কলকাতা, 8 অগস্ট : জলাভূমি সংরক্ষণের জন্য মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা যদি স্থানীয় এলাকার পুলিশ না মানে তাহলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । তিনি বলেন এলাকায় পুকুর ভরাট হচ্ছে, অথচ স্থানীয় প্রশাসন জানে না এমনটা হতে পারে না । বেআইনি পুকুর ভরাট বন্ধ করতে গেলে আইনত পদক্ষেপ করতে হবে পুলিশকেই । তাই এই বিষয়ে সব থেকে বেশি সক্রিয় থাকতে হবে থানার ওসিদের ।
জলাভূমি সংরক্ষণের আইন ভেঙে যদি কেউ পুকুর জলাশয় ভরাট করে এবং সেই বিষয়ে পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে সেই থানার ওসির বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি ৷ ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন শহরে অবৈধ প্রোমোটাররা স্থানীয় থানার মদত নিয়েই পুকুর ভরাট করে বহু অবৈধ নির্মাণ তৈরি করছে । তাই এলাকায় কোনও অবৈধ কর্মকাণ্ড হলে তা বন্ধ করতে এগিয়ে আসতে হবে প্রশাসনকেই ।
যদি জলাভূমি পরিবেশ সংরক্ষণের আইন পুলিশ না পালন করেন তাহলে তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানো হবে পুলিশ কমিশনারের কাছে । সেইসঙ্গে কলকাতা পৌরনিগমে চাকরি দেওয়ার নামে কোনও ব্যক্তি প্রতারিত হলে সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদনও জানিয়েছেন তিনি। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছেন । কলকাতায় ক্রমে চাকরির নামে প্রতারণা সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন : সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা
কলকাতা পৌরনিগমের সরাসরি চাকরি দেওয়ার ক্ষমতা মেয়র অথবা পৌর কমিশনারের হাতে নেই । পৌরনিগমের চাকরি একমাত্র রয়েছে মিউনিসিপাল সার্ভিস কমিশনের হাতে । পরীক্ষা পদ্ধতির মাধ্যমে কর্মীদের নির্বাচিত করা হয় ।
কলকাতার কাশিপুর থানা এলাকার বাসিন্দা অশোক বড়ুয়া নামে এক প্রতারক কলকাতা পৌরনিগমের সদস্যদের নামে চাকরি করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে। লক্ষ লক্ষ টাকা নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে ।
এই অভিযোগ আসার পরই কাশিপুর থানা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে । চাকরির নামে প্রতারণা চক্রে যেন কোনও নাগরিক প্রতারিত না হন তার জন্য পৌর প্রশাসক নিজে আবেদন জানিয়েছেন ।