ETV Bharat / state

kolkata mask up challenge : মাস্ক পরলেই মিলবে পুরস্কার, 'কলকাতা মাস্ক আপ চ্যালেঞ্জ'-এর ঘোষণা মেয়রের

author img

By

Published : Jan 15, 2022, 6:00 PM IST

কীভাবে অংশগ্রহণ করা যাবে এই চ্যালেঞ্জে ? মেয়র ফিরহাদ হাকিম বলছেন, শহরবাসীর মধ্যে মাস্ক না পরার প্রবণতা রয়েছে ৷ বারবার সতর্ক করেও কাজ হচ্ছে না ৷ তাই সাধারণ মানুষকে মাস্ক পরতে উৎসাহ দেওয়ার জন্য এই নয়া প্রোগ্রাম লঞ্চ করা হল (kolkata mask up challenge) ৷

kolkata mask up challenge
kolkata mask up challenge

কলকাতা, 15 জানুয়ারি : শহরবাসীকে মাস্ক পরাতে নয়া উদ্যোগ কলকাতা পৌরনিগমের ৷ শুরু হল নয়া ইভেন্ট 'কলকাতা মাস্ক আপ চ্যালেঞ্জ' ৷ আজ মহানাগরিক ফিরহাদ হাকিম এই ইভেন্টের ঘোষণা করেন ৷ রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মাঝে অসচেতন মানুষদের মাস্ক পরাতে এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে (kolkata mask up challenge) ৷

কীভাবে অংশগ্রহণ করা যাবে এই চ্যালেঞ্জে ? মেয়র ফিরহাদ হাকিম বলছেন, ‘‘শহরবাসীর মধ্যে মাস্ক না পরার প্রবণতা রয়েছে ৷ বারবার সতর্ক করেও কাজ হচ্ছে না ৷ তাই সাধারণ মানুষকে মাস্ক পরতে উৎসাহ দেওয়ার জন্য এই নয়া প্রোগ্রাম লঞ্চ করা হল ৷’’ মাস্ক পরে পৌরসভার ফেসবুক পেজে ছবি আপলোড করতে পারেন । এই ইভেন্ট দু'সপ্তাহ পর্যন্ত চলবে । তারপর সেই ছবি সিলেক্ট করবেন মহানাগরিক । বাছাই করা পরিবারগুলিকে পুরস্কৃত করা হবে ৷ এমনকী মেয়রের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও পাবেন তাঁরা । ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, ‘‘রাস্তায় বের হলে সবসময় মাস্ক পরছে, এমন লোককে কলকাতা পুলিশের ক্যামেরায় চিহিত করে পুরস্কার দেওয়া হবে ।’’

আরও পড়ুন : Whatsapp chatbot for property tax : হোয়াটসঅ্যাপে এবার সম্পত্তি কর প্রদান থেকে আধারের আবেদন, কলকাতায় শুরু নতুন পরিষেবা

আজ সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘কন্টেনমেন্ট জোনের মানুষজনকে বারবার সতর্ক করেও কাজ হচ্ছে না ৷ কিন্তু বলা ছাড়ব না । 10 নম্বর বরোতে অনেকগুলো বহুতল হয়েছে । সেইসব জায়গায় করোনা সংক্রমণ বেশি বাড়ছে ৷ এই বিষয়ে পৌর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব ৷" তিনি আরও বলেন, "কন্টেনমেন্ট জোন মানে জেল নয় । সচেতনতা বাড়ানোর জন্য শুধু । এটা উত্তরপ্রদেশ নয় যে এনকাউন্টার পরিস্থিতি তৈরি হবে । এটা পশ্চিমবঙ্গ, মানুষই ঠিক করবে কোনটা ঠিক আর কোনটা ভুল ।"

কলকাতা, 15 জানুয়ারি : শহরবাসীকে মাস্ক পরাতে নয়া উদ্যোগ কলকাতা পৌরনিগমের ৷ শুরু হল নয়া ইভেন্ট 'কলকাতা মাস্ক আপ চ্যালেঞ্জ' ৷ আজ মহানাগরিক ফিরহাদ হাকিম এই ইভেন্টের ঘোষণা করেন ৷ রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মাঝে অসচেতন মানুষদের মাস্ক পরাতে এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে (kolkata mask up challenge) ৷

কীভাবে অংশগ্রহণ করা যাবে এই চ্যালেঞ্জে ? মেয়র ফিরহাদ হাকিম বলছেন, ‘‘শহরবাসীর মধ্যে মাস্ক না পরার প্রবণতা রয়েছে ৷ বারবার সতর্ক করেও কাজ হচ্ছে না ৷ তাই সাধারণ মানুষকে মাস্ক পরতে উৎসাহ দেওয়ার জন্য এই নয়া প্রোগ্রাম লঞ্চ করা হল ৷’’ মাস্ক পরে পৌরসভার ফেসবুক পেজে ছবি আপলোড করতে পারেন । এই ইভেন্ট দু'সপ্তাহ পর্যন্ত চলবে । তারপর সেই ছবি সিলেক্ট করবেন মহানাগরিক । বাছাই করা পরিবারগুলিকে পুরস্কৃত করা হবে ৷ এমনকী মেয়রের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও পাবেন তাঁরা । ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, ‘‘রাস্তায় বের হলে সবসময় মাস্ক পরছে, এমন লোককে কলকাতা পুলিশের ক্যামেরায় চিহিত করে পুরস্কার দেওয়া হবে ।’’

আরও পড়ুন : Whatsapp chatbot for property tax : হোয়াটসঅ্যাপে এবার সম্পত্তি কর প্রদান থেকে আধারের আবেদন, কলকাতায় শুরু নতুন পরিষেবা

আজ সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘কন্টেনমেন্ট জোনের মানুষজনকে বারবার সতর্ক করেও কাজ হচ্ছে না ৷ কিন্তু বলা ছাড়ব না । 10 নম্বর বরোতে অনেকগুলো বহুতল হয়েছে । সেইসব জায়গায় করোনা সংক্রমণ বেশি বাড়ছে ৷ এই বিষয়ে পৌর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব ৷" তিনি আরও বলেন, "কন্টেনমেন্ট জোন মানে জেল নয় । সচেতনতা বাড়ানোর জন্য শুধু । এটা উত্তরপ্রদেশ নয় যে এনকাউন্টার পরিস্থিতি তৈরি হবে । এটা পশ্চিমবঙ্গ, মানুষই ঠিক করবে কোনটা ঠিক আর কোনটা ভুল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.