কলকাতা, 31 মার্চ: টানা লকডাউনের ফলে নিম্নবিত্ত ও দরিদ্র মানুষরা খাদ্য সংকটে ভুগছেন। সেই বিষয় নিয়ে আজ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বৈঠক করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এমন মানুষ আছেন যাঁরা আবেদন করার পর এখনও রেশন কার্ড হাতে পাননি । অনেকের রেশন কার্ড ইশু হয়ে গেলেও লকডাউনের জন্য পোস্টাল ডিপার্টমেন্টে পড়ে রয়েছে ।
সব মিলিয়ে কলকাতার আড়াই লাখ মানুষের কাছে এইমুহূর্তে রেশন কার্ড নেই । সেইসব মানুষদের জন্য কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে অস্থায়ী রেশন কার্ডের মতো একটি কুপন তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।
খাদ্যমন্ত্রী প্রস্তাবে সায় দিয়ে মেয়র জানিয়েছেন, কলকাতা পৌরনিগম শীঘ্রই অস্থায়ী রেশন কার্ডের মতো আড়াই লাখ কুপন তৈরি করে দেবে । এপ্রিলের 10 তারিখের মধ্যে কুপন বিলি করে দেওয়া হবে । যে সকল মানুষ রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু বিভিন্ন কারণে কার্ড হাতে পাননি তারা 10 তারিখের পর থেকে ওই কুপন দেখিয়েই রেশন তুলতে পারবেন বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।
মেয়র এদিন বলেন, “এই সময় রাজ্যের কেউ যেন অভুক্ত না থাকে সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার জন্যই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাদের রেশন কার্ড আছে তাদেরকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হবে । পাশাপাশি যারা আবেদন করেছেন কিন্তু এখনও কার্ড হাতে পাননি তাদের একটি কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে পৌরনিগমের পক্ষ থেকে ।“ কলকাতায় পৌরনিগম থানার তরফ থেকে একটি নামের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি । এঁদের সবাইকে বিনামূল্যের রেশন দেওয়ার ব্যবস্থাও করা হবে ।