ETV Bharat / state

Fake Police in Kolkata : ভুয়ো পুলিশ গ্রেফতার কলকাতায় - গাড়িতে পুলিশের স্টিকার

খোদ কলকাতায় গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ কিন্তু তিনি আসলে ভুয়ো (Fake Police in Kolkata) ৷

Fake Police
ভুয়ো পুলিশ
author img

By

Published : Mar 8, 2022, 9:29 AM IST

কলকাতা, 8 মার্চ: শহরে ভুয়ো পুলিশ । চেতলা থানা এলাকা থেকে ওই ভুয়ো পুলিশ কর্মীকে গ্রেফতার করে পুলিশ, তার নাম গৌরাঙ্গ পাত্র । বাজেয়াপ্ত করা হয়েছে তার গাড়িও। গাড়ির কাচে লাগানো ছিল পুলিশের স্টিকার । এছাড়া গাড়িতেও পুলিশ লেখা রাজ্য পুলিশের একটি লোগো ছিল বলে জানা গিয়েছে (Kolkata Police arrests fake police in Kolkata) ।

লালবাজার সূত্রের খবর, এদিন সন্ধেয় রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাফিক আটকায় । সন্দেহ হওয়াতে গাড়ির কাগজ দেখতে চায় পুলিশ । তবে গাড়ির কাগজপত্র কিছুই দেখাতে পারেননি তিনি । উল্টে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি শুরু দেয় । পরে পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেই আসল ঘটনাটি সামনে আসে ।

আরও পড়ুন : Hanging Body Found in Purulia : পুরুলিয়ায় ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি 119/u আলিপুর রোডে । তিনি ভুয়ো পুলিশ । পরে তাকে গ্রেফতার করে পুলিশ । বাড়ি থেকে চার চাকার আরও একটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ । সেই গাড়িতেও পুলিশের লোগো স্টিকার ছিল । তাকে আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে কলকাতা পুলিশ ।

কলকাতা, 8 মার্চ: শহরে ভুয়ো পুলিশ । চেতলা থানা এলাকা থেকে ওই ভুয়ো পুলিশ কর্মীকে গ্রেফতার করে পুলিশ, তার নাম গৌরাঙ্গ পাত্র । বাজেয়াপ্ত করা হয়েছে তার গাড়িও। গাড়ির কাচে লাগানো ছিল পুলিশের স্টিকার । এছাড়া গাড়িতেও পুলিশ লেখা রাজ্য পুলিশের একটি লোগো ছিল বলে জানা গিয়েছে (Kolkata Police arrests fake police in Kolkata) ।

লালবাজার সূত্রের খবর, এদিন সন্ধেয় রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাফিক আটকায় । সন্দেহ হওয়াতে গাড়ির কাগজ দেখতে চায় পুলিশ । তবে গাড়ির কাগজপত্র কিছুই দেখাতে পারেননি তিনি । উল্টে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি শুরু দেয় । পরে পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেই আসল ঘটনাটি সামনে আসে ।

আরও পড়ুন : Hanging Body Found in Purulia : পুরুলিয়ায় ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি 119/u আলিপুর রোডে । তিনি ভুয়ো পুলিশ । পরে তাকে গ্রেফতার করে পুলিশ । বাড়ি থেকে চার চাকার আরও একটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ । সেই গাড়িতেও পুলিশের লোগো স্টিকার ছিল । তাকে আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে কলকাতা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.