ETV Bharat / state

পেট্রলপাম্পে ডাকাতির ছক, গ্রেপ্তার 15 - 15 people arrested before robbery at petrol pump

নেতাজি নগর থানা এলাকার রানিদিঘির কাছে BSNL অফিসের পাশে একটি নির্জন গলিতে প্রায় 15 জন জড়ো হয় । তাদের সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র , কার্তুজ , চপার , ড‌্যাগার, করাত, দড়ি-সহ ডাকাতির নানা সরঞ্জাম । পাশেই একটি পেট্রলপাম্পে ডাকাতির মতলব ছিল তাদের ।

Petrol Pump robbery
Petrol Pump robbery
author img

By

Published : Sep 19, 2020, 7:37 AM IST

Updated : Sep 19, 2020, 7:46 AM IST

কলকাতা , 19 সেপ্টেম্বর : ওরা কেউ ভাঙড়ের, কেউ বারুইপুরের, কেউ আবার ঘুটিয়ারি শরিফের । সব মিলিয়ে 15 জন । সঙ্গে ছিল একাধিক অস্ত্র ৷ মতলব ছিল পেট্রলপাম্পে ডাকাতির । খবর পেয়ে সেই ছক বানচাল করে দিল কলকাতা পুলিশ ।


পুলিশ সূত্রে জানা গেছে , দলে 15 জন থাকলেও মূল পান্ডা ছিল তিনজন । রাজু শেখ , ফরমান ফকির ও রশিদ লস্কর । বাকিদের নিয়ে এই তিনজন জড়ো হয়েছিল নেতাজি নগর থানা এলাকার রানিদিঘির কাছে BSNL অফিসের পাশে একটি নির্জন গলিতে । তাদের সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র , কার্তুজ , চপার , ড‌্যাগার, করাত, দড়ি-সহ ডাকাতির নানা সরঞ্জাম । তারা একটি মোটরবাইক এবং একটি পণ্যবাহী ছোটো গাড়িতে এসেছিল । পাশেই একটি পেট্রলপাম্পে ডাকাতির মতলব ছিল তাদের । খবর পেয়ে পুলিশ ঘিরে ফেলে গোটা এলাকা । এরপর 15 জনকে গ্রেপ্তার করা হয় । গাড়ি দু'টি সিজ় করা হয়েছে ।

ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত তাদের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ ।

কলকাতা , 19 সেপ্টেম্বর : ওরা কেউ ভাঙড়ের, কেউ বারুইপুরের, কেউ আবার ঘুটিয়ারি শরিফের । সব মিলিয়ে 15 জন । সঙ্গে ছিল একাধিক অস্ত্র ৷ মতলব ছিল পেট্রলপাম্পে ডাকাতির । খবর পেয়ে সেই ছক বানচাল করে দিল কলকাতা পুলিশ ।


পুলিশ সূত্রে জানা গেছে , দলে 15 জন থাকলেও মূল পান্ডা ছিল তিনজন । রাজু শেখ , ফরমান ফকির ও রশিদ লস্কর । বাকিদের নিয়ে এই তিনজন জড়ো হয়েছিল নেতাজি নগর থানা এলাকার রানিদিঘির কাছে BSNL অফিসের পাশে একটি নির্জন গলিতে । তাদের সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র , কার্তুজ , চপার , ড‌্যাগার, করাত, দড়ি-সহ ডাকাতির নানা সরঞ্জাম । তারা একটি মোটরবাইক এবং একটি পণ্যবাহী ছোটো গাড়িতে এসেছিল । পাশেই একটি পেট্রলপাম্পে ডাকাতির মতলব ছিল তাদের । খবর পেয়ে পুলিশ ঘিরে ফেলে গোটা এলাকা । এরপর 15 জনকে গ্রেপ্তার করা হয় । গাড়ি দু'টি সিজ় করা হয়েছে ।

ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত তাদের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ ।
Last Updated : Sep 19, 2020, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.