ETV Bharat / state

Kolkata Metro: একই রেকে দু’বার বিভ্রাটে ব্যাহত কলকাতার মেট্রো পরিষেবা, পরে স্বাভাবিক চলাচল শুরু - কলকাতা মেট্রো কর্তৃপক্ষ

মঙ্গলবার সকালে কলকাতা মেট্রোর (Kolkata Metro) আপ লাইনে একই রেকে দু’বার বিভ্রাট দেখা দেয় ৷ যান্ত্রিক ত্রুটির কারণে (Metro Technical Problem) ওই রেক রবীন্দ্র সরোবর ও রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণের জন্য৷ পরে পরিষেবা স্বাভাবিক হয় (Metro Service Stopped) ৷ তবে এর জেরে ভোগান্তির মুখে পড়তে যাত্রীদের ৷

Kolkata Metro
কলকাতা মেট্রো
author img

By

Published : Dec 27, 2022, 2:47 PM IST

Updated : Dec 27, 2022, 3:48 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: ফের বিভ্রাট কলকাতা মেট্রোতে (Kolkata Metro) ৷ মঙ্গলবার সকালে একই রেকে দু’বার যান্ত্রিক সমস্যা (Metro Technical Problem) ধরে পড়ে ৷ দমদমগামী ওই মেট্রোটি প্রথমে রবীন্দ্র সরোবর ও পরে রবীন্দ্র সদন স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে ৷ দু’বারই মেট্রোর কর্মীরা তৎপরতার সঙ্গে সমস্যা সমাধান করেন ৷

এর জেরে বেশ কিছুক্ষণ কলকাতা মেট্রোর দমদমগামী আপ লাইনে পরিষেবা বন্ধ ছিল (Metro Service Stopped) ৷ তার পর আবার স্বাভাবিক নিয়মে মেট্রো চলাচল শুরু হয় ৷ কিন্তু এই সমস্যার জেরে কিছু সময়ের জন্য ভোগান্তির মুখে পড়তে হয় বহু যাত্রীকে ৷ বিভিন্ন মেট্রো স্টেশনে ভিড় জমতে শুরু করে ৷

ঠিক কী হয়েছিল এদিন ? কলকাতা মেট্রো সূত্রে খবর, দমদমগামী একটি রেক কবি সুভাষ স্টেশন থেকে ছাড়ার পর রবীন্দ্র সরোবর স্টেশনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে ৷ যান্ত্রিক সমস্যার কারণেই থেমে যায় ওই মেট্রোটি ৷ কর্মীরা এসে সমস্যার সমাধান করেন ৷ তার পর মেট্রোটি ওই স্টেশন ছেড়ে দমদমের দিকে এগিয়ে যায় ৷

কিন্তু এর জেরে আপ লাইনে বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ রাখতে হয় মেট্রো কর্তৃপক্ষকে ৷ ফলে অনেককে দুর্ভোগ পোহাতে হয় ৷ কেউ মেট্রো স্টেশনেই পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতে থাকেন ৷ আবার কেউ পাতাল থেকে উপরে এসে অন্য যানবাহনের সাহায্যে গন্তব্যের দিকে রওনা দেন ৷

বছর শেষে ছুটির আনন্দ নিতে বহু মানুষের ভিড় জমছে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে ৷ এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাওয়ার জন্য মেট্রোই সাধারণ মানুষের ভরসা ৷ ফলে এই ক’দিন মেট্রোতে নিত্যযাত্রীদের পাশাপাশি ভ্রমণ প্রিয় মানুষেরও ভিড় হচ্ছে ৷ তাই রবীন্দ্র সরোবর থেকে যান্ত্রিক ত্রুটি ঠিক হওয়ার পর মেট্রো রেকটি বেরিয়ে যেতেই হাঁফ ছেড়ে বাঁচে কর্তৃপক্ষ ৷

কিন্তু মাত্র তিনটি স্টেশন অতিক্রম করে চার নম্বর স্টেশন রবীন্দ্র সদনে পৌঁছাতেই ফের থেমে যায় ওই রেক ৷ আবারও যান্ত্রিক গোলোযোগ দেখা দেয় ৷ তখনও তৎপরতার সঙ্গে ওই রেকে মেরামত করা হয় মেট্রোর কর্মীদের তরফে ৷ তার পর সেই রেক দমদমের উদ্দেশ্যে রওনা হয় ৷

এর জেরে দ্বিতীয়বারও কিছুক্ষণের জন্য আপ লাইনে চলাচল বন্ধ হয়ে যায় ৷ একই ভাবে ভোগান্তি পোহাতে যাত্রীদের ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷ নিত্যদিনের ছন্দেই চলছে কলকাতার পাতাল রেল ৷

আরও পড়ুন: মেট্রোর নর্থ-সাউথ করিডরে যাত্রী পরিষেবায় আরও এক ‘মেধা রেক’

কলকাতা, 27 ডিসেম্বর: ফের বিভ্রাট কলকাতা মেট্রোতে (Kolkata Metro) ৷ মঙ্গলবার সকালে একই রেকে দু’বার যান্ত্রিক সমস্যা (Metro Technical Problem) ধরে পড়ে ৷ দমদমগামী ওই মেট্রোটি প্রথমে রবীন্দ্র সরোবর ও পরে রবীন্দ্র সদন স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে ৷ দু’বারই মেট্রোর কর্মীরা তৎপরতার সঙ্গে সমস্যা সমাধান করেন ৷

এর জেরে বেশ কিছুক্ষণ কলকাতা মেট্রোর দমদমগামী আপ লাইনে পরিষেবা বন্ধ ছিল (Metro Service Stopped) ৷ তার পর আবার স্বাভাবিক নিয়মে মেট্রো চলাচল শুরু হয় ৷ কিন্তু এই সমস্যার জেরে কিছু সময়ের জন্য ভোগান্তির মুখে পড়তে হয় বহু যাত্রীকে ৷ বিভিন্ন মেট্রো স্টেশনে ভিড় জমতে শুরু করে ৷

ঠিক কী হয়েছিল এদিন ? কলকাতা মেট্রো সূত্রে খবর, দমদমগামী একটি রেক কবি সুভাষ স্টেশন থেকে ছাড়ার পর রবীন্দ্র সরোবর স্টেশনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে ৷ যান্ত্রিক সমস্যার কারণেই থেমে যায় ওই মেট্রোটি ৷ কর্মীরা এসে সমস্যার সমাধান করেন ৷ তার পর মেট্রোটি ওই স্টেশন ছেড়ে দমদমের দিকে এগিয়ে যায় ৷

কিন্তু এর জেরে আপ লাইনে বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ রাখতে হয় মেট্রো কর্তৃপক্ষকে ৷ ফলে অনেককে দুর্ভোগ পোহাতে হয় ৷ কেউ মেট্রো স্টেশনেই পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতে থাকেন ৷ আবার কেউ পাতাল থেকে উপরে এসে অন্য যানবাহনের সাহায্যে গন্তব্যের দিকে রওনা দেন ৷

বছর শেষে ছুটির আনন্দ নিতে বহু মানুষের ভিড় জমছে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে ৷ এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাওয়ার জন্য মেট্রোই সাধারণ মানুষের ভরসা ৷ ফলে এই ক’দিন মেট্রোতে নিত্যযাত্রীদের পাশাপাশি ভ্রমণ প্রিয় মানুষেরও ভিড় হচ্ছে ৷ তাই রবীন্দ্র সরোবর থেকে যান্ত্রিক ত্রুটি ঠিক হওয়ার পর মেট্রো রেকটি বেরিয়ে যেতেই হাঁফ ছেড়ে বাঁচে কর্তৃপক্ষ ৷

কিন্তু মাত্র তিনটি স্টেশন অতিক্রম করে চার নম্বর স্টেশন রবীন্দ্র সদনে পৌঁছাতেই ফের থেমে যায় ওই রেক ৷ আবারও যান্ত্রিক গোলোযোগ দেখা দেয় ৷ তখনও তৎপরতার সঙ্গে ওই রেকে মেরামত করা হয় মেট্রোর কর্মীদের তরফে ৷ তার পর সেই রেক দমদমের উদ্দেশ্যে রওনা হয় ৷

এর জেরে দ্বিতীয়বারও কিছুক্ষণের জন্য আপ লাইনে চলাচল বন্ধ হয়ে যায় ৷ একই ভাবে ভোগান্তি পোহাতে যাত্রীদের ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷ নিত্যদিনের ছন্দেই চলছে কলকাতার পাতাল রেল ৷

আরও পড়ুন: মেট্রোর নর্থ-সাউথ করিডরে যাত্রী পরিষেবায় আরও এক ‘মেধা রেক’

Last Updated : Dec 27, 2022, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.