কলকাতা, 12 নভেম্বর: পঞ্জিকা মেনে আজ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি । এই তিথিতে গোটা রাজ্যের মানুষ মেতে ওঠেন কালীপুজোয়। এবারও কালীপুজোর আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে । প্রতি বছর শ্যামা মায়ের পুজো করেন মুখ্যমন্ত্রী । পুজোর ভোগ রান্না থেকে শুরু করে অন্য যাবতীয় আয়োজন নিজের হাতেই সারেন মমতা। এবারও পুজোর পুরোভাগে মমতাই।
এই একটা দিন রাজ্যের প্রশাসনিক প্রধান নয়, একাবারে সাধারণ ঘরের মেয়ে হিসেবে ধরা দেন মমতা। মাতৃ আরাধনার যাবতীয় আয়োজনে প্রথম থেকেই উপস্থিত থাকেন তিনি । নিজে হাতে সাজান পুজোর উপকরণ ৷ দাঁড়িয়ে থেকে অতিথি আপ্যায়নও করতে দেখা যায় গৃহকর্ত্রী মমতাকে । প্রত্যেক বছর তাঁর বাড়ির পুজোয় সামিল হন রাজ্যের বহু বিশিষ্ট মানুষ । এবারও তার অন্যথা হবে না ৷ মমতার বাড়ির পুজোয় আমন্ত্রিত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে শুরু করে আমলা, পুলিশকর্তা এমনকী চলচ্চিত্র জগতের কুশিলবরাও ।
জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় এবার ভোগে থাকছে খিচুড়ি, লাবড়া, আলু-বেগুনের মতো পাঁচরকমের ভাজা । পাশাপাশি থাকছে চাটনি ও পায়েস । প্রতিবার যেমন হয়, এবারও তেমনই ভোগ নিবেদন করা হবে । এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো সম্পর্কে বলতে গিয়ে তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেছেন, "প্রত্যেক বছর যেমন আয়োজন থাকে, এবারও তেমনই থাকছে । নতুনত্বের কোন ব্যাপার নেই । সারা বছর নিরাপত্তার কড়াকড়ি থাকলেও আজ আমাদের বাড়ির সকলের জন্য অবারিত দ্বার । যে কেউ পুজোয় আসতে পারেন । তবে পুজোয় যেহেতু মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকেন, সেই কারণে নিরাপত্তায় কিছুটা কড়াকড়ি তো রাখতেই হয় । এর বেশি আর কোনও ব্যাপার নেই ।"
আরও পড়ুন: