ETV Bharat / state

KMC Biodiversity Report : কলকাতা জীববৈচিত্রে রিপোর্ট প্রকাশ পৌরনিগমের - KMC Biodiversity Report

কলকাতার জীববৈচিত্র নিয়ে রিপোর্ট প্রকাশ করল কলকাতা পৌরনিগম ৷ মেয়র ফিরহাদ হাকিম ও উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার এই রিপোর্ট প্রকাশ করেছেন (Kolkata Municipal Corporation Publishes Biodiversity Report) ৷

Kolkata Municipal Corporation
কলকাতা জীববৈচিত্রে রিপোর্ট প্রকাশ পৌরনিগমের
author img

By

Published : May 22, 2022, 8:32 AM IST

Updated : May 22, 2022, 1:50 PM IST

কলকাতা, 22 মে: পরিবেশের ভারসাম্য ধরে রাখতে গেলে জীব বৈচিত্রকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন ৷ তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট প্রকাশ করল কলকাতা পৌরনিগম ৷ শনিবার মেয়র ফিরহাদ হাকিম ও উদ্যান বিভগের মেয়র পারিষদ দেবাশিস কুমার এই রিপোর্ট প্রকাশ করেছেন (Kolkata Municipal Corporation Publishes Biodiversity Report) ৷

জানা গিয়েছে, কলকাতার কোন ওয়ার্ডে কত গাছ আছে, কী ধরনের গাছ আছে, তাদের আয়ু কত ? কত প্রজাতির পাখি বা অন্যান্য কী ধরনের প্রাণী দেখা পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে এই রিপোর্টে ৷ শুধু পাখি বা গাছ নয় এলাকায় কত জলাশয় আছে, কতগুলো মাঠ আছে সেই সম্পর্কিত তথ্য উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে ৷ আগামী দিনে এই রিপোর্ট কলকাতার পরিবেশরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা ৷

কলকাতা জীববৈচিত্রে রিপোর্ট প্রকাশ পৌরনিগমের

পৌরনিগম প্রকাশিত তথ্য অনুয়ায়ী, কলকাতায় 138 প্রজাতির গাছ ও 26 ধরনের চৈনিক প্রজাতির গাছ আছে ৷ 33 ধরনের গাছ আছে যা ওষুধ তৈরিতে কাজে লাগে ৷ এছাড়াও 100 ধরনের অন্যান্য প্রজাতির গাছের দেখা মেলে ৷ 290 টি প্রজাতির 70 রকমের প্রজাপতির দেখা পাওয়া যায় তিলোত্তমায় ৷ এছড়াও 47 ধরনের মাছ, 84টি প্রজাতির পাখি এবং 22 ধরনের অন্যান্য প্রাণী পোকামাকড়ের রয়েছে মহানগরে ৷ যারা প্রত্যেকেই পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে ৷

আরও পড়ুন : KMC need 500 cr for DA : কলকাতার পৌর কর্মচারীদের বকেয়া ডিএ দিতে প্রয়োজন 500 কোটি টাকা !

এই রিপোর্ট প্রকাশের পরেই উদ্যান বিভগের মেয়র পরিষদ দেবাশিস কুমার জনান, কলকাতা প্রথম শহর যারা বায়ো ডাইভারসিটি বা জীব বৈচিত্রের রিপোর্ট প্রকাশ করল। শহরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেতে এদের বাঁচিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন ৷

কলকাতা, 22 মে: পরিবেশের ভারসাম্য ধরে রাখতে গেলে জীব বৈচিত্রকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন ৷ তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট প্রকাশ করল কলকাতা পৌরনিগম ৷ শনিবার মেয়র ফিরহাদ হাকিম ও উদ্যান বিভগের মেয়র পারিষদ দেবাশিস কুমার এই রিপোর্ট প্রকাশ করেছেন (Kolkata Municipal Corporation Publishes Biodiversity Report) ৷

জানা গিয়েছে, কলকাতার কোন ওয়ার্ডে কত গাছ আছে, কী ধরনের গাছ আছে, তাদের আয়ু কত ? কত প্রজাতির পাখি বা অন্যান্য কী ধরনের প্রাণী দেখা পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে এই রিপোর্টে ৷ শুধু পাখি বা গাছ নয় এলাকায় কত জলাশয় আছে, কতগুলো মাঠ আছে সেই সম্পর্কিত তথ্য উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে ৷ আগামী দিনে এই রিপোর্ট কলকাতার পরিবেশরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা ৷

কলকাতা জীববৈচিত্রে রিপোর্ট প্রকাশ পৌরনিগমের

পৌরনিগম প্রকাশিত তথ্য অনুয়ায়ী, কলকাতায় 138 প্রজাতির গাছ ও 26 ধরনের চৈনিক প্রজাতির গাছ আছে ৷ 33 ধরনের গাছ আছে যা ওষুধ তৈরিতে কাজে লাগে ৷ এছাড়াও 100 ধরনের অন্যান্য প্রজাতির গাছের দেখা মেলে ৷ 290 টি প্রজাতির 70 রকমের প্রজাপতির দেখা পাওয়া যায় তিলোত্তমায় ৷ এছড়াও 47 ধরনের মাছ, 84টি প্রজাতির পাখি এবং 22 ধরনের অন্যান্য প্রাণী পোকামাকড়ের রয়েছে মহানগরে ৷ যারা প্রত্যেকেই পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে ৷

আরও পড়ুন : KMC need 500 cr for DA : কলকাতার পৌর কর্মচারীদের বকেয়া ডিএ দিতে প্রয়োজন 500 কোটি টাকা !

এই রিপোর্ট প্রকাশের পরেই উদ্যান বিভগের মেয়র পরিষদ দেবাশিস কুমার জনান, কলকাতা প্রথম শহর যারা বায়ো ডাইভারসিটি বা জীব বৈচিত্রের রিপোর্ট প্রকাশ করল। শহরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেতে এদের বাঁচিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন ৷

Last Updated : May 22, 2022, 1:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.