ETV Bharat / state

মণীশ শুক্লা খুনের তদন্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

মণীশ শুক্লা খুনের তদন্ত করছে CID । তদন্তে গাফিলতির কথা বলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ।

Kolkata High court
Kolkata High court
author img

By

Published : Oct 13, 2020, 7:48 PM IST

কলকাতা, 13 অক্টোবর : টিটাগড়ের BJP নেতা মণীশ শুক্লা খুনের তদন্ত নিয়ে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট । আগামীকালের মধ্যে রাজ্যকে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে । আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি রয়েছে ।

মণীশ শুক্লা খুনের তদন্ত করছে CID । তদন্তে গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল । CBI তদন্তের আর্জি জানান তিনি ।

4 অক্টোবর রবিবার রাতে খুন হন BJP নেতা মণীশ শুক্লা । এই ঘটনার তদন্ত করছে CID । ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা। কিন্তু মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের দাবি, পুলিশের হাত রয়েছে এই খুনের পেছনে । তাই পুলিশ কখনই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে পারে না ।

খুনের তদন্তে নেমে CID ইতিমধ্যেই খুররম খান, গোলাব শেখ এবং নাজির নামে তিন জনকে গ্রেপ্তার করেছে । 10 বছর আগে খুররম খানের বাবা খুন হয়েছিলেন । CID-র দাবি ,খুররম জেরায় জানিয়েছে মণীশই তার বাবাকে খুন করেছিল । প্রতিশোধ নিতেই খুন করার ছক কষেছিল সে । পুরো ঘটনায় জড়িত ছিল 7-8 জন । যদিও পুলিশ এখনও সবাইকে গ্রেপ্তার করতে পারেনি ।

কলকাতা, 13 অক্টোবর : টিটাগড়ের BJP নেতা মণীশ শুক্লা খুনের তদন্ত নিয়ে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট । আগামীকালের মধ্যে রাজ্যকে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে । আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি রয়েছে ।

মণীশ শুক্লা খুনের তদন্ত করছে CID । তদন্তে গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল । CBI তদন্তের আর্জি জানান তিনি ।

4 অক্টোবর রবিবার রাতে খুন হন BJP নেতা মণীশ শুক্লা । এই ঘটনার তদন্ত করছে CID । ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা। কিন্তু মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের দাবি, পুলিশের হাত রয়েছে এই খুনের পেছনে । তাই পুলিশ কখনই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে পারে না ।

খুনের তদন্তে নেমে CID ইতিমধ্যেই খুররম খান, গোলাব শেখ এবং নাজির নামে তিন জনকে গ্রেপ্তার করেছে । 10 বছর আগে খুররম খানের বাবা খুন হয়েছিলেন । CID-র দাবি ,খুররম জেরায় জানিয়েছে মণীশই তার বাবাকে খুন করেছিল । প্রতিশোধ নিতেই খুন করার ছক কষেছিল সে । পুরো ঘটনায় জড়িত ছিল 7-8 জন । যদিও পুলিশ এখনও সবাইকে গ্রেপ্তার করতে পারেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.