ETV Bharat / state

Gold Rate: বিয়ের মরশুমে সোনার দাম কিছুটা কমায় স্বস্তিতে আমজনতা - লাফিয়ে সোনার দামে বৃদ্ধির পর কিছুটা দাম

লাফিয়ে সোনার দামে বৃদ্ধির পর কিছুটা দাম কমায় স্বস্তি সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেরই। বিয়ের মরশুমে সোনার দাম গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছিল ৷

Etv Bharat
সোনার দাম কিছুটা হ্রাস
author img

By

Published : May 7, 2023, 5:48 PM IST

Updated : May 7, 2023, 6:06 PM IST

কলকাতা, 7 মে: লাগাতার দাম বৃদ্ধির পর সপ্তাহ শেষে কমল সোনা ও রুপোর দাম ৷ সম্প্রতি তাপমাত্রার পারদকেও হার মানিয়েছিল সোনার দাম বৃদ্ধি। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছিল এর দাম। বাংলা নববর্ষ হোক বা অক্ষয় তৃতীয়া আকাশ ছোঁয়া দামের জেরে ব্যবসাতেও ভাটা পড়েছিল। চলতি সপ্তাহের শুরুর দিকেও সোনার দাম ঊর্ধ্বমুখী থাকলেও সপ্তাহ শেষে শনিবার কিছুটা দাম কমে ৷ বিয়ের মরশুমে কিছুটা দাম কমায় স্বস্তিতে সাধারণ মানুষ থেকে সোনা ব্যবসায়ীরাও ৷

22 ক্যারেট সোনার ক্ষেত্রে 10 গ্রামের দাম 700 টাকা এবং 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম 760 টাকা কমেছে । অন্যদিকে, রুপোর দামেও খানিক পতন হয়েছে সপ্তাহ শেষে। রুপোর কেজিতে 550 টাকা কমেছে। এদিন 22 ক্যারেট হলমার্ক সোনার প্রতি গ্রামের দাম হয়েছে পাঁচ হাজার 650 টাকা। পাশাপাশি আট গ্রামের দাম হয়েছে 45 হাজার 200 টাকা। 10 গ্রাম সোনার দাম হয়েছে 56 হাজার 500 টাকা। একই ভাবে 100 গ্রামের দাম দাঁড়িয়েছে পাঁচ লক্ষ 65 হাজার টাকা।

পাশাপাশি 24 ক্যারেট পাকা সোনার প্রতি গ্রামের দাম কমে হয়েছে ছয় হাজার 164 টাকা। আট গ্রামের দাম হয়েছে 49 হাজার 312 টাকা। এবং 10 গ্রামের দাম দাঁড়িয়েছে 61 হাজার 640 টাকা। 24 ক্যারেট পাকা সোনার 100 গ্রামের দাম হয়েছে ছয় লক্ষ 16 হাজার 400 টাকা। একদিন আগে অর্থাৎ শুক্রবার অবশ্য সোনার দাম রেকর্ড ছুঁয়েছিল। এই প্রথম কলকাতায় ওই দিন 24 ক্যারেট পাকা সোনা প্রতি 10 গ্রামের দাম হয়েছিল 62 হাজার 300 টাকা। শুধু সোনা নয়, ওই দিন রুপোর প্রতি কেজির বাটের দাম ছুঁয়েছিল 77 হাজার 200 টাকায়। সোনা, রুপোর এমন দামের এই খামখেয়ালিপনায় ব্যবসা কবে ঘুরে দাঁড়াবে সেই চিন্তায় দোকানদার থেকে কারিগর সকলেই।

একান্ত বিয়ের জরুরি কেনাকাটা ছাড়া সেনার বাজারে ক্রেতা নেই বললেই চলে। প্রবণতা বেড়েছে পুরনো গয়না ভাঙিয়ে নতুন গয়না করারও। নতুন সোনার দাম শুনেই চোখ কপালে উঠছে ক্রেতাদের। দীর্ঘ সময় ধরে সোনার দাম সাধারণের হাতের নাগালের বাইরে থাকায় গয়না কেনার চাহিদা কমছে বলেও জানাচ্ছেন ব্যবসায়ীরা। চাহিদা না থাকায় এসব থেকে বেশি ক্ষতির মুখে পড়ছেন ছোট ও মাঝারি সোনার দোকানগুলি। দোকানদারদের কথায়, নববর্ষ বা অক্ষয় তৃতীয়ায় দামের জেরে তেমন ব্যবসা হয়নি। সাধারণ বিক্রি বাট্টা একেবারেই বন্ধ হওয়ার মুখে বলেও দাবি ব্যবয়াীদের। শুধু বিয়ের মরশুম বলে খানিকটা স্বস্তি।

আরও পড়ুন: পড়বে না মোকার প্রভাব, গরম বাড়বে রাজ্যে

কলকাতা, 7 মে: লাগাতার দাম বৃদ্ধির পর সপ্তাহ শেষে কমল সোনা ও রুপোর দাম ৷ সম্প্রতি তাপমাত্রার পারদকেও হার মানিয়েছিল সোনার দাম বৃদ্ধি। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছিল এর দাম। বাংলা নববর্ষ হোক বা অক্ষয় তৃতীয়া আকাশ ছোঁয়া দামের জেরে ব্যবসাতেও ভাটা পড়েছিল। চলতি সপ্তাহের শুরুর দিকেও সোনার দাম ঊর্ধ্বমুখী থাকলেও সপ্তাহ শেষে শনিবার কিছুটা দাম কমে ৷ বিয়ের মরশুমে কিছুটা দাম কমায় স্বস্তিতে সাধারণ মানুষ থেকে সোনা ব্যবসায়ীরাও ৷

22 ক্যারেট সোনার ক্ষেত্রে 10 গ্রামের দাম 700 টাকা এবং 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম 760 টাকা কমেছে । অন্যদিকে, রুপোর দামেও খানিক পতন হয়েছে সপ্তাহ শেষে। রুপোর কেজিতে 550 টাকা কমেছে। এদিন 22 ক্যারেট হলমার্ক সোনার প্রতি গ্রামের দাম হয়েছে পাঁচ হাজার 650 টাকা। পাশাপাশি আট গ্রামের দাম হয়েছে 45 হাজার 200 টাকা। 10 গ্রাম সোনার দাম হয়েছে 56 হাজার 500 টাকা। একই ভাবে 100 গ্রামের দাম দাঁড়িয়েছে পাঁচ লক্ষ 65 হাজার টাকা।

পাশাপাশি 24 ক্যারেট পাকা সোনার প্রতি গ্রামের দাম কমে হয়েছে ছয় হাজার 164 টাকা। আট গ্রামের দাম হয়েছে 49 হাজার 312 টাকা। এবং 10 গ্রামের দাম দাঁড়িয়েছে 61 হাজার 640 টাকা। 24 ক্যারেট পাকা সোনার 100 গ্রামের দাম হয়েছে ছয় লক্ষ 16 হাজার 400 টাকা। একদিন আগে অর্থাৎ শুক্রবার অবশ্য সোনার দাম রেকর্ড ছুঁয়েছিল। এই প্রথম কলকাতায় ওই দিন 24 ক্যারেট পাকা সোনা প্রতি 10 গ্রামের দাম হয়েছিল 62 হাজার 300 টাকা। শুধু সোনা নয়, ওই দিন রুপোর প্রতি কেজির বাটের দাম ছুঁয়েছিল 77 হাজার 200 টাকায়। সোনা, রুপোর এমন দামের এই খামখেয়ালিপনায় ব্যবসা কবে ঘুরে দাঁড়াবে সেই চিন্তায় দোকানদার থেকে কারিগর সকলেই।

একান্ত বিয়ের জরুরি কেনাকাটা ছাড়া সেনার বাজারে ক্রেতা নেই বললেই চলে। প্রবণতা বেড়েছে পুরনো গয়না ভাঙিয়ে নতুন গয়না করারও। নতুন সোনার দাম শুনেই চোখ কপালে উঠছে ক্রেতাদের। দীর্ঘ সময় ধরে সোনার দাম সাধারণের হাতের নাগালের বাইরে থাকায় গয়না কেনার চাহিদা কমছে বলেও জানাচ্ছেন ব্যবসায়ীরা। চাহিদা না থাকায় এসব থেকে বেশি ক্ষতির মুখে পড়ছেন ছোট ও মাঝারি সোনার দোকানগুলি। দোকানদারদের কথায়, নববর্ষ বা অক্ষয় তৃতীয়ায় দামের জেরে তেমন ব্যবসা হয়নি। সাধারণ বিক্রি বাট্টা একেবারেই বন্ধ হওয়ার মুখে বলেও দাবি ব্যবয়াীদের। শুধু বিয়ের মরশুম বলে খানিকটা স্বস্তি।

আরও পড়ুন: পড়বে না মোকার প্রভাব, গরম বাড়বে রাজ্যে

Last Updated : May 7, 2023, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.