ETV Bharat / state

জলমগ্ন হতে পারে কলকাতা, পূর্বাভাস পেয়ে তৎপর পৌরনিগম - কলকাতা পৌরনিগমের খবর

কলকাতাকে ভাসতে দেবেন না ফিরহাদ হাকিম ৷ শুক্রবার ভারী বৃষ্টিপাত ও ভরা কোটালের হাত থেকে মহানগরীকে বাঁচাতে একাধিক সিদ্ধান্ত নিলেন কলকাতা পৌরনিগমের পুর প্রশাসক ৷

kmc
kmc
author img

By

Published : Jun 9, 2021, 1:49 PM IST

কলকাতা, 9 জুন : শুক্রবার ভাসতে পারে কলকাতা ৷ এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ সেই পরিস্থিতি মোকাবিলা করতেই কোমর বাঁধছে কলকাতা পৌরনিগম ।

একেই ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ তার উপর আগামী শুক্রবার গঙ্গায় আসতে চলেছে ভরা কোটালের বান । ফলে বৃদ্ধি পাবে গঙ্গার জলের স্তর । জলমগ্ন হতে পারে শহরের নিচু এলাকাগুলি ৷

এই আশঙ্কা করেই শহরের লকগেট গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পৌরনিগম ৷ কেননা লকগেট খুললেই জল ঢুকবে শহরে ৷ তা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পৌরনিগমের তরফ থেকে ৷

কলকাতাকে জলমগ্ন হওয়া থেকে বাঁচাতে তৎপর ফিরহাদ হাকিম

আরও পড়ুন : জরুরি তলব, দিল্লি গেলেন বাংলার 3 বিজেপি সাংসদ

মঙ্গলবার কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "হাই পাওয়ার পাম্প লো লাইন এলাকায় নিয়ে এসে রাখা হবে ৷ এছাড়া আমাদের কেএমসি এবং সরকারি স্কুলে থাকার ব্যবস্থা রাখা হবে ৷ যাতে যদি লো লাইন এলাকায় জল জমলে তাহলে পুলিশের সাহায্য নিয়ে সেখানে স্থানীয় লোকদের নিয়ে যাওয়া ও তাঁদের খাওয়া-দাওয়ার ব্য়বস্থা করা যায় ৷ এই ব্য়বস্থা করা হবে ৷"

কলকাতা, 9 জুন : শুক্রবার ভাসতে পারে কলকাতা ৷ এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ সেই পরিস্থিতি মোকাবিলা করতেই কোমর বাঁধছে কলকাতা পৌরনিগম ।

একেই ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ তার উপর আগামী শুক্রবার গঙ্গায় আসতে চলেছে ভরা কোটালের বান । ফলে বৃদ্ধি পাবে গঙ্গার জলের স্তর । জলমগ্ন হতে পারে শহরের নিচু এলাকাগুলি ৷

এই আশঙ্কা করেই শহরের লকগেট গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পৌরনিগম ৷ কেননা লকগেট খুললেই জল ঢুকবে শহরে ৷ তা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পৌরনিগমের তরফ থেকে ৷

কলকাতাকে জলমগ্ন হওয়া থেকে বাঁচাতে তৎপর ফিরহাদ হাকিম

আরও পড়ুন : জরুরি তলব, দিল্লি গেলেন বাংলার 3 বিজেপি সাংসদ

মঙ্গলবার কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "হাই পাওয়ার পাম্প লো লাইন এলাকায় নিয়ে এসে রাখা হবে ৷ এছাড়া আমাদের কেএমসি এবং সরকারি স্কুলে থাকার ব্যবস্থা রাখা হবে ৷ যাতে যদি লো লাইন এলাকায় জল জমলে তাহলে পুলিশের সাহায্য নিয়ে সেখানে স্থানীয় লোকদের নিয়ে যাওয়া ও তাঁদের খাওয়া-দাওয়ার ব্য়বস্থা করা যায় ৷ এই ব্য়বস্থা করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.