ETV Bharat / state

West Bengal Weather: ভিলেন বিপরীত ঘূর্ণাবর্ত, বড়দিনে বাড়বে গরম

শীত পড়তেই খাদ্য রসিক বাঙালির আর এক উৎসবের মরশুম শুরু ৷ আর তার উপর দু‘দিন পরেই বড়দিন ৷ মিঠে রোদের উষ্ণতায় কেক আর কমলালেবু যে বড়ই প্রিয় বাঙালির ৷ তবে এবার ঠান্ডায় ভিলেন ঘূর্ণাবর্ত (West Bengal Weather Update) ৷

ETV Bharat
শীতল নয়, উষ্ণ বড়দিন
author img

By

Published : Dec 22, 2022, 7:08 AM IST

কলকাতা, 22 ডিসেম্বর: শীতের মিঠে রোদ মেখে যাঁরা আসন্ন ক্রিসমাসে জমিয়ে উৎসবের পরিকল্পনা করছেন তাদের জন্য দুঃসংবাদ (weather forecast in west Bengal weather update)। আনন্দ উৎসবের পরিকল্পনায় জল ঢালতে বঙ্গোপসাগরে উপস্থিত বিপরীত ঘূর্ণাবর্ত । তার জেরেই ঠান্ডার দফারফা । কয়েকদিন আগে কলকাতায় পারদ নেমে যায় 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে । সে সময় মনে হয়েছিল প্রথম পর্বে টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করবে শীত। কিন্তু ঘুর্ণাবর্তের বাউন্সারে শীত দিশাহীন । আগামিকয়েকদিন এভাবেই চলবে ।

আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন , "23 ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার কোনও পরিবর্তন নেই । তবে উত্তর পশ্চিমের শীতল হওয়ার প্রভাব রয়েছে (IMD Weather Forecast In Bengal)। তাই দুই বঙ্গে আগামী 23 তারিখ পর্যন্ত তাপমাত্রা কমই থাকবে । দুই বঙ্গেই আজ 23 ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে । প্রথম 48 ঘণ্টায় উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশা থাকবে । উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা কুয়াশা থাকবে । দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা থাকলেও, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । 24 ডিসেম্বর নাগাদ বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ তার ফলেই ২৩ ডিসেম্বরে পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে । এরপর বড়দিনের তাপমাত্রাও বেড়ে যাবে দুই বঙ্গে ।"

আরও পড়ুন: গুজরাত-ওড়িশায় কোভিডের নয়া প্রজাতির হানা, জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ কেন্দ্রের

বুধবার, কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15. 1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বোচ্চ তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 94 শতাংশ । বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বাকি দিন ছিল রৌদ্রজ্বল । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 22 ডিসেম্বর: শীতের মিঠে রোদ মেখে যাঁরা আসন্ন ক্রিসমাসে জমিয়ে উৎসবের পরিকল্পনা করছেন তাদের জন্য দুঃসংবাদ (weather forecast in west Bengal weather update)। আনন্দ উৎসবের পরিকল্পনায় জল ঢালতে বঙ্গোপসাগরে উপস্থিত বিপরীত ঘূর্ণাবর্ত । তার জেরেই ঠান্ডার দফারফা । কয়েকদিন আগে কলকাতায় পারদ নেমে যায় 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে । সে সময় মনে হয়েছিল প্রথম পর্বে টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করবে শীত। কিন্তু ঘুর্ণাবর্তের বাউন্সারে শীত দিশাহীন । আগামিকয়েকদিন এভাবেই চলবে ।

আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন , "23 ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার কোনও পরিবর্তন নেই । তবে উত্তর পশ্চিমের শীতল হওয়ার প্রভাব রয়েছে (IMD Weather Forecast In Bengal)। তাই দুই বঙ্গে আগামী 23 তারিখ পর্যন্ত তাপমাত্রা কমই থাকবে । দুই বঙ্গেই আজ 23 ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে । প্রথম 48 ঘণ্টায় উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশা থাকবে । উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা কুয়াশা থাকবে । দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা থাকলেও, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । 24 ডিসেম্বর নাগাদ বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ তার ফলেই ২৩ ডিসেম্বরে পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে । এরপর বড়দিনের তাপমাত্রাও বেড়ে যাবে দুই বঙ্গে ।"

আরও পড়ুন: গুজরাত-ওড়িশায় কোভিডের নয়া প্রজাতির হানা, জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ কেন্দ্রের

বুধবার, কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15. 1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বোচ্চ তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 94 শতাংশ । বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বাকি দিন ছিল রৌদ্রজ্বল । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.