কলকাতা, 8 ডিসেম্বর : উপর থেকে দেখলে মনে হবে খেজুরের প্যাকেট ৷ সেই খেজুরের সঙ্গেই রয়েছে চরস ৷ খেজুরের প্যাকেটে ভরে চরস পাচার হচ্ছে চিনে ৷ মাদকচক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । ঘটনায় তিন অভিযুক্ত গ্রেপ্তার করে পুলিশ ৷ কুড়ি কেজি চরস বাজেয়াপ্ত করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, বেহালা এলাকার একটি আবাসনে কারবার চলছিল । পুলিশের কাছে সম্প্রতি সেই খবর আসে ৷ কয়েকদিন আগে জাকির নামে এক চরস পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তার থেকেই বেহালার এই চরস পাচারের খবর পায় ৷ সে জানায়, জেনেক্স ভ্যালির নামের একটি আবাসনে চরস পাচার চক্র চলছে । খেজুরের পেট চিরে ভরা হত চরস । তারপর তা আবার প্যাকেটে রাখা হত ।
খেজুরের ব্যবসার আড়ালে চিনে পাচার হত চরস । এদের সঙ্গে চিনের এই চক্রের লোকজনের যোগ ছিল । তারা খেজুরের প্যাকেটগুলি নিত । তারপর তা ছড়িয়ে দিত চিনের বিভিন্ন প্রান্তে । গতরাতে স্পেশাল টাস্কফোর্সের বিশেষ দল হানা দেয় জেনেক্স ভ্যালির সেই ফ্ল্যাটে । সেখানে কুড়ি কেজি চরস বাজেয়াপ্ত করে পুলিশ । যার বাজার দর 85 লাখ টাকা ।