ETV Bharat / state

আবেদন মঞ্জুর, সরস্বতী পুজো উপলক্ষে ৫ দিন ছুটি হাইকোর্টের আইনজীবীদের - saraswati puja 2020

আজ সকালে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে প্রধান বিচারপতির কাছে ছুটির আবেদন জানানো হয় । আবেদনে বলা হয় 31 জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি দেওয়া হোক । প্রয়োজনে শনিবার আদালতের কাজকর্ম স্বাভাবিক রাখা হোক ।

kolkata high court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jan 28, 2020, 11:35 PM IST


কলকাতা, 28 জানুয়ারি : রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল । এবার সরস্বতী পুজো উপলক্ষে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করল কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের কর্মদিবসের ক্যালেন্ডার অনুযায়ী 29 ও 30 জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি ছিল । তাতে যোগ হল আরও একদিন অর্থাৎ 31 জানুয়ারি (শুক্রবার) ।

শনিবার হাইকোর্ট খোলা থাকলেও ক্লারিকাল কাজকর্ম হয়, কিন্তু মামলার শুনানি সাধারণত হয় না । একমাত্র বিশেষ বেঞ্চেই ওইদিন শুনানি হয় । অর্থাৎ সব মিলিয়ে টানা 5 দিন ছুটি পাচ্ছেন হাইকোর্টের আইনজীবীরা । আজ সকালে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে প্রধান বিচারপতির কাছে আইনজীবীরা অতিরিক্ত ছুটির আবেদন জানান । আবেদনে বলা হয় 31 জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি দেওয়া হোক । প্রয়োজনে শনিবার আদালতের কাজকর্ম স্বাভাবিক রাখা হোক ।

প্রধান বিচারপতি এই আবেদনে সম্মতি দেন । বিকালে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানান, 31 জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজো উপলক্ষে কলকাতা হাইকোর্ট ছুটি থাকবে । তবে সেক্ষেত্রে শনিবার কলকাতা হাইকোর্টের কাজকর্ম স্বাভাবিক থাকবে কি না সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি । স্বাভাবিকভাবেই আইনজীবী মহলে খুশির হাওয়া । কার্যত টানা 5 দিন ছুটি পাওয়া যাবে এই ভেবে আনন্দিত আইনজীবীরা ।


কলকাতা, 28 জানুয়ারি : রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল । এবার সরস্বতী পুজো উপলক্ষে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করল কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের কর্মদিবসের ক্যালেন্ডার অনুযায়ী 29 ও 30 জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি ছিল । তাতে যোগ হল আরও একদিন অর্থাৎ 31 জানুয়ারি (শুক্রবার) ।

শনিবার হাইকোর্ট খোলা থাকলেও ক্লারিকাল কাজকর্ম হয়, কিন্তু মামলার শুনানি সাধারণত হয় না । একমাত্র বিশেষ বেঞ্চেই ওইদিন শুনানি হয় । অর্থাৎ সব মিলিয়ে টানা 5 দিন ছুটি পাচ্ছেন হাইকোর্টের আইনজীবীরা । আজ সকালে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে প্রধান বিচারপতির কাছে আইনজীবীরা অতিরিক্ত ছুটির আবেদন জানান । আবেদনে বলা হয় 31 জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি দেওয়া হোক । প্রয়োজনে শনিবার আদালতের কাজকর্ম স্বাভাবিক রাখা হোক ।

প্রধান বিচারপতি এই আবেদনে সম্মতি দেন । বিকালে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানান, 31 জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজো উপলক্ষে কলকাতা হাইকোর্ট ছুটি থাকবে । তবে সেক্ষেত্রে শনিবার কলকাতা হাইকোর্টের কাজকর্ম স্বাভাবিক থাকবে কি না সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি । স্বাভাবিকভাবেই আইনজীবী মহলে খুশির হাওয়া । কার্যত টানা 5 দিন ছুটি পাওয়া যাবে এই ভেবে আনন্দিত আইনজীবীরা ।

Intro:সরস্বতী পূজা উপলক্ষে কলকাতা হাইকোর্টেও একদিন অতিরিক্ত ছুটি

কলকাতা 28 জনুয়ারি:
রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল। এবার কলকাতা হাইকোর্টে সরস্বতী পূজা উপলক্ষে একদিন অতিরিক্ত ছুটির ঘোষণা করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের ক্যালেন্ডার অনুযায়ী 29 ও 30 জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে ছুটি ছিল। তাতে যোগ হল আর একদিন মানে 31 জানুয়ারী শুক্রবার।


Body:হাইকোর্টের ক্যালেন্ডারে বুধ ও বৃহস্পতিবার 29 ও 30 জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে আগেই ছুটি ঘোষণা করা ছিল। তাতে যোগ হলো আর একদিন মানে 31 জানুয়ারী শুক্রবার। এরপর শনিবার এমনিতেই হাইকোর্ট খোলা থাকলেও অফিসিয়াল কাজকর্ম হলেও মামলার শুনানি সাধারণত হয় না, একমাত্র বিশেষ বেঞ্চ ছাড়া । এক্ষেত্রেও টানা 5 দিন ছুটি হাইকোর্ট। আজ সকালে হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে প্রধান বিচারপতির কাছে আইনজীবীরা ছুটির আবেদন জানান। আবেদনে বলা হয় 31 জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে ছুটি দেওয়া হোক। প্রয়োজনে শনিবার আদালতের কাজকর্ম স্বাভাবিক রাখা হোক। হলে বুধ, বৃহস্পতি ও শুক্র টানা 3 দিন ছুটি পাওয়া যাবে। প্রধান বিচারপতি চিঠি পাওয়ার পর তাতে সম্মতি দেন। এরপর বিকেলে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানান, 31 জানুয়ারি শুক্রবার সরস্বতী পূজা উপলক্ষে কলকাতা হাইকোর্ট ছুটি থাকবে। তবে সে ক্ষেত্রে শনিবার কলকাতা হাইকোর্টের কাজকর্ম স্বাভাবিক থাকবে কিনা সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। স্বাভাবিকভাবেই আইনজীবী মহলে খুশির হাওয়া। টানা 5 দিন ছুটি পাওয়া যাবে এই ভেবে স্বভাবতই আনন্দিত আইনজীবীরা।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.