ গঙ্গা ভাঙন এবং গঙ্গা দূষণ রুখতে বঙ্গ বিজেপির 'নমামি গঙ্গে শাখা' বাবুঘাটে পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, তা একেবারে শেষ পর্যায়ে এসে মুখ থুবড়ে পড়ল (BJP arranges Ganga Puja in Namami Gange Programme in Babughat Kolkata) ৷

কলকাতা পুলিশের তরফে বিজেপিকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে গঙ্গাসাগর মেলার জন্য বাবুঘাটে ইতিমধ্যে অসংখ্য পুণ্য়ার্থী এবং দশনার্থীদের সমাগম শুরু হয়েছে ৷ মকর সংক্রান্তিতে ভিড় আরও বাড়বে ৷ তাই এদিন বাবুঘাটে বিজেপির গঙ্গাপুজোর আয়োজন করা হলে বাড়তি মানুষের চাপে ঘাটে আসা ভক্তদের যাতায়াতে সমস্যা হতে পারে ৷

এর সঙ্গে শহরে শুরু হয়েছে জি-20 সামিট ৷ তাই এই দু'টি অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে বাড়তি সুরক্ষার জন্য কাজে লাগানো হয়েছে ৷ চিঠিতে আরও বলা হয়েছে যে মূলত শহরে এই দু'টি অনুষ্ঠান চলছে ৷ তাই গঙ্গাসাগর মেলা শেষ হলে বিজেপির গঙ্গাপুজো আয়োজনের অনুমতি চেয়ে ফের আবেদন করার কথা বলা হয়েছে ৷

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সুকান্ত মজুমদার বলেন, "মঙ্গলবার বাবুঘাটে আমাদের গঙ্গা আরতি করার কথা ছিল ৷ সেখানে পুলিশ অনুমতি দিল না ৷ কলকাতা পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজগুলি করছে ৷ এদের উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের যে কোনও অনুষ্ঠানে এভাবে বাধা দেওয়া চেষ্টা করা ৷ তবে আমি কাল ওখানে উপস্থিত থেকে গঙ্গা আরতি করব ৷ পুলিশও তার মতো চেষ্টা করবে ৷ অবশ্যই কাল এই কর্মসূচি হবে এবং আমি নিজেই ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করব ৷"

আরও পড়ুন: দিদির ধমক! গঙ্গা আরতির জন্য জায়গার খোঁজ শুরু কলকাতা পৌরনিগমের

বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "অসহিষ্ণুতার রাজনীতির আরেকটা উদাহরণ স্থাপন করল বর্তমান শাসক তৃণমূল কংগ্রেস ৷ এতদিন পর্যন্ত বালিঘাটের দখলদারি ছিল, কয়লা খাদানে থেকে পাথর খাদানের দখলদারি ছিল ৷ এখন মা গঙ্গাকেই দখল করে নিল তৃণমূল ৷ সরকার যেখানে ঘোষণা করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলে দিয়েছেন গঙ্গা আরতি করবেন, সেই জন্য বিরোধী দল করতে পারবে না ৷ বিজেপি করতে পারবে না ৷ ওই সময় ওই অঞ্চলের বহু সামাজিক দল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেন ৷ বহু রাজনৈতিক দলের পক্ষ থেকেও মানুষ গঙ্গাসাগরের পুণ্যার্থীদের সাহায্য করতে যান ৷"

তাঁর অভিযোগ এবং পাশাপাশি প্রশ্ন, গঙ্গাকে পরিস্রুত করার লক্ষ্যে বিজেপি যদি গঙ্গা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান করে কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্পের মাধ্যমে আরও বেশি মানুষকে উৎসাহী করে তোলে, স্বেচ্ছাসেবক তৈরি করতে পারে, তাতে অসুবিধে কোথায় ? তিনিও জোর দিয়ে বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, মঙ্গলবার নির্দিষ্ট সময়ে আমাদের গঙ্গা আরতি হবে ৷ বেনারসে যাঁরা গঙ্গা পুজো করেন, সেই পুরোহিতরা এসে এখানে পুজো করবেন ৷ সব রীতিনীতি, আইনশৃঙ্খলা মেনে আমরা গঙ্গা আরতি করব ৷"

কলকাতা, 10 জানুয়ারি: গঙ্গাপুজোর কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ ৷ আর ক'দিন পরেই মকর সংক্রান্তি ৷ সেই উপলক্ষে বাবুঘাটের বাজে কদমতলা ঘাটে বঙ্গ বিজেপি এই বিশেষ কর্মসূচি নিয়েছিল । তাতে অনুমতি দিল না পুলিশ ৷ কিছু আগেই কলকাতা পুলিশের তরফে এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে বিজেপি দফতরে ৷ তবে বিজেপির তরফে জানানো হয়েছে, পুলিশের বাধা সত্ত্বেও আজ গঙ্গাপুজোর কর্মসূচি হবে ৷ গঙ্গা ভাঙন এবং গঙ্গা দূষণ রুখতে বঙ্গ বিজেপির 'নমামি গঙ্গে শাখা' বাবুঘাটে পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, তা একেবারে শেষ পর্যায়ে এসে মুখ থুবড়ে পড়ল (BJP arranges Ganga Puja in Namami Gange Programme in Babughat Kolkata) ৷

কলকাতা পুলিশের তরফে বিজেপিকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে গঙ্গাসাগর মেলার জন্য বাবুঘাটে ইতিমধ্যে অসংখ্য পুণ্য়ার্থী এবং দশনার্থীদের সমাগম শুরু হয়েছে ৷ মকর সংক্রান্তিতে ভিড় আরও বাড়বে ৷ তাই এদিন বাবুঘাটে বিজেপির গঙ্গাপুজোর আয়োজন করা হলে বাড়তি মানুষের চাপে ঘাটে আসা ভক্তদের যাতায়াতে সমস্যা হতে পারে ৷

এর সঙ্গে শহরে শুরু হয়েছে জি-20 সামিট ৷ তাই এই দু'টি অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে বাড়তি সুরক্ষার জন্য কাজে লাগানো হয়েছে ৷ চিঠিতে আরও বলা হয়েছে যে মূলত শহরে এই দু'টি অনুষ্ঠান চলছে ৷ তাই গঙ্গাসাগর মেলা শেষ হলে বিজেপির গঙ্গাপুজো আয়োজনের অনুমতি চেয়ে ফের আবেদন করার কথা বলা হয়েছে ৷

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সুকান্ত মজুমদার বলেন, "মঙ্গলবার বাবুঘাটে আমাদের গঙ্গা আরতি করার কথা ছিল ৷ সেখানে পুলিশ অনুমতি দিল না ৷ কলকাতা পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজগুলি করছে ৷ এদের উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের যে কোনও অনুষ্ঠানে এভাবে বাধা দেওয়া চেষ্টা করা ৷ তবে আমি কাল ওখানে উপস্থিত থেকে গঙ্গা আরতি করব ৷ পুলিশও তার মতো চেষ্টা করবে ৷ অবশ্যই কাল এই কর্মসূচি হবে এবং আমি নিজেই ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করব ৷"

আরও পড়ুন: দিদির ধমক! গঙ্গা আরতির জন্য জায়গার খোঁজ শুরু কলকাতা পৌরনিগমের

বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "অসহিষ্ণুতার রাজনীতির আরেকটা উদাহরণ স্থাপন করল বর্তমান শাসক তৃণমূল কংগ্রেস ৷ এতদিন পর্যন্ত বালিঘাটের দখলদারি ছিল, কয়লা খাদানে থেকে পাথর খাদানের দখলদারি ছিল ৷ এখন মা গঙ্গাকেই দখল করে নিল তৃণমূল ৷ সরকার যেখানে ঘোষণা করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলে দিয়েছেন গঙ্গা আরতি করবেন, সেই জন্য বিরোধী দল করতে পারবে না ৷ বিজেপি করতে পারবে না ৷ ওই সময় ওই অঞ্চলের বহু সামাজিক দল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেন ৷ বহু রাজনৈতিক দলের পক্ষ থেকেও মানুষ গঙ্গাসাগরের পুণ্যার্থীদের সাহায্য করতে যান ৷"

তাঁর অভিযোগ এবং পাশাপাশি প্রশ্ন, গঙ্গাকে পরিস্রুত করার লক্ষ্যে বিজেপি যদি গঙ্গা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান করে কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্পের মাধ্যমে আরও বেশি মানুষকে উৎসাহী করে তোলে, স্বেচ্ছাসেবক তৈরি করতে পারে, তাতে অসুবিধে কোথায় ? তিনিও জোর দিয়ে বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, মঙ্গলবার নির্দিষ্ট সময়ে আমাদের গঙ্গা আরতি হবে ৷ বেনারসে যাঁরা গঙ্গা পুজো করেন, সেই পুরোহিতরা এসে এখানে পুজো করবেন ৷ সব রীতিনীতি, আইনশৃঙ্খলা মেনে আমরা গঙ্গা আরতি করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.