কলকাতা, 2 ফেব্রুয়ারি: আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক ধৃত নওশাদ সিদ্দিকী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police on Nawsad Siddique) ৷ লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত 15 জানুয়ারি নওশাদ সিদ্দিকী গ্রেফতার হওয়ার পর তাঁর মোবাইল ফোন ঘেঁটে এমন কিছু তথ্য জানা গিয়েছে, যা ঘুম কেড়েছে গোয়েন্দাদের ৷ তাঁদের অনুমান, ভিনরাজ্যের এক রাজনৈতিক নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নওশাদের ৷ এমনকী, তাঁদের মধ্যে মোটা অঙ্কের টাকার লেনদেনও হয়েছে ! কী কারণে এই লেনদেন, আপাতত তারই উত্তর খুঁজছে কলকাতা পুলিশ ৷ তাদের বক্তব্য, এর পিছনে গভীর রহস্য রয়েছে ! আর সেই রহস্যের কিনারা করতে নওশাদকে টানা জিজ্ঞাসাবাদ করা দরকার ৷
একাধিক ইস্যুতে গত 15 জানুয়ারি কলকাতার ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করে আইএসএফ ৷ সেই কর্মসূচির নেতৃত্বে ছিলেন নওশাদ স্বয়ং ৷ কিন্তু, এই রাজনৈতিক কর্মসূচি ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর ৷ নওশাদ ও তাঁর বহু দলীয় সহকর্মীকে গ্রেফতার করা হয় ৷ সেই ঘটনায় এখনও হাজতবাস করছেন ভাঙড়ের এই তরুণ বিধায়ক ৷ আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেনি ৷
আরও পড়ুন: নওশাদের পাশে শুভেন্দু ! বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে সরব বিজেপি
এই প্রেক্ষাপটে কলকাতা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, 2021 সালে ভিনরাজ্য থেকে এক রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গে আসেন ৷ ওই নেতার সঙ্গে নওশাদের বহু গুরুত্বপূর্ণ আলোচনা হয় ৷ দু'জনের মধ্যে মোটা অঙ্কের টাকাও বিনিময় হয় ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, নওশাদকে গ্রেফতার করার পর তাঁর কাছ থেকে মোট দু'টি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয় ৷ সেই দু'টি ফোন ঘেঁটেই নওশাদ সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন ওই গোয়েন্দা আধিকারিক ৷
বৃহস্পতিবার আয়োজিত একটি অনুষ্ঠানে প্রায় একই সুর শোনা গিয়েছে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের গলাতেও ৷ যদিও, বিস্তারিতভাবে কোনও মন্তব্য করেননি তিনি ৷ শুধু জানিয়েছেন, নওশাদ সিদ্দিকী সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে ৷ সেগুলি যাচাই করে দেখা প্রয়োজন ৷ এদিকে, লালবাজার সূত্রে জানা গিয়েছে, নওশাদ সিদ্দিকীর থেকে বাজেয়াপ্ত দু'টি স্মার্টফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ৷
অন্যদিকে, বুধবার আলিপুর আদালত থেকে বেরনোর সময় নওশাদ অভিযোগ করেন, তাঁকে দল পরিবর্তন করার জন্য জোর করা হচ্ছে ৷ নানাভাবে তাঁকে ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেছেন আইএসএফ বিধায়ক ৷ কিন্তু, তিনি যে কোনও মতেই দল পরিবর্তন করবেন না, সেটাও জোর গলায় জানিয়ে দিয়েছেন ৷