ETV Bharat / state

ডেঙ্গি প্রতিরোধে বাংলাদেশের পাশে কলকাতা পৌরনিগম, সবরকম সাহায্যের আশ্বাস মেয়রের - কলকাতা পৌরনিগম

ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পৌরনিগমের সঙ্গে বৈঠক বাংলাদেশের পল্লি উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামের । সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মেয়র ফিরহাদ হাকিম । উঠে ভারত-বাংলাদেশ নিবিড় সম্পর্কের কথা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 3, 2019, 11:23 PM IST

কলকাতা, 3 অগাস্ট : ডেঙ্গিতে ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় 19 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত‌ । ডেঙ্গি নিয়ন্ত্রণে কলকাতা পৌরনিগমকে পাশে চায় বাংলাদেশ সরকার । সেই মতোই বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পৌরনিগম । এবিষয়ে আজ কলকাতা পৌরনিগমে মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন বাংলাদেশের পল্লি উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম ।

বাংলাদেশের পল্লি উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আজ কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে আসেন । কলকাতা ডেঙ্গি নিয়ন্ত্রণের বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে সবিস্তারে আলোচনা হয় । ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্পর্কে বাংলাদেশের প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয় বিভিন্ন বিষয় । বাংলাদেশের মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ও পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের । সেই সম্পর্কের মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে কলকাতা পৌরনিগমের অন্তর্গত এলাকায় যেভাবে ডেঙ্গিকে সম্পূর্ণ মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেভাবে বাংলাদেশও পরিকল্পনা করবে ৷

ফিরহাদ হাকিম জানান, শুধু একটা কাঁটাতারের বেড়া । কিন্তু সম্পর্কটা চিরদিনের । তাই শহর কলকাতার মানুষের পাশাপাশি বাংলাদেশের মানুষ যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে তার জন্য কলকাতা পৌরনিগম ডেঙ্গি প্রতিরোধে বাংলাদেশ সরকারকে সবরকম সাহায্য করবে ।

কলকাতা, 3 অগাস্ট : ডেঙ্গিতে ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় 19 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত‌ । ডেঙ্গি নিয়ন্ত্রণে কলকাতা পৌরনিগমকে পাশে চায় বাংলাদেশ সরকার । সেই মতোই বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পৌরনিগম । এবিষয়ে আজ কলকাতা পৌরনিগমে মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন বাংলাদেশের পল্লি উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম ।

বাংলাদেশের পল্লি উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আজ কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে আসেন । কলকাতা ডেঙ্গি নিয়ন্ত্রণের বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে সবিস্তারে আলোচনা হয় । ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্পর্কে বাংলাদেশের প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয় বিভিন্ন বিষয় । বাংলাদেশের মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ও পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের । সেই সম্পর্কের মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে কলকাতা পৌরনিগমের অন্তর্গত এলাকায় যেভাবে ডেঙ্গিকে সম্পূর্ণ মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেভাবে বাংলাদেশও পরিকল্পনা করবে ৷

ফিরহাদ হাকিম জানান, শুধু একটা কাঁটাতারের বেড়া । কিন্তু সম্পর্কটা চিরদিনের । তাই শহর কলকাতার মানুষের পাশাপাশি বাংলাদেশের মানুষ যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে তার জন্য কলকাতা পৌরনিগম ডেঙ্গি প্রতিরোধে বাংলাদেশ সরকারকে সবরকম সাহায্য করবে ।

Intro:ডেঙ্গি নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল কলকাতা পুরনিগম। বাংলাদেশ সরকার ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য সাহায্য চাই কলকাতা পৌরনিগম কাছে।
ডেঙ্গিতে ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় 19 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত‌। যেহেতু কলকাতা পুরনিগম ডেঙ্গি নিয়ন্ত্রণ করতে ব্যাপকভাবে সারা ফেলেছে সকলের মধ্যে সচেতনা আনতে সক্ষম হয়েছে সে কারণেই শনিবার কলকাতা পুরনিগমেয মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে এক জরুরি বৈঠক করে গেলেন বাংলাদেশের পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম।Body:
বাংলাদেশের পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামে্য সঙ্গে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল আজ কলকাতা পৌর নিগমের সদর দপ্তরে আসেন। কলকাতা পুর নিগম ডেঙ্গি নিয়ন্ত্রণের বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা নিয়ে সবিস্তারে বাংলাদেশ প্রতিনিধিদলের সামনে তুলে ধরে। সেখান থেকেই বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল তারা নিজেদের দেশে কিভাবে ডেঙ্গি আক্রমণ করতে সক্ষম হবে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা তথ্য সহকারে পেয়ে অত্যন্ত খুশি। সে দেশের মন্ত্রী জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের সেই সম্পর্কের মেলবন্ধন কে আরো সুদৃঢ় করতে কলকাতা পুর নিগমের অন্তর্গত এলাকায় যেভাবে ডেঙ্গিকে সম্পূর্ণ মুক্ত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেই পরিকল্পনাকে বাংলাদেশ অবিলম্বে রূপায়ণ করতে তারা সক্ষম হবেন।Conclusion:পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম জানান মধুর শুধু একটা কাঁটাতারের বেড়া কিন্তু সম্পর্কটা চিরদিনের। তাই শহর কলকাতার মানুষের পাশাপাশি বাংলাদেশের মানুষ যেন সুস্থ ভাবে জীবন যাপন করতে পারে তার জন্য কলকাতা পুরনিগম ডেঙ্গি আক্রমণ রুখতে বাংলাদেশ সরকারকে সবরকম সাহায্য করবে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.