কলকাতা 21 জানুয়ারি : মিউনিসিপাল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । এই নির্দেশের ফলে প্রায় এক হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া থমকে গেল ।
কনজারভেন্সি মজদুর হিসেবে এক হাজার শূন্যপদে নিয়োগের জন্য গত বছর বিজ্ঞপ্তি জারি করেছিল মিউনিসিপাল সার্ভিস কমিশন । 2020 সালের 11 মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে । এপ্রিল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল । কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে দাবি করে প্রণব মণ্ডল সহ একাধিক চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ।
আরও পড়ুন : সিবিআই-এর এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সরব লালার আইনজীবী
মামলাকারীদের তরফে আইনজীবী কল্লোল বসু বলেন, "এগজ়েম্পট ক্যাটাগরিতে কারা সুযোগ পাবেন সেই ব্যাপারে শ্রম দপ্তরের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় সেই সবকিছুই মানা হয়নি ।" এরপরই বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেন। 11 ফেব্রুয়ারি মামলাটি ফের শুনানির জন্য উঠবে। সেদিন মিউনিসিপাল সার্ভিস কমিশনকে এই ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে ।