কলকাতা, 21 মে : শ্মশানের ব্রাহ্মণরাও এবার পাবে ভাতা । আজ সেকথাই ঘোষণা করলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম । 1 জুন থেকে চালু হবে এই ভাতা । কলকাতা পৌরনিগমের অধীন সাতটি শ্মশানের ব্রাহ্মণদের দেওয়া হবে এই ভাতা ।
শ্মশানে শবদাহের পর শেষকৃত্য করান তাঁরা । তাই ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ঠাঁই হয় না কোনও শুভ কাজে । ফলে সেরকম কোনও আয় না থাকায় দারিদ্র্যের মধ্যেই দিন কাটাতে হয় তাঁদের । তাই নির্দিষ্ট একটা আর্থিক সাহায্য করা গেলে সামান্য সুবিধাই হবে । এই কথা মাথায় রেখেই শ্মশানের ব্রাহ্মণদের জন্য ভাতা চালু করতে চলেছে কলকাতা পৌরনিগম । আজ মেয়র ফিরহাদ হাকিম জানান, শবদাহ করলেই দেওয়া হবে 380 টাকা । 1 জুন থেকে চালু করা হবে এই ভাতা । কলকাতা পৌরনিগমের অধীন মোট সাতটি শ্মশানের 49 জন ব্রাহ্মণদের এই ভাতা দেওয়া হবে ।
তবে, সেক্ষেত্রে থাকছে কিছু শর্ত । এই ভাতা চালু হলেই মৃতের কোনও পরিবারের থেকে অতিরিক্ত টাকা আদায় করতে পারবেন না এই ব্রাহ্মণরা । যদি এরকম কোনও অভিযোগ কলকাতা পৌরনিগমের কাছে আসে, তাহলে পৌরনিগমের তালিকা থেকে বাদ দেওয়া হবে সেই ব্রাহ্মণকে ।
আগেও রাজ্য সরকার বেশকিছু ভাতা চালু করেছে । বিধবা ভাতা থেকে শুরু করে বেকার ভাতা সবই রয়েছে সেই তালিকায় । এই ধরনের ভাতা চালু করার পিছনে উদ্দেশ্য একটাই । মানুষের সাহায্য । কিন্তু আদৌ কতটা সাহায্য হচ্ছে মানুষের তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ।