ETV Bharat / state

কলকাতা পৌরনিগমের সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে ধুন্ধুমার - TMC

সমবায় ব্যাঙ্ক নির্বাচন ঘিরে উত্তপ্ত কলকাতা পৌরনিগম

সমবায় ব্যাঙ্ক নির্বাচন ঘিরে উত্তপ্ত কলকাতা পৌরনিগম
author img

By

Published : Aug 14, 2019, 8:41 PM IST

Updated : Aug 14, 2019, 8:47 PM IST

কলকাতা, 14 অগাস্ট : আগামী 11 সেপ্টেম্বর কলকাতা পৌর নিগমের সমবায় ব্যাঙ্কের নির্বাচন । রাজ্য সরকারের পক্ষ থেকে 11 সেপ্টেম্বর নির্বাচনের দিন স্থির করা হয়েছে । সেই নির্বাচনেরই মনোনয়ন দাখিল ঘিরে আজ ধু্ন্ধুমার ঘটে । অভিযোগ, হাতাহাতিতে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী মজদুর সংগঠনের সদস্যরা । বিরোধী গোষ্ঠীর অভিযোগ, বর্তমান শাসকগোষ্ঠী সমবায় ব্যাঙ্কের নির্বাচন না করে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ফেলে রেখেছে । এমন কী, পৌরনিগমের সাধারণ কর্মী-মজদুরদের সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গেলে ঘুষ থুরি কাটমানি দিতে হয় ।

বিরোধীরা সরাসরি অভিযোগের আঙুল তোলেন ব্যাঙ্কের চেয়ারম্যান শচীন্দ্রনাথ ব্যানার্জির বিরুদ্ধে । পাশাপাশি তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্যাঙ্কের সাধারণ মানুষের টাকায় তাঁর অফিস করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত । সেই সঙ্গে তিনি বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন, যা এর আগে পর্যন্ত সমবায় ব্যাঙ্কের কোনও চেয়ারম্যান ব্যবহার করেননি৷

সমবায় ব্যাঙ্ক নির্বাচন ঘিরে উত্তপ্ত কলকাতা পৌরনিগম

নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে শাসক গোষ্ঠীর সদস্যরা এই অভিযোগও করেছেন বিরোধী গোষ্ঠীর সদস্যরা । গত 9 আগস্ট দ্রুত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ শনি-রবি ছুটির দিন বলা যায় ৷ সোমবারও অর্থাৎ 12 তারিখ ইদের জন্য ছুটি ছিল কলকাতা পৌরনিগম । 13 ও 14 এই দুদিন মনোনয়ন দাখিল করার জন্য নির্ধারিত করা হয় ।

বিরোধীদের অভিযোগ, বুধবার বিরোধী দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে গেলে শাসকদলের কর্মী-সমর্থকরা বাধা দেন । এরপরই ধস্তাধস্তি হয় । মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয় । বিরোধীরা জানিয়েছেন, শাসকদলের তৈরি করা গন্ডগোলের জেরে সম্পূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি । শুধুমাত্র CITU সমর্থিতরা 38টি আসনের মধ্যে 21টিতে মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন । কংগ্রেস ও অন্য সংগঠনের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া সম্ভব হয়নি ।

এই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন মৃন্ময় মুখার্জি ৷ সমবায় ব্যাঙ্কের হিসেবরক্ষকের কাজ করেন তিনি । তাঁর কথায়, "এরকম কোনও গন্ডগোলের ঘটনা ঘটেনি ।'' অন্যদিকে বর্তমান চেয়ারম্যান শচীন্দ্রনাথ ব্যানার্জি তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ সরাসরি খারিজ করে দেন ।

কলকাতা, 14 অগাস্ট : আগামী 11 সেপ্টেম্বর কলকাতা পৌর নিগমের সমবায় ব্যাঙ্কের নির্বাচন । রাজ্য সরকারের পক্ষ থেকে 11 সেপ্টেম্বর নির্বাচনের দিন স্থির করা হয়েছে । সেই নির্বাচনেরই মনোনয়ন দাখিল ঘিরে আজ ধু্ন্ধুমার ঘটে । অভিযোগ, হাতাহাতিতে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী মজদুর সংগঠনের সদস্যরা । বিরোধী গোষ্ঠীর অভিযোগ, বর্তমান শাসকগোষ্ঠী সমবায় ব্যাঙ্কের নির্বাচন না করে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ফেলে রেখেছে । এমন কী, পৌরনিগমের সাধারণ কর্মী-মজদুরদের সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গেলে ঘুষ থুরি কাটমানি দিতে হয় ।

বিরোধীরা সরাসরি অভিযোগের আঙুল তোলেন ব্যাঙ্কের চেয়ারম্যান শচীন্দ্রনাথ ব্যানার্জির বিরুদ্ধে । পাশাপাশি তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্যাঙ্কের সাধারণ মানুষের টাকায় তাঁর অফিস করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত । সেই সঙ্গে তিনি বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন, যা এর আগে পর্যন্ত সমবায় ব্যাঙ্কের কোনও চেয়ারম্যান ব্যবহার করেননি৷

সমবায় ব্যাঙ্ক নির্বাচন ঘিরে উত্তপ্ত কলকাতা পৌরনিগম

নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে শাসক গোষ্ঠীর সদস্যরা এই অভিযোগও করেছেন বিরোধী গোষ্ঠীর সদস্যরা । গত 9 আগস্ট দ্রুত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ শনি-রবি ছুটির দিন বলা যায় ৷ সোমবারও অর্থাৎ 12 তারিখ ইদের জন্য ছুটি ছিল কলকাতা পৌরনিগম । 13 ও 14 এই দুদিন মনোনয়ন দাখিল করার জন্য নির্ধারিত করা হয় ।

বিরোধীদের অভিযোগ, বুধবার বিরোধী দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে গেলে শাসকদলের কর্মী-সমর্থকরা বাধা দেন । এরপরই ধস্তাধস্তি হয় । মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয় । বিরোধীরা জানিয়েছেন, শাসকদলের তৈরি করা গন্ডগোলের জেরে সম্পূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি । শুধুমাত্র CITU সমর্থিতরা 38টি আসনের মধ্যে 21টিতে মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন । কংগ্রেস ও অন্য সংগঠনের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া সম্ভব হয়নি ।

এই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন মৃন্ময় মুখার্জি ৷ সমবায় ব্যাঙ্কের হিসেবরক্ষকের কাজ করেন তিনি । তাঁর কথায়, "এরকম কোনও গন্ডগোলের ঘটনা ঘটেনি ।'' অন্যদিকে বর্তমান চেয়ারম্যান শচীন্দ্রনাথ ব্যানার্জি তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ সরাসরি খারিজ করে দেন ।

Intro:বুধবার কলকাতা পুরো নিগমের কো-অপারেটিভ ব্যাংক এর নির্বাচন নিয়ে ধুন্দুমার কান্ড বাঁধে। হাতাহাতি মধ্যে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী মজদুর ইউনিয়ন কর্মীর সদস্যরা। বিরোধী গোষ্ঠী অভিযোগ বর্তমান শাসকগোষ্ঠী কো-অপারেটিভ ব্যাংক এর নির্বাচন না করে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ফেলে রেখেছে। এমনকি পুর নিগমের সাধারণ কর্মী মজদুরদের কো-অপারেটিভ ব্যাংক থেকে লোন নিতে গেলে কাঠ মানি দিতে হয়। বিরোধীরা সরাসরি সরাসরি অভিযোগের আঙ্গুল তোলেন অপারেটিভ ব্যাংক এর চেয়ারম্যান সচিব ব্যানার্জীর বিরুদ্ধে। পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ ব্যাংকের সাধারণ মসজিদের টাকায় তার অফিস করা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত। সেই সঙ্গে তিনি বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন যা এর আগে পর্যন্ত কো-অপারেটিভ ব্যাংক কোন চেয়ারম্যান ব্যবহার করেনন


Body:অন্যদিকে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে শাসক গোষ্ঠীর সদস্যরা এই অভিযোগও করেছেন বিরোধী গোষ্ঠীর সদস্যরা। গত 9 আগস্ট তড়িঘড়ি নির্বাচনের নোটিফিকেশন জারি করা হয় 10 তারিখ শনিবার ছিল রবিবার 11 তারিখ সোমবারে 13 তারিখ ঈদের জন্য ছুটি ছিল কলকাতা পৌরনিগম। 13 ও 14 এই দুদিন নমিনেশন জমা দেওয়ার জন্য নির্ধারিত করা হয়। বিরোধীদের অভিযোগ বুধবার বিরোধী দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে গেলে বাধার সম্মুখীন হতে হয় শাসক দলের কর্মী-সমর্থকদের কাছে। এরপরই ধস্তাধস্তি হয়।ও মনোনয়নপত্র জমা দেওয়ার লাইনের বন্ধ করে বাকি বিরোধী দলের সদস্যদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হয়। বিরোধীরা জানিয়েছেন এই গণ্ডগোলের জের এ তাদের পক্ষে সম্পূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি। শুধুমাত্র সি আই টি ইউ সমর্থিত বড় বিলাই 38 টি আসনের মধ্যে 21 টি মনোনয়নপত্র জমা দিতে পেরেছ। কংগ্রেস এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে কোনো মনোনয়ন জমা দেওয়া সম্ভব হয়নি এ দিন।


Conclusion:অপারেটিভ ব্যাংক এই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া যুক্ত ছিলেন মৃন্ময় মুখার্জি ও অপারেটিভ ব্যাংক একাউন্ট হিসেবে কাজ করেন। তিনি জানিয়েছেন এরকম কোন গন্ডগোলের ঘটনা ঘটেনি। বিরোধীদের অভিযোগ সম্পর্কে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। অন্যদিকে বর্তমান চেয়ারম্যান সচিব ইন্দ্রনাথ ব্যানার্জি তার বিরুদ্ধে ওঠা কাটমানি অভিযোগ সরাসরি খারিজ করে দেন। আগামী 11 ই সেপ্টেম্বর কলকাতা পৌর নিগমের কো-অপারেটিভ ব্যাংক এর নির্বাচন। রাজ্য সরকারের পক্ষ থেকে 11 ই সেপ্টেম্বর নির্বাচনের দিন স্থির করা হয়েছে।
Last Updated : Aug 14, 2019, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.