কলকাতা, 27 জানুয়ারি : কলকাতায় কোরোনা সংক্রমনের হার বর্তমানে অনেক কমে এসেছে ৷ তাই কোরোনা সংক্রমিতদের জন্য তৈরি হওয়া সেফ হোমগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম । কোরোনা রোগীদের নিয়ে যাওয়ার জন্য যে বিশেষ অ্যাম্বুলেন্সগুলি ছিল তার সংখ্যাও কমানো হয়েছে । তবে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোরোনার সংক্রমণ প্রতিরোধে যে চিকিৎসা পরিষেবা চলছিল তা চালু থাকছে ।
সেফ হোমগুলি বন্ধ করে দিয়ে সেখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শহরের ঘিঞ্জি বস্তিতে কলোনি এলাকায় গরিবদের চিকিৎসায় পাঠানো হয়েছে । কলকাতা পৌরনিগম শহরে তিনটি সেফ হোম তৈরি করেছিল । একটি আনন্দপুরে, একটি গীতাঞ্জলি ও একটি ক্যানসার রিসার্চ হাসপাতালের নতুন বাড়িতে । এছাড়াও হাওড়ার বালটিকুড়িতে কলকাতা পৌরনিগম একটি সেফ হোম তৈরি করেছিল । বর্তমানে গীতাঞ্জলি স্টেডিয়ামের সেফ হোমটি চালু থাকলেও চলতি সপ্তাহে তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ।
আরও পড়ুন : কলকাতায় পৌর স্বাস্থ্যকেন্দ্রে শুরু ডায়ালিসিস পরিষেবা
আজ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘‘কলকাতা মহানগরীতে এখন কোরোনার সংক্রমণ সংখ্যা অনেক কমে গেছে । সেইসঙ্গে কমে যাচ্ছে কোরোনার তীব্রতাও । তাই সেফ হোমগুলিতে কোনও রোগী ভর্তি নেই । প্রায় জনশূন্য অবস্থায় পড়ে থাকায় সেফ হোমগুলি বন্ধ করে দিচ্ছে পৌরনিগম । সেফ হোমগুলি ব্যবহার না হওয়ায় পৌরনিগমের খরচ হচ্ছিল । তাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’’