ETV Bharat / state

কলকাতায় সাইকেল চলার অনুমতি পুলিশ কমিশনারের

বাসে সমাজের দূরত্বের বিধি-নিষেধ মানা হচ্ছে না । তাই সরকারি তরফে কলকাতার রাস্তায় সাইকেল নিয়ে চলাচলের ভাবনাচিন্তা শুরু হয়েছে । আজ পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরের বড় রাস্তা ও ফ্লাইওভার ছাড়া সমস্ত লেন ও বাইলেনগুলিতে সাইকেল চলাচলের অনুমতি দিলেন ৷

kolkata traffic guard opinion on bicycle route
ট্রাফিক গার্ডের প্রস্তাব চাইল লালবাজার
author img

By

Published : Jun 9, 2020, 9:38 PM IST

কলকাতা, 9 জুন: কলকাতা শহরের 70টিরও বেশি রাস্তায় সাইকেল চালানো ছিল নিষিদ্ধ । সেখানে সাইকেল চালালে জরিমানা করা হত । কিন্তু বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে অফিস যাতায়াত করতে সাইকেল হয়ে উঠেছে অন্যতম বাহন । আজ পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরের লেন ও বাইলেনগুলিতে সাইকেল চলাচলের অনুমতি দিলেন ৷

সেই সূত্রেই গতকাল মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতার ছোট এবং মাঝারি রাস্তাকে ব্যবহার করে যাতে অফিস বা নিজের গন্তব্যে যেতে পারবেন সেজন্য পুলিশকে বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে ।’’ আর তারপরেই নড়েচড়ে বসেছে লালবাজার ।

ইতিমধ্যেই কলকাতার সবকটি ট্রাফিক গার্ডের কাছে সাইকেল লেনের জন্য চাওয়া হয়েছে প্রস্তাব । আজ পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরের বড় রাস্তা ও ফ্লাইওভার ছাড়া সমস্ত লেন ও বাইলেনগুলিতে সাইকেল চলাচলের অনুমতি দিলেন ৷

Kolkata police
কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশনামা

কলকাতা, 9 জুন: কলকাতা শহরের 70টিরও বেশি রাস্তায় সাইকেল চালানো ছিল নিষিদ্ধ । সেখানে সাইকেল চালালে জরিমানা করা হত । কিন্তু বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে অফিস যাতায়াত করতে সাইকেল হয়ে উঠেছে অন্যতম বাহন । আজ পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরের লেন ও বাইলেনগুলিতে সাইকেল চলাচলের অনুমতি দিলেন ৷

সেই সূত্রেই গতকাল মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতার ছোট এবং মাঝারি রাস্তাকে ব্যবহার করে যাতে অফিস বা নিজের গন্তব্যে যেতে পারবেন সেজন্য পুলিশকে বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে ।’’ আর তারপরেই নড়েচড়ে বসেছে লালবাজার ।

ইতিমধ্যেই কলকাতার সবকটি ট্রাফিক গার্ডের কাছে সাইকেল লেনের জন্য চাওয়া হয়েছে প্রস্তাব । আজ পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরের বড় রাস্তা ও ফ্লাইওভার ছাড়া সমস্ত লেন ও বাইলেনগুলিতে সাইকেল চলাচলের অনুমতি দিলেন ৷

Kolkata police
কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশনামা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.