কলকাতা, 8 মার্চ : বয়স সত্তরের কাছাকাছি ৷ নেতাজি ভবন স্টেশনে (Accident at Netaji Bhawan Metro Station) দাঁড়িয়ে অপেক্ষা করছেন মেট্রোর জন্য । হঠাৎই টাল সামলাতে না পেরে পা পিছলে পড়ে যান মেট্রো লাইনের উপরে ৷ ততক্ষণাৎ ছুটে আসছে ট্রেনও। প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্যের । সকলেই ছুটে যান ওই পড়ে যাওয়া ব্যক্তিকে সাহায্যে করতে । তবে রেল লাইন থেকে ওই যাত্রীকে উদ্ধার করা ছিল অসাধ্য ।
স্বাভাবিক গতিতেই ছুটে আসছিল ট্রেনটি ৷ মোটরম্যান অমল দাস কিন্তু অন্ধকারের মধ্যেও অনেক দূর থেকেই লাইনে পড়ে যাওয়া যাত্রীকে দেখতে পান । কোনওক্রমে ব্রেক কষে থামিয়ে দেন ট্রেন । এরপর কর্তব্যরত আরপিএফ কর্মীরা তড়িঘড়ি এসে বৃদ্ধকে লাইন থেকে উদ্ধার করেন ।
আরও পড়ুন : শখের ড্রাইভিং থেকে চালকের আসন, নারী দিবসে মহিলা বাসচালকের কাহিনী
লাইনে পড়ে যাওয়ার ফলে শরীরে কিছুটা আঘাত লাগলেও বড়সড় রকম জখম হননি ৷ দক্ষ মোটরম্যানের সচেতনতা ও প্রত্যুৎপন্নমতির জন্য একটুর জন্য প্রাণে বেঁচে যান বৃদ্ধ । কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, অমল দাসের এই সচেতনতার জন্য তাঁকে পুরস্কার দেওয়া হবে ।