ETV Bharat / state

খাদ্যভবনের ভিতরে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল - খাদ্যভবনে গুলি

Kolkata Police Constable Died by Suicide: ডিউটি জয়েন করার আগেই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল । তদন্তে নেমেছে পুলিশ ৷

Etv Bharat
খাদ্যভবনে গুলিতে আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 9:35 AM IST

কলকাতা, 26 ডিসেম্বর: বড়দিনের রাতে যখন শহর কলকাতায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঠিক সেই সময় মধ্য কলকাতার খাদ্যভবনের ভিতর চলল গুলি । ডিউটি জয়েন করার আগেই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল । হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । মৃত কনস্টেবলের নাম তাপস দাস (53) ৷ লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের ওই কনস্টেবলের বাড়ি নদিয়ার হরিণঘাটায় ।

তদন্ত নেমে ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ মার্কেট থানার আওতাধীন খাদ্যভবনে । জানা গিয়েছে, ওই পুলিশকর্মী তাপস দাস ডিউটি জয়েন করার আগেই এই ঘটনাটি ঘটেছে ।

খবর পেয়ে পরিবারের সদস্যরা আজ ভোরবেলা হরিণঘাটা থেকে কলকাতায় এসেছে । নিউ মার্কেট থানায় গিয়ে অফিসের ইনচার্জ এবং তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেন । ওই কনস্টেবল যে আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করতেন সেটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে । কীভাবে গুলি সেখান থেকে চলল তা পরীক্ষা করে দেখা হচ্ছে ।

এছাড়াও খাদ্যভবনের ভিতরে যেখানে ঘটনাটি ঘটেছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ ভালোভাবে পরীক্ষা করে যাচাই করে নেওয়া হচ্ছে যে অসতর্কতার বশে গুলি চলেছে নাকি, তিনি গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন । হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুকে গুলির আঘাত রয়েছে । তদন্ত নেমে ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট কনস্টেবলের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন যে মৃত কনস্টেবলের সঙ্গে কোনও সহকর্মীর মনোমালিন্য কিংবা ঝগড়াঝাঁটি হয়েছিল কিনা ।

এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন,"কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যায় না । মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তাঁর সহকর্মীদের সঙ্গে আমরা দফায় দফায় কথা বলছি । মৃত কনস্টেবলের ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে । পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে । ওই পুলিশকর্মী দীর্ঘদিন ধরে মানসিক অবস্থাতে ভুগছিলেন কি না, সেটাও দেখা হচ্ছে । তাঁর সহকর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে তারা কোন আভাস পেয়েছিলেন কি না ।"

আরও পড়ুন :

1 বিবেকানন্দের বাণী নিয়ে সুকান্তের বিতর্কিত মন্তব্যে, প্রতিবাদে পথে নামছে তৃণমূল

2 ক্লাসরুমে কথা-কাটাকাটি, ব্লেড নিয়ে বন্ধুকে আক্রমণ প্রথম শ্রেণির পড়ুয়ার

3 প্রেমে বাধা পেয়ে বাবাকে গাড়িতে পিষে মারল নব বিবাহিতা মেয়ে, সঙ্গী প্রেমিক!

কলকাতা, 26 ডিসেম্বর: বড়দিনের রাতে যখন শহর কলকাতায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঠিক সেই সময় মধ্য কলকাতার খাদ্যভবনের ভিতর চলল গুলি । ডিউটি জয়েন করার আগেই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল । হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । মৃত কনস্টেবলের নাম তাপস দাস (53) ৷ লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের ওই কনস্টেবলের বাড়ি নদিয়ার হরিণঘাটায় ।

তদন্ত নেমে ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ মার্কেট থানার আওতাধীন খাদ্যভবনে । জানা গিয়েছে, ওই পুলিশকর্মী তাপস দাস ডিউটি জয়েন করার আগেই এই ঘটনাটি ঘটেছে ।

খবর পেয়ে পরিবারের সদস্যরা আজ ভোরবেলা হরিণঘাটা থেকে কলকাতায় এসেছে । নিউ মার্কেট থানায় গিয়ে অফিসের ইনচার্জ এবং তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেন । ওই কনস্টেবল যে আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করতেন সেটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে । কীভাবে গুলি সেখান থেকে চলল তা পরীক্ষা করে দেখা হচ্ছে ।

এছাড়াও খাদ্যভবনের ভিতরে যেখানে ঘটনাটি ঘটেছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ ভালোভাবে পরীক্ষা করে যাচাই করে নেওয়া হচ্ছে যে অসতর্কতার বশে গুলি চলেছে নাকি, তিনি গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন । হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুকে গুলির আঘাত রয়েছে । তদন্ত নেমে ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট কনস্টেবলের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন যে মৃত কনস্টেবলের সঙ্গে কোনও সহকর্মীর মনোমালিন্য কিংবা ঝগড়াঝাঁটি হয়েছিল কিনা ।

এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন,"কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যায় না । মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তাঁর সহকর্মীদের সঙ্গে আমরা দফায় দফায় কথা বলছি । মৃত কনস্টেবলের ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে । পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে । ওই পুলিশকর্মী দীর্ঘদিন ধরে মানসিক অবস্থাতে ভুগছিলেন কি না, সেটাও দেখা হচ্ছে । তাঁর সহকর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে তারা কোন আভাস পেয়েছিলেন কি না ।"

আরও পড়ুন :

1 বিবেকানন্দের বাণী নিয়ে সুকান্তের বিতর্কিত মন্তব্যে, প্রতিবাদে পথে নামছে তৃণমূল

2 ক্লাসরুমে কথা-কাটাকাটি, ব্লেড নিয়ে বন্ধুকে আক্রমণ প্রথম শ্রেণির পড়ুয়ার

3 প্রেমে বাধা পেয়ে বাবাকে গাড়িতে পিষে মারল নব বিবাহিতা মেয়ে, সঙ্গী প্রেমিক!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.