ETV Bharat / state

KMC: নাগরিকদের দুয়ারে নিকাশির কাজে 20 কোটির যন্ত্র কিনছে কলকাতা পৌরনিগম - কলকাতার উন্নত নিকাশি

আধুনিক যন্ত্র দিয়ে বড় রাস্তায় নিকাশির কাজ করানো গেলেও ছোট রাস্তায় সমস্যায় পড়তে হয় কলকাতা পৌরনিগমকে ৷ তাই সেই সমস্যা মেটাতে 20 কোটি টাকা খরচ করে নতুন যন্ত্র কিনছে কর্পোরেশন (KMC to Buy 20 Crore Machine for Drainage) ৷

KMC
KMC
author img

By

Published : Feb 14, 2023, 8:41 PM IST

Updated : Feb 14, 2023, 9:01 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: বর্ষা এলেই জলে ভাসে কলকাতার রাজপথ থেকে অলিগলি । বর্ষার আগে বড় রাস্তায় আধুনিক যন্ত্রের ব্যবহারে পলিতোলার কাজ হলেও অন্তরায় হয়ে দাঁড়ায় ছোট রাস্তা ও অলিগলি । সেখানে চাইলেও ব্যবহার করা যায় না আধুনিক যন্ত্রের গাড়ি ।

বড় মেশিন বড় রাস্তায় ব্যবহার করা হয় ৷ কিন্তু রাস্তা ছোট থাকলে সেখানে বড় মেশিন ব্যবহার করা যেত না ৷ সেখানে একমাত্র ভরসা থাকত কর্মী দিয়ে পলি তোলানো । এবার বর্ষার আগে সেই সমস্যা কাটাতে তৎপর কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । তাই এবার ছোট মাপের মেশিন কিনছে কলকাতা পৌরনিগম (KMC) । এবার ছোট আধুনিক জেট কাম সাকশন মেশিন কেনা হচ্ছে । আপাতত 16টি বরো এলাকার জন্য একটি করে মেশিন কেনা হচ্ছে ।

কলকাতা পৌরনিগমের সূত্রে খবর, কলকাতার উন্নত নিকাশির (Kolkata Drainage System) স্বার্থে নানা ধরনের 100টির বেশি নতুন মেশিন কিনছে নিকাশি বিভাগ । গালিপিট এমটিয়ার, ম্যানহোল ডিসিল্টিং মেশিন, জেট কাম সাকশন । 15 থেকে 20 বছরের পুরনো 24টি মেশিন বাতিল করা হচ্ছে । বড় 27টি এবং ছোট 16টি জেট কাম সাকশন মেশিন কেনা হচ্ছে । কমবেশি 20 কোটি টাকা খরচ হয়েছে । বর্ষার আগেই এই সমস্ত যন্ত্র পৌরনিগমের হাতে চলে আসবে ।

এই বিষয় পৌরনিগমের এক আধিকারিক জানান, বড় রাস্তার ক্ষেত্রে অসুবিধা হতো না । কিন্তু ছোট রাস্তার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয় । সেখানে কর্মীদের দিয়ে করতে হয় । তবে সমস্যা সমাধান হচ্ছে । নিয়ে আসা হচ্ছে ছোট যন্ত্র । বর্ষার আগে হাতে পেলেই কাজ শুরু হবে ।

শুধু তাই নয় পাশাপশি কলকাতা ইনভারমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্ল্যানে সংযুক্ত এলাকাগুলোর নিকাশির জন্য একাধিক যন্ত্র কেনা হয়েছে । ব্ল-ভ্যাক, গালিপিট এমটিআর, 18টি জেট কাম সাকশন মেশিন, 15টি থ্রি ইন ওয়ান, 15টি ম্যানহোল ডিসিল্টিং যন্ত্র নেওয়া হচ্ছে । ফলে চলতি বর্ষায় বড় রাস্তার জল নামতে যেমন সুবিধা হবে, তেমনই অলিগলিতে জল নামাতে অনেক সহজ হবে ।

আরও পড়ুন: বিপজ্জনক বাড়ির আইন বদলেও মেলেনি সাড়া, দুশ্চিন্তায় কলকাতা পৌরনিগম

কলকাতা, 14 ফেব্রুয়ারি: বর্ষা এলেই জলে ভাসে কলকাতার রাজপথ থেকে অলিগলি । বর্ষার আগে বড় রাস্তায় আধুনিক যন্ত্রের ব্যবহারে পলিতোলার কাজ হলেও অন্তরায় হয়ে দাঁড়ায় ছোট রাস্তা ও অলিগলি । সেখানে চাইলেও ব্যবহার করা যায় না আধুনিক যন্ত্রের গাড়ি ।

বড় মেশিন বড় রাস্তায় ব্যবহার করা হয় ৷ কিন্তু রাস্তা ছোট থাকলে সেখানে বড় মেশিন ব্যবহার করা যেত না ৷ সেখানে একমাত্র ভরসা থাকত কর্মী দিয়ে পলি তোলানো । এবার বর্ষার আগে সেই সমস্যা কাটাতে তৎপর কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । তাই এবার ছোট মাপের মেশিন কিনছে কলকাতা পৌরনিগম (KMC) । এবার ছোট আধুনিক জেট কাম সাকশন মেশিন কেনা হচ্ছে । আপাতত 16টি বরো এলাকার জন্য একটি করে মেশিন কেনা হচ্ছে ।

কলকাতা পৌরনিগমের সূত্রে খবর, কলকাতার উন্নত নিকাশির (Kolkata Drainage System) স্বার্থে নানা ধরনের 100টির বেশি নতুন মেশিন কিনছে নিকাশি বিভাগ । গালিপিট এমটিয়ার, ম্যানহোল ডিসিল্টিং মেশিন, জেট কাম সাকশন । 15 থেকে 20 বছরের পুরনো 24টি মেশিন বাতিল করা হচ্ছে । বড় 27টি এবং ছোট 16টি জেট কাম সাকশন মেশিন কেনা হচ্ছে । কমবেশি 20 কোটি টাকা খরচ হয়েছে । বর্ষার আগেই এই সমস্ত যন্ত্র পৌরনিগমের হাতে চলে আসবে ।

এই বিষয় পৌরনিগমের এক আধিকারিক জানান, বড় রাস্তার ক্ষেত্রে অসুবিধা হতো না । কিন্তু ছোট রাস্তার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয় । সেখানে কর্মীদের দিয়ে করতে হয় । তবে সমস্যা সমাধান হচ্ছে । নিয়ে আসা হচ্ছে ছোট যন্ত্র । বর্ষার আগে হাতে পেলেই কাজ শুরু হবে ।

শুধু তাই নয় পাশাপশি কলকাতা ইনভারমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্ল্যানে সংযুক্ত এলাকাগুলোর নিকাশির জন্য একাধিক যন্ত্র কেনা হয়েছে । ব্ল-ভ্যাক, গালিপিট এমটিআর, 18টি জেট কাম সাকশন মেশিন, 15টি থ্রি ইন ওয়ান, 15টি ম্যানহোল ডিসিল্টিং যন্ত্র নেওয়া হচ্ছে । ফলে চলতি বর্ষায় বড় রাস্তার জল নামতে যেমন সুবিধা হবে, তেমনই অলিগলিতে জল নামাতে অনেক সহজ হবে ।

আরও পড়ুন: বিপজ্জনক বাড়ির আইন বদলেও মেলেনি সাড়া, দুশ্চিন্তায় কলকাতা পৌরনিগম

Last Updated : Feb 14, 2023, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.