ETV Bharat / state

July 21 Traffic Arrangements: একুশে জুলাইয়ে মহানগরের ট্রাফিক সামলানোই কড়া চ্যালেঞ্জ, বিশেষ পদক্ষেপ লালবাজারের - কলকাতা ট্রাফিক

একুশে জুলাইয়ে শহরের ট্রাফিক সামলানোর জন্য বেশকিছু পদক্ষেপ করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ৷ ওই দিন বেশকিছু রাস্তায় গাড়ির চলাচল নিয়ন্ত্রিত হতে পারে ৷

July 21 Traffic Arrangements
July 21 Traffic Arrangements
author img

By

Published : Jul 20, 2023, 1:23 PM IST

কলকাতা, 20 জুলাই: একুশে জুলাইয়ে যাতে মহানগরের রাস্তায় ট্রাফিক মুভমেন্ট বা যান চলাচলের গতি শ্লথ না হয়, সেটাই চ্যালেঞ্জ লালবাজারের । আর এ জন্যই বিশেষ পদক্ষেপ করছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ।

কোন রাস্তায় গাড়ির গতি থাকবে শ্লথ: লালবাজার সূত্রের খবর, ব্যারাকপুর থেকে সিঁথি অর্থাৎ বিটি রোড হয়ে শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিধানসরণি, কলেজ স্ট্রিট - এই রাস্তাগুলিতে গাড়ির গতি অত্যন্ত শ্লথ হতে থাকবে । এছাড়াও বিধাননগর এবং সল্টলেক হয়ে যে সব মিছিল ধর্মতলার উদ্দেশে রওনা দেবে, তার জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস মানিকতলা কলেজ স্ট্রিটের কিছু অংশে গাড়ি নিয়ন্ত্রিত হতে পারে ।

গুরুত্বপূর্ণ পদক্ষেপ ট্রাফিক বিভাগের: কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে হাওড়া কমিশনারেট এবং বিধাননগর কমিশনারেটের একটি বৈঠক হয়েছে ৷ সেই বৈঠকে বিধাননগর ও হাওড়ার ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের আধিকারিকদের সঙ্গে একুশে জুলাই-এর দিন সমন্বয় সাধন করে কাজ করবেন । জানা গিয়েছে, হাওড়ার দিক থেকে আসা মিছিলগুলি হাওড়ার বেলেলিয়াস রোড এবং হাওড়া ময়দান হয়ে সরাসরি গোলাবাড়ি থানা ও হাওড়া ব্রিজের দিকে যাবে । এ জন্য হাওড়া ব্রিজে যাতে যান চলাচল পুরোপুরি স্তব্ধ না হয়, তার জন্য লালবাজারে তরফে ও হাওড়া কমিশনারেটের তরফে একুশে জুলাইয়ের দিন শুধুমাত্র হাওড়া ব্রিজের জন্য দেওয়া হবে অতিরিক্ত ট্রাফিক সার্জেন্ট ।

আরও পড়ুন: 'এবার মমতার নতুন দুর্নীতি ফাঁস হবে', 21 জুলাইয়ের আগে হুঁশিয়ারি শুভেন্দুর

মালবাহী গাড়িতে নিষেধাজ্ঞা: লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের অধীনস্ত সমস্ত এলাকায় শুক্রবার অর্থাৎ আজ ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কোনও ধরনের মালবাহী গাড়ি বা গুডস ভেহিকেলস চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তবে ট্রাফিক বিভাগ সূত্রের খবর, এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার বাহী গাড়ি, সবজি, ফল এবং দুধ পরিবহণকারী গাড়ি ৷

পার্কিং বন্ধ: কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রের খবর, উত্তর থেকে দক্ষিণ এবং মধ্য কলকাতায় বিবেকানন্দ রোড, বিধান সরণি, কলেজস্ট্রিট, ব্রেবোর্ন রোড, হিয়ার স্ট্রিট থেকে একেবারে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত থাকবেন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক । লালবাজার সুত্রের খবর, দক্ষিণ কলকাতার রবীন্দ্র সদন, ক্যাথিড্রাল চার্চ, হেস্টিংস ক্রসিং - এই সব জায়গায় বিভিন্ন সময় গাড়ি পার্কিং করা থাকে । কিন্তু আজ থেকে ওই এলাকাগুলিতে রাস্তায় গাড়ি পার্কিং করা নিষিদ্ধ ।

কলকাতা, 20 জুলাই: একুশে জুলাইয়ে যাতে মহানগরের রাস্তায় ট্রাফিক মুভমেন্ট বা যান চলাচলের গতি শ্লথ না হয়, সেটাই চ্যালেঞ্জ লালবাজারের । আর এ জন্যই বিশেষ পদক্ষেপ করছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ।

কোন রাস্তায় গাড়ির গতি থাকবে শ্লথ: লালবাজার সূত্রের খবর, ব্যারাকপুর থেকে সিঁথি অর্থাৎ বিটি রোড হয়ে শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিধানসরণি, কলেজ স্ট্রিট - এই রাস্তাগুলিতে গাড়ির গতি অত্যন্ত শ্লথ হতে থাকবে । এছাড়াও বিধাননগর এবং সল্টলেক হয়ে যে সব মিছিল ধর্মতলার উদ্দেশে রওনা দেবে, তার জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস মানিকতলা কলেজ স্ট্রিটের কিছু অংশে গাড়ি নিয়ন্ত্রিত হতে পারে ।

গুরুত্বপূর্ণ পদক্ষেপ ট্রাফিক বিভাগের: কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে হাওড়া কমিশনারেট এবং বিধাননগর কমিশনারেটের একটি বৈঠক হয়েছে ৷ সেই বৈঠকে বিধাননগর ও হাওড়ার ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের আধিকারিকদের সঙ্গে একুশে জুলাই-এর দিন সমন্বয় সাধন করে কাজ করবেন । জানা গিয়েছে, হাওড়ার দিক থেকে আসা মিছিলগুলি হাওড়ার বেলেলিয়াস রোড এবং হাওড়া ময়দান হয়ে সরাসরি গোলাবাড়ি থানা ও হাওড়া ব্রিজের দিকে যাবে । এ জন্য হাওড়া ব্রিজে যাতে যান চলাচল পুরোপুরি স্তব্ধ না হয়, তার জন্য লালবাজারে তরফে ও হাওড়া কমিশনারেটের তরফে একুশে জুলাইয়ের দিন শুধুমাত্র হাওড়া ব্রিজের জন্য দেওয়া হবে অতিরিক্ত ট্রাফিক সার্জেন্ট ।

আরও পড়ুন: 'এবার মমতার নতুন দুর্নীতি ফাঁস হবে', 21 জুলাইয়ের আগে হুঁশিয়ারি শুভেন্দুর

মালবাহী গাড়িতে নিষেধাজ্ঞা: লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের অধীনস্ত সমস্ত এলাকায় শুক্রবার অর্থাৎ আজ ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কোনও ধরনের মালবাহী গাড়ি বা গুডস ভেহিকেলস চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তবে ট্রাফিক বিভাগ সূত্রের খবর, এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার বাহী গাড়ি, সবজি, ফল এবং দুধ পরিবহণকারী গাড়ি ৷

পার্কিং বন্ধ: কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রের খবর, উত্তর থেকে দক্ষিণ এবং মধ্য কলকাতায় বিবেকানন্দ রোড, বিধান সরণি, কলেজস্ট্রিট, ব্রেবোর্ন রোড, হিয়ার স্ট্রিট থেকে একেবারে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত থাকবেন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক । লালবাজার সুত্রের খবর, দক্ষিণ কলকাতার রবীন্দ্র সদন, ক্যাথিড্রাল চার্চ, হেস্টিংস ক্রসিং - এই সব জায়গায় বিভিন্ন সময় গাড়ি পার্কিং করা থাকে । কিন্তু আজ থেকে ওই এলাকাগুলিতে রাস্তায় গাড়ি পার্কিং করা নিষিদ্ধ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.