ETV Bharat / state

খেজুরের ব্যবসার আড়ালে চিনে চরস পাচার, গ্রেপ্তার 3 - Kolkata Police arrested three persons who involved in Charas trafficing

বেহালার একটি আবাসনে কারবার চলছিল । পুলিশের কাছে সম্প্রতি সেই খবর আসে ৷ গতরাতে স্পেশাল টাস্কফোর্সের বিশেষ দল হানা দেয় জেনেক্স ভ‍্যালির সেই ফ্ল্যাটে । সেখানে উদ্ধার হয় কুড়ি কেজি চরস । যার বাজার মূল্য় 85 লাখ টাকা ।

three person
three person
author img

By

Published : Dec 8, 2019, 1:40 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : উপর থেকে দেখলে মনে হবে খেজুরের প্যাকেট ৷ সেই খেজুরের সঙ্গেই রয়েছে চরস ৷ খেজুরের প্যাকেটে ভরে চরস পাচার হচ্ছে চিনে ৷ মাদকচক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । ঘটনায় তিন অভিযুক্ত গ্রেপ্তার করে পুলিশ ৷ কুড়ি কেজি চরস বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, বেহালা এলাকার একটি আবাসনে কারবার চলছিল । পুলিশের কাছে সম্প্রতি সেই খবর আসে ৷ কয়েকদিন আগে জাকির নামে এক চরস পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তার থেকেই বেহালার এই চরস পাচারের খবর পায় ৷ সে জানায়, জেনেক্স ভ্যালির নামের একটি আবাসনে চরস পাচার চক্র চলছে । খেজুরের পেট চিরে ভরা হত চরস । তারপর তা আবার প্যাকেটে রাখা হত ।

charas
খেজুরের মধ্যেই থাকত চরস

খেজুরের ব্যবসার আড়ালে চিনে পাচার হত চরস । এদের সঙ্গে চিনের এই চক্রের লোকজনের যোগ ছিল । তারা খেজুরের প্যাকেটগুলি নিত । তারপর তা ছড়িয়ে দিত চিনের বিভিন্ন প্রান্তে । গতরাতে স্পেশাল টাস্কফোর্সের বিশেষ দল হানা দেয় জেনেক্স ভ‍্যালির সেই ফ্ল্যাটে । সেখানে কুড়ি কেজি চরস বাজেয়াপ্ত করে পুলিশ । যার বাজার দর 85 লাখ টাকা ।

কলকাতা, 8 ডিসেম্বর : উপর থেকে দেখলে মনে হবে খেজুরের প্যাকেট ৷ সেই খেজুরের সঙ্গেই রয়েছে চরস ৷ খেজুরের প্যাকেটে ভরে চরস পাচার হচ্ছে চিনে ৷ মাদকচক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । ঘটনায় তিন অভিযুক্ত গ্রেপ্তার করে পুলিশ ৷ কুড়ি কেজি চরস বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, বেহালা এলাকার একটি আবাসনে কারবার চলছিল । পুলিশের কাছে সম্প্রতি সেই খবর আসে ৷ কয়েকদিন আগে জাকির নামে এক চরস পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তার থেকেই বেহালার এই চরস পাচারের খবর পায় ৷ সে জানায়, জেনেক্স ভ্যালির নামের একটি আবাসনে চরস পাচার চক্র চলছে । খেজুরের পেট চিরে ভরা হত চরস । তারপর তা আবার প্যাকেটে রাখা হত ।

charas
খেজুরের মধ্যেই থাকত চরস

খেজুরের ব্যবসার আড়ালে চিনে পাচার হত চরস । এদের সঙ্গে চিনের এই চক্রের লোকজনের যোগ ছিল । তারা খেজুরের প্যাকেটগুলি নিত । তারপর তা ছড়িয়ে দিত চিনের বিভিন্ন প্রান্তে । গতরাতে স্পেশাল টাস্কফোর্সের বিশেষ দল হানা দেয় জেনেক্স ভ‍্যালির সেই ফ্ল্যাটে । সেখানে কুড়ি কেজি চরস বাজেয়াপ্ত করে পুলিশ । যার বাজার দর 85 লাখ টাকা ।

Intro:কলকাতা, 8 ডিসেম্বর: উপর থেকে দেখলে বোঝার উপায় নেই। আদতে সেগুলি খেজুরের প্যাকেট। প্যাকেট খুলে বের হবে আস্ত খেজুর। হেলদি ডায়েট। কিন্তু খেজুর খুললেই চোখ চড়কগাছ হবে আপনার। হয়েছিল ঝানু গোয়েন্দাদেরও। খেজুরের মধ্যে রয়েছে চরস! এভাবেই তা পাচার করা হতো চিনে। এমনই এক বড়োসড়ো মাদকচক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। গ্রেপ্তার করা হয়েছে 3 নাটের গুরুকে।


Body:পুলিশ সূত্রে খবর, বেহালা এলাকার অভিজাত আবাসনের ফ্ল্যাটে চলছিল কারবার। পুলিশ তা জানতে পারে জাকির নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করার পর। পুলিশ চরস সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায় যে জেনেক্স ভ্যালির কথা। জানা যায়, সেখানকার একটি ফ্ল্যাটে খেজুরের পেট চিরে ভরা হত চরস। তারপর তা আবার প্যাকেটজাত করা হতো। খেজুর রপ্তানির আড়ালে চিনে পাঠিয়ে দেওয়া হতো মাদক। সেদেশে এই চক্রের লোকজন রয়েছে। তারা খেজুরের আড়ালে সেই মাদক রিসিভ করে নিতো। তারপর তা ছড়িয়ে পড়তো চিনের বিভিন্ন প্রান্তে। গত রাতে স্পেশাল টাস্কফোর্সের বিশেষ দল হানা দেয় জেনেক্স ভ‍্যালির সেই ফ্ল্যাটে। সেখানে উদ্ধার হয় কুঁড়ি কেজি চরস। যার বাজার দর 85 লাখ টাকা।


Conclusion:ওই ফ্ল্যাট থেকে মাসউক আহমেদ এবং প্রশান্ত দাস নামে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুতো তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.