কলকাতা, 30 অক্টোবর : শহরের বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার জন্য এবার রাজ্য সরকারের দ্বারস্থ হল কলকাতা পৌরনিগম । শহরের প্রায় সাড়ে তিন হাজারের উপর বিপজ্জনক বাড়ি রয়েছে । ঝড়-বৃষ্টির দাপটে প্রায়ই শহরের এই বিপজ্জনক বাড়িগুলি ভেঙে পড়ে বহু মানুষ আহত হন ৷ এমনকি এই ভগ্নপ্রায় বাড়িগুলি চাপা পড়ে মৃত্যুও হয় অনেকের ৷ খবর পাওয়ার পর পৌরনিগমের কর্মীরা গিয়ে সেই ধ্বংসস্তূপ সাফাই করেন । আইনত অধিকার না থাকায় শহরের বিপজ্জনক বাড়িগুলি ভাঙতে পারে না পৌরনিগম । তাই বিধানসভায় এই বাড়িগুলির ভাঙার আইন প্রণয়ন করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কলকাতা পৌরনিগম।
এই বিষয়ে পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, সবচেয়ে বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার আইনত অধিকার কলকাতা পৌরনিগমের নেই । কলকাতা পৌরনিগম কেবল ওই বাড়িগুলির বাইরে নোটিস লাগিয়ে দিতে পারে ৷ বাড়ি ভেঙে ফেলার আইনত অধিকার না থাকায় শহরে একের পর এক দুর্ঘটনা ঘটছে বিপজ্জনক বাড়িগুলি থেকে । তাই রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে, যাতে বাড়িগুলি ভেঙে ফেলার জন্য আইন পাশ করা হয় । এই মর্মে রাজ্য সরকারের কাছে একটি চিঠিও পাঠিয়েছে কলকাতা পৌরনিগম ।
আরও পড়ুন : Mechanised Planting Machine : আস্ত গাছ তুলে নিয়ে যেতে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন কিনছে বন দফতর