ETV Bharat / state

4 জানুয়ারি থেকে বাড়ছে মেট্রো পরিষেবা - কলকাতায় 4 জানুয়ারি থেকে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা

সংক্রমণের ভয় কাটিয়ে ধীরে ধীরে মেট্রোতে বাড়ছে যাত্রী সংখ্যা ৷ ফলে পরিষেবাও বাড়ানো হচ্ছে ৷

kolkata metro to increase services from 4 january
kolkata metro to increase services from 4 january
author img

By

Published : Dec 30, 2020, 9:11 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : নতুন বছরে মেট্রো যাত্রীদের জন্য সুখবর । 4 জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবার সংখ্যা । আজ একথা জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । বর্তমানে আপ ও ডাউন মিলিয়ে 216 বার মেট্রো চলত । সোমবার থেকে তা চলবে 228 বার ।

লকডাউনের পর অনেক কম সংখ্যক যাত্রী মেট্রোতে যাতায়াত করলেও সংক্রমণের ভয় কাটিয়ে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে । সেই মতো ধাপে ধাপে বাড়ানো হচ্ছে মেট্রোর পরিষেবা । এর আগে 7 নভেম্বর 190 বার থেকে তা 204 বার করা হয় । এরপর তা বাড়িয়ে করা হয় 216 । আগামী সপ্তাহ থেকে তা বেড়ে হবে 228 । কবি সুভাষ ও দমদম থেকে সকল সাতটার সময় ছাড়বে দিনের প্রথম মেট্রো । নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল 7টা 9 মিনিটে । যথাক্রমে দিনের শেষ মেট্রো কবি সুভাষ ও দমদম মেট্রো স্টেশন থেকে রাত 9টা 30 মিনিটে ছাড়বে । পাশাপাশি নোয়াপাড়া থেকে ছাড়বে রাত 9টা 25 মিনিটে । আপ ডিরেকশনে দিনের সব চেয়ে ব্যস্ত সময় অর্থাৎ সকাল 9টা 6 মিনিট থেকে 7টা 50 পর্যন্ত ৷ তখন দুটি ট্রেনের মধ্যে 7 মিনিটের ব্যবধান থাকবে । অন্যদিকে ডাউনে সকাল 8টা 48 মিনিট থেকে সন্ধ্যা 7টা 18 মিনিট পর্যন্ত দুটি ট্রেনের মধ্যে সেই 7 মিনিটেরই ব্যবধান থাকবে । তবে রবিবার পরিষেবার সংখ্যা ও সময় অপরিবর্তিত থাকবে ।

প্রবীণ নাগরিক, 15 বছরের নিচে ও মহিলাদের জন্য দিনের কোনও সময়ই লাগবে না ই পাস । তবে বাকি যাত্রীদের জন্য সকল 9টা থেকে বেলা 11টা ও বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত ই পাস দেখানো বাধ্যতামূলক । যদিও রবিবার মেট্রোতে সফর করতে হলে কোনও যাত্রীকেই দেখাতে হবে না ই পাস । তবে সফর করার ক্ষেত্রে এখনও চালু হয়নি টোকেন ব্যবস্থা ৷ তাই এক্ষেত্রে স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক ।

কলকাতা, 30 ডিসেম্বর : নতুন বছরে মেট্রো যাত্রীদের জন্য সুখবর । 4 জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবার সংখ্যা । আজ একথা জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । বর্তমানে আপ ও ডাউন মিলিয়ে 216 বার মেট্রো চলত । সোমবার থেকে তা চলবে 228 বার ।

লকডাউনের পর অনেক কম সংখ্যক যাত্রী মেট্রোতে যাতায়াত করলেও সংক্রমণের ভয় কাটিয়ে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে । সেই মতো ধাপে ধাপে বাড়ানো হচ্ছে মেট্রোর পরিষেবা । এর আগে 7 নভেম্বর 190 বার থেকে তা 204 বার করা হয় । এরপর তা বাড়িয়ে করা হয় 216 । আগামী সপ্তাহ থেকে তা বেড়ে হবে 228 । কবি সুভাষ ও দমদম থেকে সকল সাতটার সময় ছাড়বে দিনের প্রথম মেট্রো । নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল 7টা 9 মিনিটে । যথাক্রমে দিনের শেষ মেট্রো কবি সুভাষ ও দমদম মেট্রো স্টেশন থেকে রাত 9টা 30 মিনিটে ছাড়বে । পাশাপাশি নোয়াপাড়া থেকে ছাড়বে রাত 9টা 25 মিনিটে । আপ ডিরেকশনে দিনের সব চেয়ে ব্যস্ত সময় অর্থাৎ সকাল 9টা 6 মিনিট থেকে 7টা 50 পর্যন্ত ৷ তখন দুটি ট্রেনের মধ্যে 7 মিনিটের ব্যবধান থাকবে । অন্যদিকে ডাউনে সকাল 8টা 48 মিনিট থেকে সন্ধ্যা 7টা 18 মিনিট পর্যন্ত দুটি ট্রেনের মধ্যে সেই 7 মিনিটেরই ব্যবধান থাকবে । তবে রবিবার পরিষেবার সংখ্যা ও সময় অপরিবর্তিত থাকবে ।

প্রবীণ নাগরিক, 15 বছরের নিচে ও মহিলাদের জন্য দিনের কোনও সময়ই লাগবে না ই পাস । তবে বাকি যাত্রীদের জন্য সকল 9টা থেকে বেলা 11টা ও বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত ই পাস দেখানো বাধ্যতামূলক । যদিও রবিবার মেট্রোতে সফর করতে হলে কোনও যাত্রীকেই দেখাতে হবে না ই পাস । তবে সফর করার ক্ষেত্রে এখনও চালু হয়নি টোকেন ব্যবস্থা ৷ তাই এক্ষেত্রে স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.