কলকাতা, 19 অগস্ট : আফগানিস্তানে তালিবান দৌরাত্ম্যের মধ্যেই বিমান অপহরণের (Plane Hijack) হুমকি এল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ৷ তার জেরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা বিমানবন্দর চত্বর ৷ সুরক্ষা ব্যবস্থায় যাতে কোনও ফাঁকফোকড় না-থেকে যায়, তা নিশ্চিত করা হচ্ছে ৷ হুমকি ফোনটি কোথা থেকে এল, তার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)৷
বুধবার সন্ধে 6.30টার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) ৷ ফোন করে সে হুমকি (Threat Call) দেয় যে, এয়ার ইন্ডিয়ার একটি বিমান হাইজ্যাক করা হবে ৷
আরও পড়ুন: Jaishankar at UNSC: দেশবাসীকে নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনাই ভারতের প্রধান লক্ষ্য, জানিয়ে দিলেন জয়শঙ্কর
কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় এক ব্যক্তি এয়ার ইন্ডিয়ার স্টেশন ম্যানেজারকে ফোন করে এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান অপহরণের হুমকি দেয় ৷ এয়ার ইন্ডিয়ার আধিকারিকরা এই হুমকি ফোনের কথা অসামরিক বিমান পরিবহণের নিরাপত্তা বিভাগ ও স্থানীয় পুলিশকে জানান ৷ অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ৷ প্রাথমিক তদন্তের পর দেখা যায় যে ফোন করেছিল, সেই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ৷
আরও পড়ুন, Afghanistan : আফগান সেনার জন্য খরচ করা কয়েক বিলিয়ন ডলারে লাভ হয়েছে তালিবানদেরই
গত মাসে কলকাতা বিমানবন্দরে এই একই রকমের একটি বার্তা পাঠানো হয়েছিল ৷ দুবাই থেকে আসা একটি বিমানে বোমা রাখা আছে বলে হুমকি দিয়ে বার্তা পাঠানো হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে (Air Traffic Control)৷ সঙ্গে সঙ্গে বিমানবন্দরের টার্মিনাল ম্যানেজারের অফিসে সবদিক খতিয়ে দেখেন বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটির (Bomb Threat Assessment Committee) সদস্যরা ৷ তবে তদন্তের পর তাঁরা জানিয়ে দেন যে, হুমকির কোনও বাস্তব ভিত্তি নেই ৷ কাজেই আতঙ্কের কিছু নেই ৷
আরও পড়ুন: Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের