কলকাতা, 21 ডিসেম্বর: আসছে বড়দিন! আর তার ক'দিন পরেই ইংরেজি নতুন বছর। করোনার ভয় কাটিয়ে এই ক্রিসমাসে মেতে উঠবনে সকলেই। আর এই দুটিদিন পার্ক স্ট্রিট চত্বর আলোর রোশনাই ভোরে ওঠে এবং তা দেখতেই উপচে পড়ে ভিড়। তাই যাত্রী সুবিধার্থে বড়দিন উপলক্ষ্যে নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই শুরু হবে মেট্রো পরিষেবা। পাশাপাশি বাড়ানো হল মেট্রোর সংখ্যাও (Metro Services Increase)।
এবারের বড়দিন রবিবার পড়েছে ৷ তাই ছুটির দিন বলে নর্থ-সাউথ করিডোরে রবিবার সারাদিনে 130টি মেট্রো পরিষেবা পাওয়া যায় ৷ কিন্তু আগামী 25 ডিসেম্বর সারাদিন নর্থ-সাউথ করিডোরে মেট্রো চলবে মোট 204টি (102টি আপ ও 102টি ডাউন)। দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 7.50 মিনিটে এবং দিনের শেষ পরিষেবা রাত 11.43 মিনিট পর্যন্ত। সবকটি টার্মিনাল স্টেশন থেকেই দিনের প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 7.50 মিনিট থেকে। আবার টার্মিনাল স্টেশন থেকেই শেষ পরিষেবা মিলবে রাত 10.50 মিনিটে।
আরও পড়ুন: জোকায় মেট্রো পরিদর্শনে সিআরএস
বড়দিনের প্রথম পরিষেবা:
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:50 মিনিটে
- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত- দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:50 মিনিটে
- দমদম থেকে দক্ষিণেশ্বর- দিনে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:55 মিনিটে
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত- দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 08:00 মিনিটে
বড়দিনের শেষ পরিষেবা:
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত- শেষ মেট্রো পাওয়া যাবে রাত 22:38 মিনিটে
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত- শেষ মেট্রো পাওয়া যাবে রাত 22:40 মিনিটে
- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত- শেষ মেট্রো পাওয়া যাবে রাত 22:50 মিনিটে
- কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত- শেষ মেট্রো পাওয়া যাবে রাত 22:50 মিনিটে
মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে ওইদিন বেলা 1.20 মিনিট থেকে শুরু করে রাত 9.20 মিনিট পর্যন্ত সবচেয়ে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই সময়ের মধ্যে প্রতি 8 মিনিট অন্তর চালানো হবে মেট্রো।