ETV Bharat / state

জীবাণুনাশক স্প্রে নিয়ে কলকাতা পৌরনিগমের নয়া নির্দেশিকা

কোরোনা মোকাবিলায় বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে হিসাবে সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করা হচ্ছে ৷ যা মানবদেহের পক্ষে ক্ষতিকারক ৷ তাই মানবদেহের জন্য ক্ষতিকারক নয় এমন সার্টিফাইড রাসায়নিক স্প্রে ব্যবহার করতে হবে ৷ যেমন হাইড্রোজেন পার অক্সাইড জাতীয় রাসায়নিক স্প্রে ব্যবহার করা যেতে পারে । আজ এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে ৷

author img

By

Published : Apr 29, 2020, 10:55 PM IST

Kolkata
কলকাতা

কলকাতা , 29 এপ্রিল : জীবাণুনাশক স্প্রে নিয়ে কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । জীবাণুনাশক স্প্রে হিসাবে সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করা হচ্ছে ৷ কিন্তু তা মানবদেহের জন্য ক্ষতিকারক । কোরোনার জীবাণু নাশ করতে পৌরনিগম সোডিয়াম হাইপোক্লোরাইডের ব্যবহার করছে ৷ সেই জীবাণুনাশক স্প্রে কোনওভাবেই যেন মানবদেহে না যায় ৷ একথাই স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে । বিশেষ করে বিভিন্ন বাজারে জীবাণুনাশক টানেল গেট বসানো হচ্ছে ৷ তাতে এমন কোনও রাসায়নিক স্প্রে ব্যবহার করা যাবে না , যা মানুষের জন‍্য ক্ষতিকারক । মেয়রের নির্দেশে পৌরকমিশনার খলিল আহমদ এই বিজ্ঞপ্তি জারি করেছেন ।

এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন , ''সোডিয়াম হাইপোক্লোরাইড মানব শরীরের জন্য ক্ষতিকারক । যখন উত্তরপ্রদেশ সরকার শ্রমিকদের ওপর এই রাসায়নিক পদার্থ স্প্রে করেছিল , তখনও আমি এর নিন্দা করেছিলাম । বাজারে মশা , মাছি মারার জন্য হিট বা বেগন স্প্রে বিক্রি হয় ৷ সেগুলি খুবই বিষাক্ত । এগুলি কখনওই মানব শরীরে ব্যবহার করা উচিত নয় । সেইরকমই সোডিয়াম হাইপোক্লোরাইড কোরোনা জীবাণু মারার জন্য অথবা মশা মারার জন্য বা অন্য ধরনের জীবাণু মারার জন্য ব্যবহার করা যেতে পারে । কিন্তু তা কখনওই মানবদেহে ব্যবহার করা যাবে না । এই জন্য যাঁরা জীবাণুনাশক স্প্রে ছড়াচ্ছেন , তাঁদেরও পৌরনিগমের পক্ষ থেকে PPE দেওয়া হয়েছে । এই জীবাণুনাশক স্প্রে করার সময় পৌরকর্মীদের দেহে যাতে এই রাসায়নিক পদার্থ কোনওমতে না যায় তাই সুরক্ষার কথা ভেবে এই PPE পোশাক দেওয়া হয়েছে পৌরকর্মীদের । ''

মেয়র ফিরহাদ হাকিম আরও বলেন, ''অনেকেই বাজারগুলিতে জীবাণুনাশক স্প্রে টানেল গেট বসানোর জন্য আবেদন জানিয়েছেন । তাঁদের সকলকে জানিয়ে দেওয়া হয়েছে মানবদেহের ক্ষতি করে এমন কোনও স্প্রে করা যাবে না । মানবদেহের জন্য ক্ষতিকারক নয় এমন সার্টিফাইড রাসায়নিক স্প্রে ব্যবহার করা যেতে পারে । যেমন হাইড্রোজেন পার অক্সাইড জাতীয় রাসায়নিক স্প্রে ব্যবহার করা যেতে পারে । ''

কলকাতা পৌরনিগমের প্রত্যেকটি অফিসে নির্দেশিকা পাঠানো হয়েছে । কোথাও যাতে এই ধরনের মানব শরীরের জন্য ক্ষতিকারক জীবাণুনাশক স্প্রে না করা হয় , সেই বিষয় নির্দেশ দিয়েছেন তিনি । শুধুমাত্র রাস্তাঘাট , নর্দমা-নালায় জীবাণুনাশক স্প্রে হিসাবে ব্যবহার করা যেতে পারে সোডিয়াম হাইপোক্লোরাইড । এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷

কলকাতা , 29 এপ্রিল : জীবাণুনাশক স্প্রে নিয়ে কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । জীবাণুনাশক স্প্রে হিসাবে সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করা হচ্ছে ৷ কিন্তু তা মানবদেহের জন্য ক্ষতিকারক । কোরোনার জীবাণু নাশ করতে পৌরনিগম সোডিয়াম হাইপোক্লোরাইডের ব্যবহার করছে ৷ সেই জীবাণুনাশক স্প্রে কোনওভাবেই যেন মানবদেহে না যায় ৷ একথাই স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে । বিশেষ করে বিভিন্ন বাজারে জীবাণুনাশক টানেল গেট বসানো হচ্ছে ৷ তাতে এমন কোনও রাসায়নিক স্প্রে ব্যবহার করা যাবে না , যা মানুষের জন‍্য ক্ষতিকারক । মেয়রের নির্দেশে পৌরকমিশনার খলিল আহমদ এই বিজ্ঞপ্তি জারি করেছেন ।

এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন , ''সোডিয়াম হাইপোক্লোরাইড মানব শরীরের জন্য ক্ষতিকারক । যখন উত্তরপ্রদেশ সরকার শ্রমিকদের ওপর এই রাসায়নিক পদার্থ স্প্রে করেছিল , তখনও আমি এর নিন্দা করেছিলাম । বাজারে মশা , মাছি মারার জন্য হিট বা বেগন স্প্রে বিক্রি হয় ৷ সেগুলি খুবই বিষাক্ত । এগুলি কখনওই মানব শরীরে ব্যবহার করা উচিত নয় । সেইরকমই সোডিয়াম হাইপোক্লোরাইড কোরোনা জীবাণু মারার জন্য অথবা মশা মারার জন্য বা অন্য ধরনের জীবাণু মারার জন্য ব্যবহার করা যেতে পারে । কিন্তু তা কখনওই মানবদেহে ব্যবহার করা যাবে না । এই জন্য যাঁরা জীবাণুনাশক স্প্রে ছড়াচ্ছেন , তাঁদেরও পৌরনিগমের পক্ষ থেকে PPE দেওয়া হয়েছে । এই জীবাণুনাশক স্প্রে করার সময় পৌরকর্মীদের দেহে যাতে এই রাসায়নিক পদার্থ কোনওমতে না যায় তাই সুরক্ষার কথা ভেবে এই PPE পোশাক দেওয়া হয়েছে পৌরকর্মীদের । ''

মেয়র ফিরহাদ হাকিম আরও বলেন, ''অনেকেই বাজারগুলিতে জীবাণুনাশক স্প্রে টানেল গেট বসানোর জন্য আবেদন জানিয়েছেন । তাঁদের সকলকে জানিয়ে দেওয়া হয়েছে মানবদেহের ক্ষতি করে এমন কোনও স্প্রে করা যাবে না । মানবদেহের জন্য ক্ষতিকারক নয় এমন সার্টিফাইড রাসায়নিক স্প্রে ব্যবহার করা যেতে পারে । যেমন হাইড্রোজেন পার অক্সাইড জাতীয় রাসায়নিক স্প্রে ব্যবহার করা যেতে পারে । ''

কলকাতা পৌরনিগমের প্রত্যেকটি অফিসে নির্দেশিকা পাঠানো হয়েছে । কোথাও যাতে এই ধরনের মানব শরীরের জন্য ক্ষতিকারক জীবাণুনাশক স্প্রে না করা হয় , সেই বিষয় নির্দেশ দিয়েছেন তিনি । শুধুমাত্র রাস্তাঘাট , নর্দমা-নালায় জীবাণুনাশক স্প্রে হিসাবে ব্যবহার করা যেতে পারে সোডিয়াম হাইপোক্লোরাইড । এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.