ETV Bharat / state

Kolkata Police: পুনে থেকে আমেরিকার সাইবার অপরাধীকে গ্রেফতার লালবাজারের - সাইবার অপরাধ

বড়সড় সাফল্য কলকাতা পুলিশের ৷ এফবিআই-এর সাহায্যে আমেরিকার সাইবার দস্যুকে পুনে থেকে গ্রেফতার করল লালবাজার (Kolkata Police) ৷

Kolkata Police
সাইবার অপরাধী
author img

By

Published : Feb 14, 2023, 1:36 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার অপরাধের (Cyber Crime) সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Federal Bureau of Investigation) বা এফবিআই-এর সঙ্গে হাত মিলিয়ে ভিন রাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ । জানা গিয়েছে, গত দশ তারিখে কলকাতা পুলিশের গোয়েন্দারা জানতে পারেন আমেরিকায় সাইবার অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে একজন পুনেতে আত্মগোপন করে রয়েছে । ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে সেই তথ্য পায় তারা ৷ এফবিআই-এর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নামে লালাবাজার (Lalbazar) ৷

তদন্তের স্বার্থে কলকাতা পুলিশের সাইবার সেলের (Cyber Cell) গোয়েন্দারা পাড়ি দেন পুনেতে । এরপর স্থানীয় পুনে প্রশাসনকে জানিয়ে সেখানকার বাঁশুরী কলোনি এলাকার একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় (Search Operation) লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা । সেখান থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ (One arrested from Pune) । ধৃতের নাম সৈয়দ তারিখ কালাম । সংশ্লিষ্ট ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট । যার মধ্যে অন্যতম হচ্ছে বেশ কিছু পেনড্রাইভ, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ-সহ হার্ডডিস্ক । কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দাদের অভিযোগ, এই অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় সাইবার প্রতারণার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ।

এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা সাবতীন আলি হায়দার-সহ একাধিক অভিযুক্তদের গ্রেফতার করেছিল ৷ তাদের রাজস্থানের (Rajasthan) আজমির এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ । এর আগে এই ঘটনার তদন্ত নেমে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এর (FBI) দেওয়া তথ্যের ভিত্তিতে কলকাতার (Kolkata) বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি অভিযান চালায় লালাবাজার ৷ সেখান থেকে আরও তিনজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা ।

আরও পড়ুন: লটারির লোভে 200 বার টাকা পাঠান অপরাধীকে ! 72 লক্ষ হারিয়ে সর্বস্বান্ত হিমাচলের বাসিন্দা

কলকাতা, 14 ফেব্রুয়ারি: সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার অপরাধের (Cyber Crime) সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Federal Bureau of Investigation) বা এফবিআই-এর সঙ্গে হাত মিলিয়ে ভিন রাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ । জানা গিয়েছে, গত দশ তারিখে কলকাতা পুলিশের গোয়েন্দারা জানতে পারেন আমেরিকায় সাইবার অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে একজন পুনেতে আত্মগোপন করে রয়েছে । ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে সেই তথ্য পায় তারা ৷ এফবিআই-এর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নামে লালাবাজার (Lalbazar) ৷

তদন্তের স্বার্থে কলকাতা পুলিশের সাইবার সেলের (Cyber Cell) গোয়েন্দারা পাড়ি দেন পুনেতে । এরপর স্থানীয় পুনে প্রশাসনকে জানিয়ে সেখানকার বাঁশুরী কলোনি এলাকার একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় (Search Operation) লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা । সেখান থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ (One arrested from Pune) । ধৃতের নাম সৈয়দ তারিখ কালাম । সংশ্লিষ্ট ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট । যার মধ্যে অন্যতম হচ্ছে বেশ কিছু পেনড্রাইভ, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ-সহ হার্ডডিস্ক । কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দাদের অভিযোগ, এই অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় সাইবার প্রতারণার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ।

এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা সাবতীন আলি হায়দার-সহ একাধিক অভিযুক্তদের গ্রেফতার করেছিল ৷ তাদের রাজস্থানের (Rajasthan) আজমির এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ । এর আগে এই ঘটনার তদন্ত নেমে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এর (FBI) দেওয়া তথ্যের ভিত্তিতে কলকাতার (Kolkata) বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি অভিযান চালায় লালাবাজার ৷ সেখান থেকে আরও তিনজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা ।

আরও পড়ুন: লটারির লোভে 200 বার টাকা পাঠান অপরাধীকে ! 72 লক্ষ হারিয়ে সর্বস্বান্ত হিমাচলের বাসিন্দা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.