ETV Bharat / state

Kolkata Metro: পুজোর দিনগুলোতে দেখে নিন মেট্রোর সময়সূচি, 29 অক্টোবর থেকে ফের স্বাভাবিক পরিষেবা - 29 অক্টোবর থেকে ফের স্বাভাবিক পরিষেবা

Kolkata Metro Schedule on Puja Days: দুর্গোপুজোর সময় দর্শনার্থীদের কথা মাথায় রেখে মেট্রো সময়সূচিতে বদল আনল কর্তৃপক্ষ ৷ প্রতিবারের মতো এবারও সারারাত চলবে মেট্রো ৷ 29 অক্টোবর থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা ৷

Kolkata Metro
Kolkata Metro
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 8:31 PM IST

কলকাতা, 6 অক্টোবর: দুর্গাপুজোর আর মাত্র বাকি হাতে গোনা ক’টা দিন । ঢাকে কাঠি পড়ার সময় প্রায় এসেই গেল । তাই উত্তর থেকে দক্ষিণ বা মধ্য কলকাতায় পুজোর ক’টা দিন আট থেকে আশি সবাই ঠাকুর দর্শন করতে এবং প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়েন । আর রাস্তায় পুজোর গাড়ি বা ভিড় এড়িয়ে চটজলদি কলকাতার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পৌঁছাতে হলে মেট্রোর জুড়ি মেলা ভার । কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে ঠাকুর দেখার সুবিধার জন্য গত বছরের মতো এই বছরেও নর্থ-সাউথ বা ব্লু লাইনে সারা রাত মেট্রো চালাবে ।

তাই একনজরে দেখে নেওয়া যাক এবার দুর্গাপুজোয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত বা ব্লু লাইনের থাকছে কতগুলি মেট্রো পরিষেবা -

পঞ্চমী ও ষষ্ঠীর দিন নর্থ সাউথ বা ব্লু লাইনে চলবে 288টি মেট্রো । সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন 248টি মেট্রো থাকবে । দশমীর দিন 132টি মেট্রো চলবে । একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত থাকছে 234টি মেট্রো ।

ব্লু লাইনের বিস্তারিত মেট্রো সূচি -

পঞ্চমী ও ষষ্ঠী: যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী (19 অক্টোবর) এবং ষষ্ঠী (20 অক্টোবর) কলকাতা মেট্রো 288টি পরিষেবা থাকছে । 144টি আপ ও 144টি ডাউন । মেট্রো চলবে সকাল 6টা 50 মিনিট থেকে মধ্যরাত পর্যন্ত । ব্যস্ত সময়ে প্রতি 5 থেকে 6 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে ।

দিনের প্রথম পরিষেবা: সকাল 6টা 50 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পাওয়া যাবে মেট্রো । সকাল 6টা 50 মিনিটে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত । সকাল 6টা 55 মিনিট দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত । সকাল 7টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত ।

দিনের শেষ পরিষেবা: রাত 10টা 35 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো পাওয়া যাবে । রাত 10টা 40 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো পাওয়া যাবে । রাত 10টা 50 মিনিটে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো পাওয়া যাবে । রাত 10টা 50 মিনিটে কবি সুভাষ থেকে দমদম যাওয়ার মেট্রো পাওয়া যাবে ।

সপ্তমী, অষ্টমী ও নবমী: সপ্তমী (21 অক্টোবর), অষ্টমী (22 অক্টোবর) ও নবমী (23 অক্টোবর) 248টি পরিষেবা থাকবে মেট্রোর । মোট সংখ্যার মধ্যে 124টি আপ এবং 124টি ডাউন । মেট্রো চলবে বেলা 12টা 55 মিনিট থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত । দিনের ব্যস্ত সময়ে প্রতি 6 থেকে 7 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে ।

দিনের প্রথম পরিষেবা: বেলা 12টা 55 মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর । দুপুর 1টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । দুপুর 1টায় দমদম থেকে কবি সুভাষ । দুপুর 1টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ । দুপুর 1টায় মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর । দুপুর 1টায় গীতাঞ্জলি থেকে দমদম । দুপুর 1টায় শ্যামবাজার থেকে কবি সুভাষ ।

দিনের শেষ পরিষেবা: ভোর 3টে 48 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ । ভোর 3টে 48 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । ভোর 4টে-তে দমদম থেকে কবি সুভাষ । ভোর 4টে-তে কবি সুভাষ থেকে দমদম ।

দশমী: দশমীর দিন (24 অক্টোবর) মেট্রো 132টি পরিষেবা । মোট সংখ্যার মধ্যে 66টি আপ এবং 66টি ডাউন । মেট্রো চলবে বেলা 1টা থেকে রাত 11টা পর্যন্ত । দিনের ব্যস্ত সময়ে প্রতি 7 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে ।

দিনের প্রথম পরিষেবা: বেলা 1টায় দমদম থেকে দক্ষিণেশ্বর । বেলা 1টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । বেলা 1টায় দমদম থেকে কবি সুভাষ । বেলা 1টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ।

দিনের শেষ পরিষেবা: রাত 9টা 48 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ । রাত 9টা 50 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । রাত 10টায় দমদম থেকে কবি সুভাষ । রাত 10টায় কবি সুভাষ থেকে দমদম ৷

একাদশী থেকে ত্রয়োদশী: একাদশী (25 অক্টোবর) থেকে ত্রয়োদশী (27 অক্টোবর) মেট্রো 234টি পরিষেবা । এর মধ্যে 117টি আপ এবং 117টি ডাউন । মেট্রো চলবে সকাল 6টা 50 মিনিট থেকে রাত 10টা 35মিনিট পর্যন্ত । ব্যস্ত সময়ে প্রতি 7টায় অন্তর মেট্রো পাওয়া যাবে ।

দিনের প্রথম পরিষেবা: সকাল 6টা 50 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । সকাল 6টা 50 মিনিটে দমদম থেকে কবি সুভাষ । সকাল 6টা 55 মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর । সকাল 7টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ।

দিনের শেষ পরিষেবা: রাত 9টা 28 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ । রাত 9টা 30 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । রাত 9টা 40 মিনিটে দমদম থেকে কবি সুভাষ । রাত 9টা 40 মিনিটে কবি সুভাষ থেকে দমদম ।

স্বাভাবিক মেট্রো পরিষেবা আগামী 29 অক্টোবর থেকে শুরু হবে ।

আরও পড়ুন: পুজোর কেনাকাটা করতে এবার থাকছে প্রি-পুজো স্পেশাল মেট্রো পরিষেবা

কলকাতা, 6 অক্টোবর: দুর্গাপুজোর আর মাত্র বাকি হাতে গোনা ক’টা দিন । ঢাকে কাঠি পড়ার সময় প্রায় এসেই গেল । তাই উত্তর থেকে দক্ষিণ বা মধ্য কলকাতায় পুজোর ক’টা দিন আট থেকে আশি সবাই ঠাকুর দর্শন করতে এবং প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়েন । আর রাস্তায় পুজোর গাড়ি বা ভিড় এড়িয়ে চটজলদি কলকাতার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পৌঁছাতে হলে মেট্রোর জুড়ি মেলা ভার । কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে ঠাকুর দেখার সুবিধার জন্য গত বছরের মতো এই বছরেও নর্থ-সাউথ বা ব্লু লাইনে সারা রাত মেট্রো চালাবে ।

তাই একনজরে দেখে নেওয়া যাক এবার দুর্গাপুজোয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত বা ব্লু লাইনের থাকছে কতগুলি মেট্রো পরিষেবা -

পঞ্চমী ও ষষ্ঠীর দিন নর্থ সাউথ বা ব্লু লাইনে চলবে 288টি মেট্রো । সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন 248টি মেট্রো থাকবে । দশমীর দিন 132টি মেট্রো চলবে । একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত থাকছে 234টি মেট্রো ।

ব্লু লাইনের বিস্তারিত মেট্রো সূচি -

পঞ্চমী ও ষষ্ঠী: যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী (19 অক্টোবর) এবং ষষ্ঠী (20 অক্টোবর) কলকাতা মেট্রো 288টি পরিষেবা থাকছে । 144টি আপ ও 144টি ডাউন । মেট্রো চলবে সকাল 6টা 50 মিনিট থেকে মধ্যরাত পর্যন্ত । ব্যস্ত সময়ে প্রতি 5 থেকে 6 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে ।

দিনের প্রথম পরিষেবা: সকাল 6টা 50 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পাওয়া যাবে মেট্রো । সকাল 6টা 50 মিনিটে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত । সকাল 6টা 55 মিনিট দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত । সকাল 7টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত ।

দিনের শেষ পরিষেবা: রাত 10টা 35 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো পাওয়া যাবে । রাত 10টা 40 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো পাওয়া যাবে । রাত 10টা 50 মিনিটে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো পাওয়া যাবে । রাত 10টা 50 মিনিটে কবি সুভাষ থেকে দমদম যাওয়ার মেট্রো পাওয়া যাবে ।

সপ্তমী, অষ্টমী ও নবমী: সপ্তমী (21 অক্টোবর), অষ্টমী (22 অক্টোবর) ও নবমী (23 অক্টোবর) 248টি পরিষেবা থাকবে মেট্রোর । মোট সংখ্যার মধ্যে 124টি আপ এবং 124টি ডাউন । মেট্রো চলবে বেলা 12টা 55 মিনিট থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত । দিনের ব্যস্ত সময়ে প্রতি 6 থেকে 7 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে ।

দিনের প্রথম পরিষেবা: বেলা 12টা 55 মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর । দুপুর 1টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । দুপুর 1টায় দমদম থেকে কবি সুভাষ । দুপুর 1টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ । দুপুর 1টায় মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর । দুপুর 1টায় গীতাঞ্জলি থেকে দমদম । দুপুর 1টায় শ্যামবাজার থেকে কবি সুভাষ ।

দিনের শেষ পরিষেবা: ভোর 3টে 48 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ । ভোর 3টে 48 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । ভোর 4টে-তে দমদম থেকে কবি সুভাষ । ভোর 4টে-তে কবি সুভাষ থেকে দমদম ।

দশমী: দশমীর দিন (24 অক্টোবর) মেট্রো 132টি পরিষেবা । মোট সংখ্যার মধ্যে 66টি আপ এবং 66টি ডাউন । মেট্রো চলবে বেলা 1টা থেকে রাত 11টা পর্যন্ত । দিনের ব্যস্ত সময়ে প্রতি 7 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে ।

দিনের প্রথম পরিষেবা: বেলা 1টায় দমদম থেকে দক্ষিণেশ্বর । বেলা 1টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । বেলা 1টায় দমদম থেকে কবি সুভাষ । বেলা 1টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ।

দিনের শেষ পরিষেবা: রাত 9টা 48 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ । রাত 9টা 50 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । রাত 10টায় দমদম থেকে কবি সুভাষ । রাত 10টায় কবি সুভাষ থেকে দমদম ৷

একাদশী থেকে ত্রয়োদশী: একাদশী (25 অক্টোবর) থেকে ত্রয়োদশী (27 অক্টোবর) মেট্রো 234টি পরিষেবা । এর মধ্যে 117টি আপ এবং 117টি ডাউন । মেট্রো চলবে সকাল 6টা 50 মিনিট থেকে রাত 10টা 35মিনিট পর্যন্ত । ব্যস্ত সময়ে প্রতি 7টায় অন্তর মেট্রো পাওয়া যাবে ।

দিনের প্রথম পরিষেবা: সকাল 6টা 50 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । সকাল 6টা 50 মিনিটে দমদম থেকে কবি সুভাষ । সকাল 6টা 55 মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর । সকাল 7টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ।

দিনের শেষ পরিষেবা: রাত 9টা 28 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ । রাত 9টা 30 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর । রাত 9টা 40 মিনিটে দমদম থেকে কবি সুভাষ । রাত 9টা 40 মিনিটে কবি সুভাষ থেকে দমদম ।

স্বাভাবিক মেট্রো পরিষেবা আগামী 29 অক্টোবর থেকে শুরু হবে ।

আরও পড়ুন: পুজোর কেনাকাটা করতে এবার থাকছে প্রি-পুজো স্পেশাল মেট্রো পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.