কলকাতা, 24 ফেব্রুয়ারি : ছট পুজোতে পরিবেশ দূষণ নিয়ে অভিযোগ বন্ধ করতে স্থায়ী সমাধানের পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । প্রতিবছর ছট পুজোতে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর দূষিত হওয়ার অভিযোগ তোলেন পরিবেশবিদরা । সরোবরের জলকে সংরক্ষিত রাখতে ও দূষণ রোধ করতে গত বছর কলকাতায় একাধিক কৃত্রিম জলাশয় তৈরি করে কলকাতা পৌরনিগম । এবার পাকাপাকিভাবে সেই সমস্যা সমাধান করতেই উদ্যোগ নেওয়া হচ্ছে । শহরে যেখানে হিন্দি ভাষাভাষী মানুষের সংখ্যা বেশি, সেইসব এলাকার পুকুর ও জলাশয়গুলিকে সংস্কার করে ঘাট তৈরি করবে কলকাতা পৌরনিগম ।
117 নম্বর ওয়ার্ডের জলাশয়কে সংস্কার করে ইতিমধ্যেই বাঁধিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । চারুবাবুর পুকুর, সাহেব মহল, মালাকার পাড়ার বিভিন্ন পুকুরগুলি সংস্কার করে ঘাট তৈরি করা হবে । এই ঘাটগুলিতে হিন্দি ভাষাভাষী মানুষ যেমন ছট পুজো করতে পারবেন, তেমনি বিভিন্ন পুজো, বিয়ের আচার-অনুষ্ঠান, শ্রাদ্ধকর্ম সবকিছুই করা যাবে । কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত স্বপন সমাদ্দার জানিয়েছেন, কয়েকজন অসাধু ব্যবসায়ী জলাশয় ও পুকুরগুলিকে বন্ধ করে দিয়ে অবৈধ নির্মাণ করার চেষ্টা করে । ঘাটগুলি বাঁধিয়ে দিয়ে সাজিয়ে দিলে সেই অসাধু চক্রকে যেমন বন্ধ করা যাবে, তেমন ছট পুজোতে দূষণের যে সমস্যা রয়েছে তা পাকাপাকি বন্ধ করা যাবে। ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি পুকুরকে বাঁধিয়ে ঘাট তৈরি করা হয়েছে ।
আরও পড়ুন, ‘দিদির দূত’ অ্যাপে দারুণ সাড়া, মাত্র 20 দিনে ব্যবহারকারী ছাড়াল 5 লাখ
পুকুর ও জলাশয়গুলিতে একদিকে যেমন সংস্কার করে ঘাট তৈরি করা হচ্ছে, সেইসঙ্গে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে । প্রয়োজনে শৌচালয় ও জামা কাপড় বদলের জায়গা তৈরি করা হবে । জলাশয় ও পুকুরগুলি পরিষ্কার রাখার দায়িত্ব কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ারের বিভাগকে দেওয়া হয়েছে । পৌরনিগমের সাফাইকর্মীরা এই ঘাটগুলিকে নিয়মিত সাফ রাখবে । ইতিমধ্যেই দুর্গাপুর ঘাট, ট্যাংরার পুলীন ফটিক রোডের পুকুরে ঘাট তৈরি করা হয়েছে ।