ETV Bharat / state

ফিরল বাড়ি, বাড়ল চিড় - KMRCL

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ কাজের জন্য বউবাজার অঞ্চলে অনেক বাড়ি রাতারাতি ধসে পড়ে । ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি ও দোকানঘর । তারপর থেকেই KMRCL-এর নির্দেশে রাতারাতি বাড়ি ছাড়তে হয় অনেক পরিবারকে । তাঁদেরকে থাকতে দেওয়া হয় শহরের বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজ়ে । প্রায় এক মাস ধরে এই পরিবারগুলি বাড়ি ছাড়া ৷ গতকাল KMRCL-এর তরফে সবুজ সংকেত মেলার পর গৌর দে লেন ও বি বি গাঙ্গুলি স্ট্রিটের বেশ কয়েকটি পরিবার নিজেদের বাড়ি ফেরে ।

বউ বাজার
author img

By

Published : Sep 26, 2019, 10:01 AM IST

Updated : Sep 26, 2019, 12:09 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)-এর বিল্ডিং সার্ভে কমিটি ও অন্যান্য আরও কয়েকটি বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পেল 14টি বাড়ি । আর তাই গতকাল সকাল থেকেই চলছে বাড়ি ফেরার পালা ।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ কাজের জন্য বউবাজার অঞ্চলে অনেক বাড়ি রাতারাতি ধসে পড়ে । ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি ও দোকানঘর । তারপর থেকেই KMRCL-এর নির্দেশে রাতারাতি বাড়ি ছাড়তে হয় অনেক পরিবারকে । তাঁদেরকে থাকতে দেওয়া হয় শহরের বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজ়ে । প্রায় এক মাস ধরে এই পরিবারগুলি বাড়ি ছাড়া ৷ গতকাল KMRCL-এর তরফে সবুজ সংকেত মেলার পর গৌর দে লেন ও বি বি গাঙ্গুলি স্ট্রিটের বেশ কয়েকটি পরিবার নিজেদের বাড়ি ফেরে ।

photo
বাড়ির মেঝেতে ফাটল

তবে বাড়ি ফিরেও তাঁদের অন্য আর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ৷ মেট্রোর কাজের সময় যে ফাটল বাড়িতে ধরেছিল, সেই ফাটল একই রয়ে গেছে, বরং এই কয়েকদিনে নতুন করে দেখা দিয়েছে আরও বেশ কয়েকটি চিড় । বাড়ির ছাদ, দেওয়াল ও মেঝেতে । শুধু তাই নয় বাড়ির ছাদ থেকে পড়ছে বৃষ্টির জলও ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় বাসিন্দা মানসী মাইতি বলেন, "8 সেপ্টেম্বর KMRCL আমাদের বাড়ি খালি করার নির্দেশ দেয় । সেখান থেকে আমরা বাড়ি খালি করে হোটেলে উঠে যাই । গতকাল সকালে আমাদের একটি নোটিশ পাঠিয়ে জানানো হয় যে আমরা কয়েকজন নিজেদের বাড়িতে ফিরতে পারি । তবে প্রথমবার যে নোটিশটি পাঠানো হয়েছিল তাতে বাড়ির মালিক ও ভাড়াটেদের নাম উল্লেখ করা ছিল না ।" তিনি আরও বলেন, বাড়ি ফেরার পর দেখি যে ঠিক যে দশায় বাড়ি দেখে গেছিলাম তেমনটাই রয়েছে, কোনও মেরামতের কাজ হয়নি । দেখা দিয়েছে নতুন চিড় । আমাদের বাড়িতে যে ক্র্যাক মিটার মেশিনটি লাগানো ছিল সেই মেশিনটির রিডিং দু'একবার পরিদর্শন করার পর আর কিছু হয়নি । ছাদ, মেঝে, দেওয়াল সর্বত্র দেখা দিয়েছে বড়-ছোটো অনেক চিড় ।"

আরও পড়ুন : ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত KMRCL-এর

অন্যদিকে, KMRCL-এর ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে নন্দী বলেন, "বিশেষজ্ঞ দল এই মুহূর্তে 14টি বাড়িকে ছাড়পত্র দিয়েছে । এর মধ্যে আমরা পাঁচটি বাড়িতে মোট 87 জনকে ফেরাতে পেরেছি । তিনি আরও বলেন, "যে ফাটলগুলি KMRCL-এর কাজের জন্যই হয়েছে সেই ফাটলগুলি চিহ্নিত করে রাখা হয়েছে । সেইসব ফাটল সারিয়ে দেওয়া হবে । পাশাপাশি অন্যান্য ছোটো ফাটল থাকলে সেগুলিও সারিয়ে দেওয়া হবে ৷" তাঁর কথায়, "আমাদের সংস্থা ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি বিশেষজ্ঞ দল বারবার পর্যবেক্ষণ করে এই ছাড়পত্র দিয়েছে । যে পরিবারগুলোকে তাদের বাড়িতে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তা ও সুরক্ষার পূর্ণ দায়িত্ব আমাদের ।"

কলকাতা, 26 সেপ্টেম্বর : কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)-এর বিল্ডিং সার্ভে কমিটি ও অন্যান্য আরও কয়েকটি বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পেল 14টি বাড়ি । আর তাই গতকাল সকাল থেকেই চলছে বাড়ি ফেরার পালা ।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ কাজের জন্য বউবাজার অঞ্চলে অনেক বাড়ি রাতারাতি ধসে পড়ে । ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি ও দোকানঘর । তারপর থেকেই KMRCL-এর নির্দেশে রাতারাতি বাড়ি ছাড়তে হয় অনেক পরিবারকে । তাঁদেরকে থাকতে দেওয়া হয় শহরের বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজ়ে । প্রায় এক মাস ধরে এই পরিবারগুলি বাড়ি ছাড়া ৷ গতকাল KMRCL-এর তরফে সবুজ সংকেত মেলার পর গৌর দে লেন ও বি বি গাঙ্গুলি স্ট্রিটের বেশ কয়েকটি পরিবার নিজেদের বাড়ি ফেরে ।

photo
বাড়ির মেঝেতে ফাটল

তবে বাড়ি ফিরেও তাঁদের অন্য আর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ৷ মেট্রোর কাজের সময় যে ফাটল বাড়িতে ধরেছিল, সেই ফাটল একই রয়ে গেছে, বরং এই কয়েকদিনে নতুন করে দেখা দিয়েছে আরও বেশ কয়েকটি চিড় । বাড়ির ছাদ, দেওয়াল ও মেঝেতে । শুধু তাই নয় বাড়ির ছাদ থেকে পড়ছে বৃষ্টির জলও ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় বাসিন্দা মানসী মাইতি বলেন, "8 সেপ্টেম্বর KMRCL আমাদের বাড়ি খালি করার নির্দেশ দেয় । সেখান থেকে আমরা বাড়ি খালি করে হোটেলে উঠে যাই । গতকাল সকালে আমাদের একটি নোটিশ পাঠিয়ে জানানো হয় যে আমরা কয়েকজন নিজেদের বাড়িতে ফিরতে পারি । তবে প্রথমবার যে নোটিশটি পাঠানো হয়েছিল তাতে বাড়ির মালিক ও ভাড়াটেদের নাম উল্লেখ করা ছিল না ।" তিনি আরও বলেন, বাড়ি ফেরার পর দেখি যে ঠিক যে দশায় বাড়ি দেখে গেছিলাম তেমনটাই রয়েছে, কোনও মেরামতের কাজ হয়নি । দেখা দিয়েছে নতুন চিড় । আমাদের বাড়িতে যে ক্র্যাক মিটার মেশিনটি লাগানো ছিল সেই মেশিনটির রিডিং দু'একবার পরিদর্শন করার পর আর কিছু হয়নি । ছাদ, মেঝে, দেওয়াল সর্বত্র দেখা দিয়েছে বড়-ছোটো অনেক চিড় ।"

আরও পড়ুন : ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত KMRCL-এর

অন্যদিকে, KMRCL-এর ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে নন্দী বলেন, "বিশেষজ্ঞ দল এই মুহূর্তে 14টি বাড়িকে ছাড়পত্র দিয়েছে । এর মধ্যে আমরা পাঁচটি বাড়িতে মোট 87 জনকে ফেরাতে পেরেছি । তিনি আরও বলেন, "যে ফাটলগুলি KMRCL-এর কাজের জন্যই হয়েছে সেই ফাটলগুলি চিহ্নিত করে রাখা হয়েছে । সেইসব ফাটল সারিয়ে দেওয়া হবে । পাশাপাশি অন্যান্য ছোটো ফাটল থাকলে সেগুলিও সারিয়ে দেওয়া হবে ৷" তাঁর কথায়, "আমাদের সংস্থা ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি বিশেষজ্ঞ দল বারবার পর্যবেক্ষণ করে এই ছাড়পত্র দিয়েছে । যে পরিবারগুলোকে তাদের বাড়িতে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তা ও সুরক্ষার পূর্ণ দায়িত্ব আমাদের ।"

Intro:কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কে এম আর সি এল) এর বিল্ডিং সার্ভে কমিটি তথা অন্যান্য বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পেল 14টি বাড়ি। আজ সকাল থেকেই চলেছে বাড়ি ফেরার পালা। Body:ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুরঙ্গ কাজের জন্য বউবাজার অঞ্চলে অনেক বাড়ি রাতারাতি ধসে পড়ে। গুরুতর ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি ও দোকানঘর। তারপরেই কে এম আর সি এল এর নির্দেশে রাতারাতি বাড়ি ছাড়তে হয় বহু পরিবারকে। তাঁদের ঠাঁই হয় শহরের বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে।

তাড়াহুড়োর মধ্যে বাড়ি ছড়ার সময় বহু মূল্যবান জিনিষ তো দুরস্ত অনেক প্রয়োজনীয় জিনিসপত্রও সঙ্গে করে আনতে পারেননি অনেকেই। প্রায় 1 মাস বাড়ির বাইরে দিন কাটিয়েছে এঁরা। সেদিন এক বস্ত্রে যাদের নিজেদের ভিটে বাড়ি ছাড়তে হয়েছিল বুধবার কে এম আর কি এল এর তরফে সবুজ সংকেত মেলার পর গৌর দে লেন ও বি বি গাঙ্গুলি স্ট্রিটের বেশ কয়েকটি পরিবার নিজেদের বাড়ি ফেরেন।

তবে ফিরে তাদের সামনে দেখা দিয়েছে আরেক বিপত্তি আগে। যে ফাটল সেই ফাটল তেমনই রয়ে গেছে, বরং এই কয়েকদিনে নতুন করে দেখা দিয়েছে আরও বেসিক কয়েকটি চিড়, বাড়ির ছাদে, দেয়ালে ও মেঝেতে। শুধু তাই নয় বাড়ির ছাদ থেকে ঝর ঝর করে পড়ছে বৃষ্টির জলও।

6 নম্বর গৌর দে লেনের বাড়িতে আজ দুপুরে 12টা নাগাদ বাড়ি ফিরল চারটি পরিবার। এদের মধ্যে একটি পরিবারের বাসিন্দা মানসী মাইতি। তিনি বলেন, "8ই সেপ্টেম্বর কে এম আর সি এল থেকে আমাদের বাড়ি খালি করার নির্দেশ দেয়। আমরা তড়িঘড়ি বাড়ি খালি করে তাঁদের দেওয়া একটি হোটেলে উঠে যাই। আজ (বুধবার) সকালে আমাদের আবার একটি নোটিস পাঠিয়ে জানানো হয় যে যে আজই নিজেদের বাড়িতে ফিরবো আমরা বেশ কয়েকজন। তবে প্রথমবার যে নোটিশটি পাঠানো হয়েছিল তাতে ল
বাড়ির মালিক ও ভাড়াটেদের নাম উল্লেখ করা ছিল না।"

তিনি আরও বলেন, "আজ যখন দুপুর নাগাদ আমরা নিজেদের বাড়ি ফিরি তখন দেখি যে ঠিক যে দশায় বাড়ি দেখে গিয়েছিলাম তেমন টাই রয়েছে, কোনও মেরামতের কাজ হয়নি। দেখা দিয়েছে নতুন চিড়। আমাদের বাড়িতে যে ক্র্যাক মিটার মেশিনটি লাগানো ছিল সেই মেশিনটির রিডিং দু একবার পরিদর্শন করার পর তাও আর হয়নি। ছাদে, মেঝেতে দেওয়ালে সর্বত্র Dদেখা দিয়েছে বড় ছোট অনেক চিড়। আজ রাতটা বেশ ভয় ও উৎকণ্ঠার মধ্যেই কাটাতে হবে।"

অন্যদিকে কে এম আর সি এল এর অ্যাডমিনিস্ট্রেশনের ম্যানেজিং ডিরেক্টর এ কে নন্দী বলেন, "বিশেষজ্ঞ দল এই মুহূর্তে 14 টি বাড়িকে ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে আমরা আজ পাঁচটি বাড়িতে মোট 87 জনকে ফেরাতে পেরেছি। চারটি বাড়ি গৌড় দে লেন এবং একটি বাড়ি বিবি গাঙ্গুলি স্ট্রিটে। বাকি নটি বাড়ির লোকজন আগামী কয়েক থেকে আসা শুরু করবে।"

ফাটলের বিষয় তিনি বলেন, "যখন বাড়ি পরিদর্শন করা হয় তখন যে ফাটলগুলি কে এম আর সি এন এর কাজের জন্যই হয়েছে সেই ফাটলগুলি চিহ্নিত করে রাখা হয়েছে। তাই সেইসব ফটোল সারিয়ে দেওয়া হবে। পাশাপাশি অন্যান্য ছোট ফাটল থাকলে সেগুলিও এমরাসারিয়ে দেব বলে জানিয়েছে।"

তিনি বলেন বৃহস্পতিবার থেকে মেরামতের কাজ শুরু করা হবে। দুর্ঘটনার ভয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল তা পুনরায় দেওয়া হয়েছে।

এ কে নন্দী বলেন, "আমাদের সংস্থা ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি বিশেষজ্ঞ দল রয়েছে যারা বারবার পর্যবেক্ষণ করে এই ছাড়পত্র দিয়েছেন। যে পরিবারগুলোকে তাদের বাড়িতে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তা ও সুরক্ষার পূর্ণ দায়িত্ব আমাদের।" Conclusion:
Last Updated : Sep 26, 2019, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.