ETV Bharat / state

Kolkata Metro Railway Service : সাধারণতন্ত্র দিবসে মেট্রোর সংখ্যায় কাটছাঁট

সাধারণতন্ত্র দিবসে (Republic Day Celebrations) উত্তর-দক্ষিণ রুটে 204 টির বদলে 138 টি ট্রেন চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Railway Service) ৷ সোমবার বিবৃতি পেশ করে একথা জানিয়েছে তারা ৷

kolkata metro railway will run 138 trains instead of 204 on republic day
Kolkata Metro Railway Service : সাধারণতন্ত্র দিবসে মেট্রোর সংখ্যায় কাটছাঁট
author img

By

Published : Jan 17, 2022, 8:15 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের (Republic Day Celebrations) জাতীয় ছুটি উপলক্ষে উত্তর-দক্ষিণে কলকাতার মেট্রো পরিষেবায় (Kolkata Metro Railway Service) কিছুটা কাটছাঁট করা হবে ৷ ওই দিন আপ-ডাউন মিলিয়ে মোট 138 টি (69টি আপ ও 69টি ডাউন) ট্রেন চলবে ৷ অন্যান্য দিন সংখ্যাটা থাকে 204 ৷ এছাড়াও, আগামী 26 জানুয়ারি মোট 138 টি ট্রেনের মধ্যে 133 টি চলাচল করবে (65 টি আপ ও 68 টি ডাউন) কবি সুভাষ মেট্রো স্টেশন ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে ৷

আরও পড়ুন : Joka-BBD Bag Metro: ‘পরিবেশের ক্ষতি করে কিছু নয়’, জোকা-বিবাদী বাগ মেট্রো নিয়ে পর্যবেক্ষণ আদালতের

সোমবার এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ তাতে বলা হয়েছে, 26 জানুয়ারি দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 7 টায় ৷ দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ স্টেশনের দিকে দিনের প্রথম মেট্রো চলবে সকাল 7 টায় ৷ অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 8 টা 48 মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9 টায় ৷ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে জন্য দিনের শেষ মেট্রোও ছাড়বে রাত 9 টায় ৷ তবে, ওই দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় কোনও রদবদল করা হচ্ছে না ৷

আরও পড়ুন : Kolkata Metro: আয় বাড়াতে মেট্রোর স্মার্ট গেটে ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত

উল্লেখ্য, ওমিক্রনের আগমনের পর করোনা আবহে মেট্রোয় টোকেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ মেট্রোর সফর করতে আপাতত স্মার্ট কার্ড থাকতেই হবে ৷ সেইসঙ্গে, মেট্রো চত্বরে মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে ৷ যদিও মাঝেমধ্যেই কিছু যাত্রীকে সেই নিয়ম ভাঙতে দেখা যাচ্ছে ৷ শারীরিক দূরত্ববিধিও অধিকাংশ সময়েই মানা সম্ভব হচ্ছে না ৷

কলকাতা, 17 জানুয়ারি : আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের (Republic Day Celebrations) জাতীয় ছুটি উপলক্ষে উত্তর-দক্ষিণে কলকাতার মেট্রো পরিষেবায় (Kolkata Metro Railway Service) কিছুটা কাটছাঁট করা হবে ৷ ওই দিন আপ-ডাউন মিলিয়ে মোট 138 টি (69টি আপ ও 69টি ডাউন) ট্রেন চলবে ৷ অন্যান্য দিন সংখ্যাটা থাকে 204 ৷ এছাড়াও, আগামী 26 জানুয়ারি মোট 138 টি ট্রেনের মধ্যে 133 টি চলাচল করবে (65 টি আপ ও 68 টি ডাউন) কবি সুভাষ মেট্রো স্টেশন ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে ৷

আরও পড়ুন : Joka-BBD Bag Metro: ‘পরিবেশের ক্ষতি করে কিছু নয়’, জোকা-বিবাদী বাগ মেট্রো নিয়ে পর্যবেক্ষণ আদালতের

সোমবার এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ তাতে বলা হয়েছে, 26 জানুয়ারি দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 7 টায় ৷ দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ স্টেশনের দিকে দিনের প্রথম মেট্রো চলবে সকাল 7 টায় ৷ অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 8 টা 48 মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9 টায় ৷ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে জন্য দিনের শেষ মেট্রোও ছাড়বে রাত 9 টায় ৷ তবে, ওই দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় কোনও রদবদল করা হচ্ছে না ৷

আরও পড়ুন : Kolkata Metro: আয় বাড়াতে মেট্রোর স্মার্ট গেটে ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত

উল্লেখ্য, ওমিক্রনের আগমনের পর করোনা আবহে মেট্রোয় টোকেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ মেট্রোর সফর করতে আপাতত স্মার্ট কার্ড থাকতেই হবে ৷ সেইসঙ্গে, মেট্রো চত্বরে মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে ৷ যদিও মাঝেমধ্যেই কিছু যাত্রীকে সেই নিয়ম ভাঙতে দেখা যাচ্ছে ৷ শারীরিক দূরত্ববিধিও অধিকাংশ সময়েই মানা সম্ভব হচ্ছে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.