ETV Bharat / state

KMDA SOP Planning : নজরুল মঞ্চের ঘটনার পর হল ভাড়ায় এসওপির ভাবনা, জানালেন মেয়র - এসওপি

সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ এবার থেকে কোন শিল্পীর অনুষ্ঠান কোথায় হচ্ছে, কত ভিড় হতে পারে, এ সব বিষয় খতিয়ে দেখা হবে ৷ পুলিশের অনুমতি নেওয়া বাধ্যতামূলক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম (KMDA SOP Planning) ৷

KMDA SOP Plan
মেয়র ফিরহাদ হাকিম
author img

By

Published : Jun 4, 2022, 9:01 AM IST

কলকাতা, 4 জুন : খ্যাতনামা সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে কেএমডিএ ও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে । নজরুল মঞ্চ-সহ বিভিন্ন হল ভাড়া দেওয়ার ক্ষেত্রে 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' এসওপি বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে কেএমডিএ কর্তৃপক্ষ । পাশাপাশি সংশ্লিষ্ট হলে ঢোকার আগে টিকিটে স্ট্যাম্প দেওয়া হতে পারে, জানালেন কেএমডিএ-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম । যদিও এর কোনওটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মেয়র (KMDA to implement SOP on programmes in Hall or Auditoriums in Kolkata) ৷

শুক্রবার ফিরহাদ হাকিম বলেন, যদি কোনও শিক্ষাপ্রতিষ্ঠান হয়, কলেজের ইউনিয়ন হয় তাহলে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে । শিল্পীর নাম জানাতে হবে, কত সংখ্যায় ভিড় হতে পারে তা খতিয়ে দেখা হবে । খুব জনপ্রিয় শিল্পী হলে পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে ।

শহরে একাধিক স্টেডিয়াম বা হলে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে ৷ তাই কখন কোথায় কোন শিল্পী আসছেন, তাও দেখা হবে ৷ এ প্রসঙ্গে ডোভার লেন মিউজিক কনফারেন্স-এর কথা মনে করিয়ে দিয়ে মেয়র বলেন, "প্রতি বছর ডোভার লেন মিউজিক কনফারেন্স হয় ৷ এটা অনেক বড় অনুষ্ঠান হলেও তাতে এই ধরনের উচ্ছ্বাস থাকে না । সঙ্গীতপ্রেমীরা সারারাত ধরে সেখানে থাকেন ৷ আবার যখন বড় মাপের শিল্পী, যেমন অরিজিৎ সিং এসেছিলেন তখন অন্য ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল । কিছুদিন আগে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে মারাত্মক ভিড় হয়েছিল । এইসব বিষয়গুলি দেখে ভেবেচিন্তে এসওপি (Standard Operating Procedure, SOP) তৈরি করা হবে ।"

সাংবাদিক বৈঠকে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন : KK Death Issue : অতিরিক্ত ভিড়ের কারণে কেকে'র মৃত্যু মানতে নারাজ লালবাজার

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টিকিটের বাঁ পাশের উপরে স্ট্যাম্প দেওয়া হয় । সেই পদ্ধতিটিও ভাবা হচ্ছে, জানালেন ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "ধরুন, 7 হাজার মানুষের অনুমতি দেওয়া আছে ৷ এতগুলি টিকিটের উপরে সরকারি স্ট্যাম্প ব্যবহার করা হবে এবং তা দেখে ঢুকতে দেওয়া হবে । এরকম পরিকল্পনা রয়েছে ।" তবে অনেকের থেকে পরামর্শ নিয়েই তা করা হবে ।

তবে এবার যে কোনও অনুষ্ঠানের আগে পুলিশের কাছে বিস্তারিত জানাতে হবে এবং তাদের অনুমোদন নিয়েই অনুষ্ঠান করতে হবে, নিশ্চিত করে জানালেন ফিরহাদ হাকিম ৷ শুধু নজরুল মঞ্চের জন্য নয়, সব সরকারি যত অডিটোরিয়ামের জন্য তা কার্যকর হবে । সায়েন্স সিটির মতো বেসরকারি জায়গায় পুলিশের ছাড়পত্র বাধ্যতামূলক ।

আরও পড়ুন : KK Demise : গানের হাত ধরেই সুরের আকাশে পাড়ি কে কে'র

কলকাতা, 4 জুন : খ্যাতনামা সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে কেএমডিএ ও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে । নজরুল মঞ্চ-সহ বিভিন্ন হল ভাড়া দেওয়ার ক্ষেত্রে 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' এসওপি বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে কেএমডিএ কর্তৃপক্ষ । পাশাপাশি সংশ্লিষ্ট হলে ঢোকার আগে টিকিটে স্ট্যাম্প দেওয়া হতে পারে, জানালেন কেএমডিএ-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম । যদিও এর কোনওটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মেয়র (KMDA to implement SOP on programmes in Hall or Auditoriums in Kolkata) ৷

শুক্রবার ফিরহাদ হাকিম বলেন, যদি কোনও শিক্ষাপ্রতিষ্ঠান হয়, কলেজের ইউনিয়ন হয় তাহলে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে । শিল্পীর নাম জানাতে হবে, কত সংখ্যায় ভিড় হতে পারে তা খতিয়ে দেখা হবে । খুব জনপ্রিয় শিল্পী হলে পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে ।

শহরে একাধিক স্টেডিয়াম বা হলে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে ৷ তাই কখন কোথায় কোন শিল্পী আসছেন, তাও দেখা হবে ৷ এ প্রসঙ্গে ডোভার লেন মিউজিক কনফারেন্স-এর কথা মনে করিয়ে দিয়ে মেয়র বলেন, "প্রতি বছর ডোভার লেন মিউজিক কনফারেন্স হয় ৷ এটা অনেক বড় অনুষ্ঠান হলেও তাতে এই ধরনের উচ্ছ্বাস থাকে না । সঙ্গীতপ্রেমীরা সারারাত ধরে সেখানে থাকেন ৷ আবার যখন বড় মাপের শিল্পী, যেমন অরিজিৎ সিং এসেছিলেন তখন অন্য ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল । কিছুদিন আগে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে মারাত্মক ভিড় হয়েছিল । এইসব বিষয়গুলি দেখে ভেবেচিন্তে এসওপি (Standard Operating Procedure, SOP) তৈরি করা হবে ।"

সাংবাদিক বৈঠকে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন : KK Death Issue : অতিরিক্ত ভিড়ের কারণে কেকে'র মৃত্যু মানতে নারাজ লালবাজার

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টিকিটের বাঁ পাশের উপরে স্ট্যাম্প দেওয়া হয় । সেই পদ্ধতিটিও ভাবা হচ্ছে, জানালেন ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "ধরুন, 7 হাজার মানুষের অনুমতি দেওয়া আছে ৷ এতগুলি টিকিটের উপরে সরকারি স্ট্যাম্প ব্যবহার করা হবে এবং তা দেখে ঢুকতে দেওয়া হবে । এরকম পরিকল্পনা রয়েছে ।" তবে অনেকের থেকে পরামর্শ নিয়েই তা করা হবে ।

তবে এবার যে কোনও অনুষ্ঠানের আগে পুলিশের কাছে বিস্তারিত জানাতে হবে এবং তাদের অনুমোদন নিয়েই অনুষ্ঠান করতে হবে, নিশ্চিত করে জানালেন ফিরহাদ হাকিম ৷ শুধু নজরুল মঞ্চের জন্য নয়, সব সরকারি যত অডিটোরিয়ামের জন্য তা কার্যকর হবে । সায়েন্স সিটির মতো বেসরকারি জায়গায় পুলিশের ছাড়পত্র বাধ্যতামূলক ।

আরও পড়ুন : KK Demise : গানের হাত ধরেই সুরের আকাশে পাড়ি কে কে'র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.