ETV Bharat / state

আন্দামান ও নিকোবরের জন্য তৈরি কলকাতা হাইকোর্টের বিশেষ কমিটি - Kolkata High court forms a special committee of four persons to observe situation in Andaman

লকডাউন দেশে । এই পরিস্থিতিতে কেমন আছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ । তারা কি পাচ্ছে সঠিক জরুরি পরিষেবা । এই সবকিছু মাথায় রেখেই এবার সদস্যের বিশেষ কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট ।

hc file pic
ফাইল ফোটো
author img

By

Published : Mar 28, 2020, 7:28 PM IST

কলকাতা, 28 মার্চ : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জরুরি পরিষেবা খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মানুষ জরুরি আইনি পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমানে পাচ্ছে কি না তা খতিয়ে দেখবে এই চার সদস্যের কমিটি । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন ও দীপংকর দত্তর ডিভিশন বেঞ্চ আজ এক নির্দেশে জানিয়েছে, জেলা বিচারক ও বিচার সচিবের নেতৃত্বে দক্ষিণ আন্দামানের SP ও পোর্টব্লেয়ার বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে শুধুমাত্র জরুরি আইনি পরিষেবাই নয়, দ্বীপপুঞ্জ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে হবে । এবং কমিটিকে ৩০ মার্চের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ।

সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মানুষ যাতে জরুরি আইনি পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমানে পায় সে ব্যাপারে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করে পুরো বিষয়টি নজর রাখার আর্জি জানিয়েছিলেন আইনজীবী ডি সি কবীর । তাঁর এই আর্জির ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট আজ এমন নির্দেশ দেয় ।

আজ ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিবকে অবিলম্বে হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালকে ই-মেইল করে জানাতে বলেছে দ্বীপপুঞ্জের বর্তমান পরিস্থিতির কথা । পরিস্থিতি খতিয়ে দেখে আগামী ৩০ মার্চের মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে জমা দিতে হবে রিপোর্ট । পাশাপাশি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ সরকারকে অবিলম্বে এই নির্দেশের কপি পাঠিয়ে দিতে ।


ডিভিশন বেঞ্চ নির্দেশে আরও জানিয়েছে, প্রয়োজনে অত্যন্ত জরুরি মামলার শুনানি ভিডিয়ো কনফারেন্স ও ই-মেইলের মাধ্যমে করা যাবে ।

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের অত্যন্ত গুরুত্ব মামলাগুলির শুনানিও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি । তিনি আজ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যয়কে জানিয়েছেন, মামলাকারীরা যেন তাদের স্কাইপ অ্যাডরেস পিটিশন কপিতে উল্লেখ করে দেয় তা জানিয়ে দিতে ।

কলকাতা, 28 মার্চ : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জরুরি পরিষেবা খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মানুষ জরুরি আইনি পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমানে পাচ্ছে কি না তা খতিয়ে দেখবে এই চার সদস্যের কমিটি । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন ও দীপংকর দত্তর ডিভিশন বেঞ্চ আজ এক নির্দেশে জানিয়েছে, জেলা বিচারক ও বিচার সচিবের নেতৃত্বে দক্ষিণ আন্দামানের SP ও পোর্টব্লেয়ার বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে শুধুমাত্র জরুরি আইনি পরিষেবাই নয়, দ্বীপপুঞ্জ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে হবে । এবং কমিটিকে ৩০ মার্চের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ।

সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মানুষ যাতে জরুরি আইনি পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমানে পায় সে ব্যাপারে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করে পুরো বিষয়টি নজর রাখার আর্জি জানিয়েছিলেন আইনজীবী ডি সি কবীর । তাঁর এই আর্জির ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট আজ এমন নির্দেশ দেয় ।

আজ ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিবকে অবিলম্বে হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালকে ই-মেইল করে জানাতে বলেছে দ্বীপপুঞ্জের বর্তমান পরিস্থিতির কথা । পরিস্থিতি খতিয়ে দেখে আগামী ৩০ মার্চের মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে জমা দিতে হবে রিপোর্ট । পাশাপাশি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ সরকারকে অবিলম্বে এই নির্দেশের কপি পাঠিয়ে দিতে ।


ডিভিশন বেঞ্চ নির্দেশে আরও জানিয়েছে, প্রয়োজনে অত্যন্ত জরুরি মামলার শুনানি ভিডিয়ো কনফারেন্স ও ই-মেইলের মাধ্যমে করা যাবে ।

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের অত্যন্ত গুরুত্ব মামলাগুলির শুনানিও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি । তিনি আজ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যয়কে জানিয়েছেন, মামলাকারীরা যেন তাদের স্কাইপ অ্যাডরেস পিটিশন কপিতে উল্লেখ করে দেয় তা জানিয়ে দিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.