ETV Bharat / state

Kolkata Medical College: নির্বাচনের দাবিতে অটল পড়ুয়ারা, অচলাবস্থা কলকাতা মেডিক্যাল কলেজে - Kolkata Medical College Hospital

ইউনিয়নের নির্বাচনের দাবিতে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভে বসল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ৷ আটক চিকিৎসকদের উদ্ধারে পালটা অবস্থানে নার্সিং স্টাফরা (Kolkata Medical College Students Agitation) ৷

Students Union Election
ETV Bharat
author img

By

Published : Dec 6, 2022, 10:44 AM IST

Updated : Dec 6, 2022, 3:03 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তপ্ত মেডিক্যাল কলেজ ৷ অধ্যক্ষের ঘরের সামনে লাগাতার অবস্থানে পড়ুয়ারা ৷ সোমবার রাত থেকে ঘেরাও অধ্যক্ষ-সহ একাধিক অধ্যাপক ৷ দাবি না-মানা পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মেডিক্যাল পড়ুয়ারা (Kolkata Medical College) ৷

পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়নের নির্বাচনের দাবি জানালেও তা মানেননি কর্তৃপক্ষ ৷ অবশেষে অনেক আলোচনার পর আগামী 22 ডিসেম্বর নির্বাচনের কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষ ৷ কিন্তু ছাত্রছাত্রীদের একাংশের দাবি, অজানা কারণে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছে ৷ পড়ুয়াদের অভিযোগ, নির্বাচন হলে শাসকদল হেরে যাবে বলে নির্বাচন পিছিয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন: ফেব্রুয়ারির মধ্য়েই নির্বাচনের প্রতিশ্রুতি, ঘেরাও উঠল কলকাতা মেডিক্যালে

এই পরিস্থিতিতে সোমবার বিক্ষোভে সামিল হন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ৷ অধ্যক্ষের ঘরের সামনে শুরু হয় বিক্ষোভ ৷ অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস-সহ বিভিন্ন বিভাগের প্রধানদের আটকে রেখে অবস্থান শুরু হয় ৷ রাত থেকে ঘটনাস্থলে রয়েছে বউবাজার থানার পুলিশ ।

পড়ুয়াদের হুঁশিয়ারি, যতক্ষণ না নির্বাচন নিয়ে নিশ্চিত কোনও বার্তা দেওয়া হচ্ছে, ততক্ষণ এই অচলাবস্থা চলবে ৷ অন্যদিকে মঙ্গলবার সকালে সেই অধ্যক্ষের ঘরের সামনে উপস্থিত হন মেডিক্যাল কলেজের নার্সিং স্টাফেরা ৷ অধ্যক্ষ ও ঘরে আটকে থাকা সবাইকে তাঁরা ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন ৷ নার্সদের বক্তব্য, অধ্যক্ষের ঘরে চিকিৎসকদের আটকে রাখায় রোগী পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে । তাই অধ্যক্ষদের না ছাড়লে, তাঁরাও ঘটনাস্থলে বিক্ষোভে বসে থাকবেন ৷

কলকাতা, 6 ডিসেম্বর: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তপ্ত মেডিক্যাল কলেজ ৷ অধ্যক্ষের ঘরের সামনে লাগাতার অবস্থানে পড়ুয়ারা ৷ সোমবার রাত থেকে ঘেরাও অধ্যক্ষ-সহ একাধিক অধ্যাপক ৷ দাবি না-মানা পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মেডিক্যাল পড়ুয়ারা (Kolkata Medical College) ৷

পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়নের নির্বাচনের দাবি জানালেও তা মানেননি কর্তৃপক্ষ ৷ অবশেষে অনেক আলোচনার পর আগামী 22 ডিসেম্বর নির্বাচনের কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষ ৷ কিন্তু ছাত্রছাত্রীদের একাংশের দাবি, অজানা কারণে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছে ৷ পড়ুয়াদের অভিযোগ, নির্বাচন হলে শাসকদল হেরে যাবে বলে নির্বাচন পিছিয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন: ফেব্রুয়ারির মধ্য়েই নির্বাচনের প্রতিশ্রুতি, ঘেরাও উঠল কলকাতা মেডিক্যালে

এই পরিস্থিতিতে সোমবার বিক্ষোভে সামিল হন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ৷ অধ্যক্ষের ঘরের সামনে শুরু হয় বিক্ষোভ ৷ অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস-সহ বিভিন্ন বিভাগের প্রধানদের আটকে রেখে অবস্থান শুরু হয় ৷ রাত থেকে ঘটনাস্থলে রয়েছে বউবাজার থানার পুলিশ ।

পড়ুয়াদের হুঁশিয়ারি, যতক্ষণ না নির্বাচন নিয়ে নিশ্চিত কোনও বার্তা দেওয়া হচ্ছে, ততক্ষণ এই অচলাবস্থা চলবে ৷ অন্যদিকে মঙ্গলবার সকালে সেই অধ্যক্ষের ঘরের সামনে উপস্থিত হন মেডিক্যাল কলেজের নার্সিং স্টাফেরা ৷ অধ্যক্ষ ও ঘরে আটকে থাকা সবাইকে তাঁরা ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন ৷ নার্সদের বক্তব্য, অধ্যক্ষের ঘরে চিকিৎসকদের আটকে রাখায় রোগী পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে । তাই অধ্যক্ষদের না ছাড়লে, তাঁরাও ঘটনাস্থলে বিক্ষোভে বসে থাকবেন ৷

Last Updated : Dec 6, 2022, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.