ETV Bharat / state

Kolkata Municipal Corporation: কলকাতার নাগরিকদের সুবিধার্থে রক্সি সিনেমা হলে শুরু হল আধার কার্ডের কেন্দ্র

author img

By

Published : Aug 25, 2021, 10:40 PM IST

রক্সি সিনেমাহলের দোতলায় আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্থায়ী কেন্দ্র চালু করল কলকাতা পৌরনিগম ৷ এখানে অনেক দ্রুত আধার কার্ড পাওয়া যাবে বলে জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

Kolkata
কলকাতার নাগরিকদের সুবিধার্থে রক্সি সিনেমা হলে শুরু হল আধার কার্ডের কেন্দ্র

কলকাতা, 25 অগস্ট: রক্সি সিনেমা হলে আজ থেকে শুরু হল আধার কেন্দ্র । কলকাতা পৌরনিগমের উদ্যোগে রক্সি সিনেমা হলে আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্থায়ী সেন্টার তৈরি করল কলকাতা পৌরনিগম । এই রক্সি সিনেমা হল থেকে কলকাতা শহরবাসীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় দুটি পরিষেবা মিলবে । রক্সি সিনেমা হলের দোতলায় আধার কার্ড কেন্দ্রে নাগরিকরা একদিকে যেমন নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন, সেইসঙ্গে আধার কার্ডের সংশোধন করা যাবে । ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বহু মানুষকে আধার কার্ডের সংশোধন বা নতুন কার্ড তৈরির জন্য পোস্ট অফিসে হয়রানির মুখে পড়তে হয় ৷ মাঝেমধ্যেই লিঙ্ক চলে যাওয়ার ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাজ না করেই ফিরে যেতে হয় বহু মানুষকে । সেই সমস্যাকে দূর করতে এই উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম ৷

তবে শুধু কলকাতার মানুষ নন, রাজ্যের যে কোনও মানুষ এখানে এসে আধার কার্ড তৈরি অথবা সংশোধন করতে পারবে । কেন্দ্রীয় সরকারের চালু করা আধার কার্ড ছাড়া প্রশাসনিক কোনও কাজ করা সম্ভব নয় । কিন্তু বহু মানুষের এখনও আধার কার্ড নেই । অনেকেরই আধার কার্ড থাকলে তাতে নামের বানান ভুল অথবা বাড়ির ঠিকানা ভুল রয়েছে । কোথায় গিয়ে সেগুলি সংশোধন করানো যাবে অথবা কোথায় নতুন আধার কার্ড তৈরি করা হবে তা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকম সংশয় রয়েছে । সেই সমস্যা থেকে সাধারণ মানুষকে রেহাই দিতেই এই নতুন ব্যবস্থা করেছে কলকাতা পৌরনিগম । সোম থেকে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকবে এই আধার কার্ডের স্থায়ী কেন্দ্রটি । নাগরিকদের স্বার্থে রক্সি সিনেমার দোতলায় তৈরি হওয়া এই আধার কেন্দ্রে হাইস্পিড ব্রডব্যান্ড ব্যবহার করা করা হচ্ছে । যার ফলে দ্রুত আধার কার্ড তৈরি ও সংশোধনের কাজ সহজে করা যাবে ।

কলকাতার নাগরিকদের সুবিধার্থে রক্সি সিনেমা হলে শুরু হল আধার কার্ডের কেন্দ্র

আরও পড়ুন: বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকা মামলা করলেন কলকাতা হাইকোর্টে

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "অনেকেরই আধার কার্ড নেই । আবার অনেকের আধার কার্ড রয়েছে ৷ কিন্তু তাতে নামের বানান ভুল অথবা ঠিকানা ভুল রয়েছে । সেগুলি সংশোধন করার জন্য মানুষ দীর্ঘক্ষণ পোস্ট অফিসের লাইন দেওয়ার পরেও লিঙ্ক না থাকার ফলে অনেককেই আধার কার্ড সংশোধন বা তৈরি না করেই ফিরে আসতে হয় । বহু নাগরিক ফোনে আমার কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন তাই আমি এই উদ্যোগ নিয়েছি । পাশাপাশি এখানে স্বাস্থ্যসাথী কার্ডও তৈরি করা হবে । "

কলকাতা, 25 অগস্ট: রক্সি সিনেমা হলে আজ থেকে শুরু হল আধার কেন্দ্র । কলকাতা পৌরনিগমের উদ্যোগে রক্সি সিনেমা হলে আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্থায়ী সেন্টার তৈরি করল কলকাতা পৌরনিগম । এই রক্সি সিনেমা হল থেকে কলকাতা শহরবাসীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় দুটি পরিষেবা মিলবে । রক্সি সিনেমা হলের দোতলায় আধার কার্ড কেন্দ্রে নাগরিকরা একদিকে যেমন নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন, সেইসঙ্গে আধার কার্ডের সংশোধন করা যাবে । ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বহু মানুষকে আধার কার্ডের সংশোধন বা নতুন কার্ড তৈরির জন্য পোস্ট অফিসে হয়রানির মুখে পড়তে হয় ৷ মাঝেমধ্যেই লিঙ্ক চলে যাওয়ার ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাজ না করেই ফিরে যেতে হয় বহু মানুষকে । সেই সমস্যাকে দূর করতে এই উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম ৷

তবে শুধু কলকাতার মানুষ নন, রাজ্যের যে কোনও মানুষ এখানে এসে আধার কার্ড তৈরি অথবা সংশোধন করতে পারবে । কেন্দ্রীয় সরকারের চালু করা আধার কার্ড ছাড়া প্রশাসনিক কোনও কাজ করা সম্ভব নয় । কিন্তু বহু মানুষের এখনও আধার কার্ড নেই । অনেকেরই আধার কার্ড থাকলে তাতে নামের বানান ভুল অথবা বাড়ির ঠিকানা ভুল রয়েছে । কোথায় গিয়ে সেগুলি সংশোধন করানো যাবে অথবা কোথায় নতুন আধার কার্ড তৈরি করা হবে তা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকম সংশয় রয়েছে । সেই সমস্যা থেকে সাধারণ মানুষকে রেহাই দিতেই এই নতুন ব্যবস্থা করেছে কলকাতা পৌরনিগম । সোম থেকে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকবে এই আধার কার্ডের স্থায়ী কেন্দ্রটি । নাগরিকদের স্বার্থে রক্সি সিনেমার দোতলায় তৈরি হওয়া এই আধার কেন্দ্রে হাইস্পিড ব্রডব্যান্ড ব্যবহার করা করা হচ্ছে । যার ফলে দ্রুত আধার কার্ড তৈরি ও সংশোধনের কাজ সহজে করা যাবে ।

কলকাতার নাগরিকদের সুবিধার্থে রক্সি সিনেমা হলে শুরু হল আধার কার্ডের কেন্দ্র

আরও পড়ুন: বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকা মামলা করলেন কলকাতা হাইকোর্টে

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "অনেকেরই আধার কার্ড নেই । আবার অনেকের আধার কার্ড রয়েছে ৷ কিন্তু তাতে নামের বানান ভুল অথবা ঠিকানা ভুল রয়েছে । সেগুলি সংশোধন করার জন্য মানুষ দীর্ঘক্ষণ পোস্ট অফিসের লাইন দেওয়ার পরেও লিঙ্ক না থাকার ফলে অনেককেই আধার কার্ড সংশোধন বা তৈরি না করেই ফিরে আসতে হয় । বহু নাগরিক ফোনে আমার কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন তাই আমি এই উদ্যোগ নিয়েছি । পাশাপাশি এখানে স্বাস্থ্যসাথী কার্ডও তৈরি করা হবে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.