ETV Bharat / state

খাবারের বিল দেড় কোটি, খরচে রাশ টানার সিদ্ধান্ত কলকাতা মেডিকেল কলেজের - Kolkata Corona

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার পরে ওই বিলের টাকা মঞ্জুর করা হয়েছে । তবে, আগামী দিনে যাতে এমন লাগামহীন খরচ না হয়, তার জন্য ব্যবস্থা করেছে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ।

Kolkata Medical College
Kolkata Medical College
author img

By

Published : Sep 30, 2020, 2:25 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : COVID-19 রোগীদের চিকিৎসা পরিষেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের খাবারের খরচ হিসাবে বিল এল প্রায় দেড় কোটি টাকা । যার জেরে, এবার এই খরচের ক্ষেত্রে লাগাম টানল হাসপাতাল কর্তৃপক্ষ । এর ফলে, একদিকে যেমন ওই খাবারের দাম কমানো হল । অন্যদিকে, যাঁদের লাঞ্চ এবং ডিনার হিসাবে ওই খাবার দেওয়া হবে, তাঁদের সংখ্যাও কমিয়ে আনা হল । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এমনই পদক্ষেপ নিতে চলেছে ।

7 মে থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে COVID হাসপাতালের পরিষেবা । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই সময় থেকে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে অন্তত চারশো জনকে রেখে দেওয়া হচ্ছিল । তাঁদের থাকার জন্য এই মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেলের পাশাপাশি বিভিন্ন হোটেলেও ব্যবস্থা করা হয়েছিল । এ ভাবে প্রায় দু' মাস চলেছিল । ওই সময় এই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের লাঞ্চ এবং ডিনারের জন্য দুই বেলা খাবারের প্যাকেট দেওয়া হত । প্রতিটি প্যাকেটের জন্য খরচ হত 220 টাকা । এর জন্য খাবারের খরচ হিসাবে প্রায় দেড় কোটি টাকার বিল এসেছে । খাবার সরবরাহের জন্য বেসরকারি একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় ।

মঙ্গলবার বিল দেখার পর বিষয়টি স্বাস্থ্যভবনকেও জানানো হয় । এ দিকে, এমন বিলের বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । জানতে পারে, ওই প্রায় দুই মাস প্রতিদিন অন্তত 400 জনের জন্য 220 টাকা দরে দুই বেলা খাবার দেওয়া হয়েছে । এর জন্য খাবারের খরচ হিসাবে বিলের অঙ্ক প্রায় দেড় কোটি টাকায় পৌঁছে গিয়েছে ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার পরে ওই বিলের টাকা মঞ্জুর করা হয়েছে । তবে, আগামী দিনে যাতে এমন লাগামহীন খরচ না হয়, তার জন্য ব্যবস্থা করেছে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । COVID-19 রোগীদের চিকিৎসা পরিষেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের অধিকাংশই এখন বাড়ি থেকে যাওয়া-আসা করছেন । মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এখন থেকে হাসপাতালে থেকে যাওয়া চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রতিদিন 100 জনের জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করা হবে । খাবারের এই প্রতি প্যাকেটের দামও কমানো হয়েছে । এখন প্রতি প্যাকেটের জন্য দাম ধরা হয়েছে 160 টাকা ।

কলকাতা, 30 সেপ্টেম্বর : COVID-19 রোগীদের চিকিৎসা পরিষেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের খাবারের খরচ হিসাবে বিল এল প্রায় দেড় কোটি টাকা । যার জেরে, এবার এই খরচের ক্ষেত্রে লাগাম টানল হাসপাতাল কর্তৃপক্ষ । এর ফলে, একদিকে যেমন ওই খাবারের দাম কমানো হল । অন্যদিকে, যাঁদের লাঞ্চ এবং ডিনার হিসাবে ওই খাবার দেওয়া হবে, তাঁদের সংখ্যাও কমিয়ে আনা হল । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এমনই পদক্ষেপ নিতে চলেছে ।

7 মে থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে COVID হাসপাতালের পরিষেবা । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই সময় থেকে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে অন্তত চারশো জনকে রেখে দেওয়া হচ্ছিল । তাঁদের থাকার জন্য এই মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেলের পাশাপাশি বিভিন্ন হোটেলেও ব্যবস্থা করা হয়েছিল । এ ভাবে প্রায় দু' মাস চলেছিল । ওই সময় এই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের লাঞ্চ এবং ডিনারের জন্য দুই বেলা খাবারের প্যাকেট দেওয়া হত । প্রতিটি প্যাকেটের জন্য খরচ হত 220 টাকা । এর জন্য খাবারের খরচ হিসাবে প্রায় দেড় কোটি টাকার বিল এসেছে । খাবার সরবরাহের জন্য বেসরকারি একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় ।

মঙ্গলবার বিল দেখার পর বিষয়টি স্বাস্থ্যভবনকেও জানানো হয় । এ দিকে, এমন বিলের বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । জানতে পারে, ওই প্রায় দুই মাস প্রতিদিন অন্তত 400 জনের জন্য 220 টাকা দরে দুই বেলা খাবার দেওয়া হয়েছে । এর জন্য খাবারের খরচ হিসাবে বিলের অঙ্ক প্রায় দেড় কোটি টাকায় পৌঁছে গিয়েছে ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার পরে ওই বিলের টাকা মঞ্জুর করা হয়েছে । তবে, আগামী দিনে যাতে এমন লাগামহীন খরচ না হয়, তার জন্য ব্যবস্থা করেছে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । COVID-19 রোগীদের চিকিৎসা পরিষেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের অধিকাংশই এখন বাড়ি থেকে যাওয়া-আসা করছেন । মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এখন থেকে হাসপাতালে থেকে যাওয়া চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রতিদিন 100 জনের জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করা হবে । খাবারের এই প্রতি প্যাকেটের দামও কমানো হয়েছে । এখন প্রতি প্যাকেটের জন্য দাম ধরা হয়েছে 160 টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.