ETV Bharat / state

Vineet Goyal Tests Covid Positive : করোনা আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল - করোনা আক্রান্ত বিনীত গোয়েল

দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই করোনা আক্রান্ত হলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷ মৃদু উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করাতেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে ৷ এখন তিনি বাড়িতে আইসোলেশনে থেকেই যাবতীয় দায়িত্ব পালন করছেন (Vineet Goyal Tests Covid Positive) ৷

Vineet Goyal Test Covid Positive
করোনা আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার
author img

By

Published : Jan 6, 2022, 6:40 PM IST

Updated : Jan 6, 2022, 6:58 PM IST

কলকাতা, 6 জানুয়ারি : এবার করোনার কোপে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল (Vineet Goyal Tests Covid Positive) । জানা গিয়েছে, গতকাল লালবাজারে এলেও আজ তিনি বাড়ি থেকেই নিজের দায়িত্ব পালন করছেন । মৃদু উপসর্গ থাকার জন্য তিনি নমুনা পরীক্ষা করান । আর তারপরেই রেজাল্ট পজিটিভ আসে । বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ৷

এখনও পর্যন্ত কলকাতা পুলিশের 126 জনেরও বেশি কর্মী করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে । এদের মধ্যে যে শুধু উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এমনটা নয় । আক্রান্তদের তালিকায় রয়েছেন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ থেকে শুরু করে সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশ কর্মীরাও ।

ইতিমধ্যেই করোনার কবলে পড়েছেন কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাগারিয়া, ডিসি-পোর্ট আর জাফর আজমল কিদওয়াই, যুগ্ম নগরপাল ট্রাফিক সন্তোষ পান্ডে, ডিসি ট্রাফিক অরিজিত সিনহা, ডিসিডিডি স্পেশাল দেবস্মিতা দাস-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

তাঁরা প্রত্যেকেই আইসোলেশনে রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা পুলিশের নগরপালের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারও ৷ বিধাননগর কমিশনারেটে এখনও পর্যন্ত মোট 10 জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : New CP of Kolkata : কলকাতার নতুন নগরপাল হিসেবে দায়িত্ব নিলেন বিনীত গোয়েল

কলকাতা, 6 জানুয়ারি : এবার করোনার কোপে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল (Vineet Goyal Tests Covid Positive) । জানা গিয়েছে, গতকাল লালবাজারে এলেও আজ তিনি বাড়ি থেকেই নিজের দায়িত্ব পালন করছেন । মৃদু উপসর্গ থাকার জন্য তিনি নমুনা পরীক্ষা করান । আর তারপরেই রেজাল্ট পজিটিভ আসে । বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ৷

এখনও পর্যন্ত কলকাতা পুলিশের 126 জনেরও বেশি কর্মী করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে । এদের মধ্যে যে শুধু উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এমনটা নয় । আক্রান্তদের তালিকায় রয়েছেন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ থেকে শুরু করে সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশ কর্মীরাও ।

ইতিমধ্যেই করোনার কবলে পড়েছেন কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাগারিয়া, ডিসি-পোর্ট আর জাফর আজমল কিদওয়াই, যুগ্ম নগরপাল ট্রাফিক সন্তোষ পান্ডে, ডিসি ট্রাফিক অরিজিত সিনহা, ডিসিডিডি স্পেশাল দেবস্মিতা দাস-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

তাঁরা প্রত্যেকেই আইসোলেশনে রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা পুলিশের নগরপালের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারও ৷ বিধাননগর কমিশনারেটে এখনও পর্যন্ত মোট 10 জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : New CP of Kolkata : কলকাতার নতুন নগরপাল হিসেবে দায়িত্ব নিলেন বিনীত গোয়েল

Last Updated : Jan 6, 2022, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.