কলকাতা, 24 জুলাই: অনলাইনে সম্পত্তি কর জমা দিলে মিলবে বাড়তি ছাড় ৷ করদাতাদের উৎসাহ দিতেই এমনই উদ্যোগ কলকাতা পৌরনিগমের ৷ এই সুবিধা পাবেন কলকাতার বাসিন্দারা ৷ করদাতাদের জন্য নিঃসন্দেহে এই পদক্ষেপ আনন্দ সংবাদ বলা চলে । পাশাপশি যাঁরা দেরিতে কর দেন বা অনিয়মিতভাবে কর প্রদান করেন তাঁরা আরও উৎসাহ পাবেন বলে মনে করছে পৌরনিগম।
কলকাতা পৌর নিগমের সম্পত্তি কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের মধ্যে অনলাইনে সম্পত্তিকর প্রদান করলে মিলবে বাড়তি 1 শতাংশ ছাড় । এই প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে । মেয়রের সবুজ সংকেত মিললেই চালু হবে এই নিয়ম।
এখনও পর্যন্ত সম্পত্তি কর নির্দিষ্ট সময়ে মিটিয়ে দিলে 5 শতাংশ ছাড় মেলে ৷ অর্থবর্ষের প্রথমেই যে সমস্ত করদাতা সারা বছরের কর মিটিয়ে দেন তাঁরা এই 5 শতাংশের সঙ্গে অতিরিক্ত 5 শতাংশ মোট 10 শতাংশ ছাড় পান । নতুন সিদ্ধান্তে মেয়রের শীলমোহর পড়লে এবার থেকে করদাতারা অনলাইন মারফত কর প্রদান করলে যে পরিমাণ ছাড় পেতেন তার সঙ্গে অতিরিক্ত 1 শতাংশ ছাড় পাবেন । ফলে যে সমস্ত নাগরিক নিয়মিত কর প্রদান করেন তারা অনলাইনে কর জমা দিলে 6 শতাংশ ছাড় পাবেন আর যাঁরা এককালীন এক বছরের কর দেন তারা অনলাইনে দিলে 11 শতাংশ কর ছাড় পাবেন ।
আরও পড়ুন: অনলাইনে সম্পত্তি কর জমা দিলে মিলবে আরও ছাড়, অপেক্ষা রাজ্যপালের অনুমোদনের
এই বিষয় এক পৌর আধিকারিক জানান, অতিরিক্ত 1 শতাংশ কর ছাড় কীভাবে দেওয়া হবে সেই সংক্রান্ত প্রস্তাব জমা পড়েছে। তবে সময় মধ্যে কর দিলে তবেই ছাড় মিলবে, নাকি নির্দিষ্ট দিনের পরেও এই সুবিধা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি বকেয়া করের ক্ষেত্রে এই নয়া নিয়ম কার্যকর হবে কিনা তা নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু সবমিলিয়ে এটা বলাই যায় এই নিয়ম লাগু হলে কর দেওয়ার প্রবণতা বাড়বে।