ETV Bharat / state

ঘরে বসেই মিলবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা

কোরোনা পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কায় অনেকেই বাড়ির বাইরে গিয়ে ডাক্তার দেখাতে সাহস পাচ্ছে না । তাই অনলাইনে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার সুবিধা নিয়ে এল কলকাতা পৌরনিগম । এর জন্য kmc.janupchaar.com নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে । আর পরিষেবার নাম দেওয়া হয়েছে ডাক্তারবাবু ।

Online Health Service
ছবিটি প্রতীকী
author img

By

Published : Sep 6, 2020, 4:46 PM IST

Updated : Sep 6, 2020, 6:29 PM IST

কলকাতা , 6 সেপ্টেম্বর : অনলাইনে চিকিৎসার জন্য নতুন একটি ওয়েবসাইট চালু করল কলকাতা পৌরনিগম । এই ওয়েবসাইটের মাধ্যমে এবার থেকে ঘরে বসেই মিলবে চিকিৎসার পরিষেবা । যা একেবারেই বিনামূল্যে । এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে জনউপচার ।

কোরোনা পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কায় অনেকেই বাড়ির বাইরে গিয়ে ডাক্তার দেখাতে সাহস পাচ্ছে না । তাই অনলাইনে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার সুবিধা নিয়ে এল কলকাতা পৌরনিগম । আজ এই ওয়েবসাইটটি উদ্বোধন করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । kmc.janupchaar.com-এ ক্লিক করলেই মিলবে ডাক্তার । হার্টের ডাক্তার , অর্থপেডিক থেকে শুরু করে শিশু চিকিৎসক , নিউরোলজিস্ট-সহ সব ডাক্তার পাওয়া যাবে ।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন-এর সহযোগিতায় কলকাতা পৌরনিগম অনলাইনে চিকিৎসা পরিষেবা চালু করল । এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ডাক্তারবাবু । গুগল-এ গিয়ে kmc.janaupchaar.com টাইপ করলেই ডাক্তার বাবুদের নামের তালিকা চলে আসবে । অনলাইনে সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে পারবেন । এবং অনলাইনে ডাক্তারবাবুরা ই-প্রেসক্রিপ্শন দিয়ে দেবেন । এই মুহূর্তে 35 জন কলকাতার নামী ডাক্তার যুক্ত হয়েছে এই উদ্যোগের সঙ্গে । সপ্তাহে একদিন এক ঘণ্টা করে ডাক্তাররা অনলাইনে বসবেন সরাসরি রোগীদের সঙ্গে কথা বলার জন্য । ওয়েবসাইটে গিয়ে আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে চাইলে আগে তাঁর অ্যাপয়ন্টমেন্ট নিতে হবে । কোন ডাক্তার কোন দিন অনলাইনে বসবেন তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে । 35 জন ডাক্তার থেকে শুরু হলেও আগামী দিনে 100 জন কলকাতার নামী ডাক্তাররা এই পরিষেবার সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছেন চিকিৎসক শান্তনু সেন।

ঘরে বসেই মিলবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা , এই বিষয়ে কী বলছেন ফিরহাদ হাকিম ? শুনে নিন
এই বিষয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন , ডাক্তারবাবুর সঙ্গে রোগীরা মুখোমুখি কথা বলতে পারবেন । রোগীরা অ্যাপয়ন্টমেন্টের সময় নিজের নাম , বাড়ির ঠিকানা , বয়স , প্রেসার , সুগার ইত্যাদি তথ্য দিয়ে দেবেন । কী ধরনের সমস্যা রয়েছে বা কী কী ওষুধ খাবেন সমস্ত যাবতীয় তথ্য নিয়ে অনলাইনে প্রেসক্রিপশন দিয়ে দেবেন । এর ফলে সাধারণ মানুষ বাড়িতে বসেই চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন ।

কলকাতা , 6 সেপ্টেম্বর : অনলাইনে চিকিৎসার জন্য নতুন একটি ওয়েবসাইট চালু করল কলকাতা পৌরনিগম । এই ওয়েবসাইটের মাধ্যমে এবার থেকে ঘরে বসেই মিলবে চিকিৎসার পরিষেবা । যা একেবারেই বিনামূল্যে । এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে জনউপচার ।

কোরোনা পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কায় অনেকেই বাড়ির বাইরে গিয়ে ডাক্তার দেখাতে সাহস পাচ্ছে না । তাই অনলাইনে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার সুবিধা নিয়ে এল কলকাতা পৌরনিগম । আজ এই ওয়েবসাইটটি উদ্বোধন করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । kmc.janupchaar.com-এ ক্লিক করলেই মিলবে ডাক্তার । হার্টের ডাক্তার , অর্থপেডিক থেকে শুরু করে শিশু চিকিৎসক , নিউরোলজিস্ট-সহ সব ডাক্তার পাওয়া যাবে ।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন-এর সহযোগিতায় কলকাতা পৌরনিগম অনলাইনে চিকিৎসা পরিষেবা চালু করল । এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ডাক্তারবাবু । গুগল-এ গিয়ে kmc.janaupchaar.com টাইপ করলেই ডাক্তার বাবুদের নামের তালিকা চলে আসবে । অনলাইনে সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে পারবেন । এবং অনলাইনে ডাক্তারবাবুরা ই-প্রেসক্রিপ্শন দিয়ে দেবেন । এই মুহূর্তে 35 জন কলকাতার নামী ডাক্তার যুক্ত হয়েছে এই উদ্যোগের সঙ্গে । সপ্তাহে একদিন এক ঘণ্টা করে ডাক্তাররা অনলাইনে বসবেন সরাসরি রোগীদের সঙ্গে কথা বলার জন্য । ওয়েবসাইটে গিয়ে আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে চাইলে আগে তাঁর অ্যাপয়ন্টমেন্ট নিতে হবে । কোন ডাক্তার কোন দিন অনলাইনে বসবেন তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে । 35 জন ডাক্তার থেকে শুরু হলেও আগামী দিনে 100 জন কলকাতার নামী ডাক্তাররা এই পরিষেবার সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছেন চিকিৎসক শান্তনু সেন।

ঘরে বসেই মিলবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা , এই বিষয়ে কী বলছেন ফিরহাদ হাকিম ? শুনে নিন
এই বিষয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন , ডাক্তারবাবুর সঙ্গে রোগীরা মুখোমুখি কথা বলতে পারবেন । রোগীরা অ্যাপয়ন্টমেন্টের সময় নিজের নাম , বাড়ির ঠিকানা , বয়স , প্রেসার , সুগার ইত্যাদি তথ্য দিয়ে দেবেন । কী ধরনের সমস্যা রয়েছে বা কী কী ওষুধ খাবেন সমস্ত যাবতীয় তথ্য নিয়ে অনলাইনে প্রেসক্রিপশন দিয়ে দেবেন । এর ফলে সাধারণ মানুষ বাড়িতে বসেই চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন ।
Last Updated : Sep 6, 2020, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.