ETV Bharat / state

C&D Plant: বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগী কলকাতা পৌরনিগম, তৈরি হচ্ছে প্রথম সিঅ্যান্ডডি প্ল্যান্ট - C and D Plant

বর্জ্য ব্যবস্থাপনায় (Waste management) নয়া উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম (KMC)৷ শহরের প্রথম সিঅ্যান্ডডি প্ল্যান্ট (C&D Plant) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

KMC to build first C&D Plant in city for better waste management
বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগী কলকাতা পৌরনিগম, তৈরি হচ্ছে প্রথম সিএনডি প্ল্যান্ট
author img

By

Published : Oct 25, 2022, 3:04 PM IST

কলকাতা, 25 অক্টোবর: দূষণ নিয়ে নাজেহাল গোটা দেশ । তার মধ্যেই বায়ু দূষণের সূচক এমনই উর্ধ্বমুখী যে, দূষণে দেশের শীর্ষ স্থানে থাকে কলকাতার নাম । বায়ু দূষণ ঠেকাতে ধীরে হলেও একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম (KMC)। তবে দূষণ লাফিয়ে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ নির্মাণ বর্জ্য ব্যবস্থাপনার (Waste management) অভাব ! এ সম্পর্কে এতদিন কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না । কিন্তু শেষমেষ সেই দূষণ কমাতে কলকাতা পৌরনিগম গড়ে তুলছে কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলাইজেশন প্ল্যান্ট (C and D Plant)। এর জন্য খরচ পড়বে কমবেশি 50 কোটি টাকা । চলতি বছরেই এই প্ল্যান্ট কাজ শুরু করতে পারবে বলে আশাবাদী পৌরকর্তারা ।

বাড়ি তৈরি অথবা বাড়ি ভাঙার সময় যে নির্মাণ বর্জ্য তৈরি হয়, তা থেকে সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হয়ে থাকে বলে দাবি পরিবেশবিদদের একাংশের । দূষণ নিয়ন্ত্রণ করতে নির্মাণ বর্জ্য বা বিল্ডিং ওয়েস্ট 'রিসাইক্লিং' বা পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার সিদ্ধান্ত নেয় কলকাতা পৌরনিগম । সেই উদ্দেশ্যে পাথরঘাটায় তৈরি হচ্ছে সিঅ্যান্ডডি (কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলাইজেশন) প্ল্যান্ট ।

চলতি বছরেই এই প্ল্যান্ট করার ইচ্ছে পৌর কর্তৃপক্ষের । এটি চালু হয়ে গেলে নির্মাণ বর্জ্য সুষ্ঠু ভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে । পাশাপাশি এই ক্ষেত্রে তৈরি দূষণ এক ধাক্কায় কয়েক গুণ কমে যাবে । এই বর্জ্য ব্যবস্থাপনা করার পর, তা থেকে তৈরি হবে পেভার ব্লক, টাইলস-সহ একাধিক প্রয়োজনীয় জিনিস । বাড়বে কোষাগারের আয়ও । পূর্বাঞ্চলে এই ধরনের প্ল্যান্ট প্রথম ।

আরও পড়ুন: বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে রায়গঞ্জে নামল ই-রিক্সা কন্টেইনার ভ্যান

কলকাতা পৌরনিগম সূত্রে জানা যাচ্ছে, শহর জুড়ে প্রতিদিন যে নির্মাণ বর্জ্য হয়, তার থেকে 500 টন আবর্জনাকে রিসাইক্লিং করা হবে । যেখানে নির্মাণ কাজ চলছে, সরাসরি সেখান থেকে আবর্জনা সংগ্রহ করে পাথরঘাটার প্ল্যান্টে নিয়ে আসা হবে । তার জন্য আপাতত 50টি বড় ডাম্পার কেনা হচ্ছে । এতদিন এই আবর্জনা ধাপায় এনে ফেলা হত । এই সিঅ্যান্ডডি প্ল্যান্ট চালু হলে ধাপায় আবর্জনার পরিমাণ কমবে । চলতি বছরের ডিসেম্বরেই প্ল্যান্টটি চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন ।

কলকাতা, 25 অক্টোবর: দূষণ নিয়ে নাজেহাল গোটা দেশ । তার মধ্যেই বায়ু দূষণের সূচক এমনই উর্ধ্বমুখী যে, দূষণে দেশের শীর্ষ স্থানে থাকে কলকাতার নাম । বায়ু দূষণ ঠেকাতে ধীরে হলেও একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম (KMC)। তবে দূষণ লাফিয়ে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ নির্মাণ বর্জ্য ব্যবস্থাপনার (Waste management) অভাব ! এ সম্পর্কে এতদিন কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না । কিন্তু শেষমেষ সেই দূষণ কমাতে কলকাতা পৌরনিগম গড়ে তুলছে কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলাইজেশন প্ল্যান্ট (C and D Plant)। এর জন্য খরচ পড়বে কমবেশি 50 কোটি টাকা । চলতি বছরেই এই প্ল্যান্ট কাজ শুরু করতে পারবে বলে আশাবাদী পৌরকর্তারা ।

বাড়ি তৈরি অথবা বাড়ি ভাঙার সময় যে নির্মাণ বর্জ্য তৈরি হয়, তা থেকে সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হয়ে থাকে বলে দাবি পরিবেশবিদদের একাংশের । দূষণ নিয়ন্ত্রণ করতে নির্মাণ বর্জ্য বা বিল্ডিং ওয়েস্ট 'রিসাইক্লিং' বা পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার সিদ্ধান্ত নেয় কলকাতা পৌরনিগম । সেই উদ্দেশ্যে পাথরঘাটায় তৈরি হচ্ছে সিঅ্যান্ডডি (কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলাইজেশন) প্ল্যান্ট ।

চলতি বছরেই এই প্ল্যান্ট করার ইচ্ছে পৌর কর্তৃপক্ষের । এটি চালু হয়ে গেলে নির্মাণ বর্জ্য সুষ্ঠু ভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে । পাশাপাশি এই ক্ষেত্রে তৈরি দূষণ এক ধাক্কায় কয়েক গুণ কমে যাবে । এই বর্জ্য ব্যবস্থাপনা করার পর, তা থেকে তৈরি হবে পেভার ব্লক, টাইলস-সহ একাধিক প্রয়োজনীয় জিনিস । বাড়বে কোষাগারের আয়ও । পূর্বাঞ্চলে এই ধরনের প্ল্যান্ট প্রথম ।

আরও পড়ুন: বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে রায়গঞ্জে নামল ই-রিক্সা কন্টেইনার ভ্যান

কলকাতা পৌরনিগম সূত্রে জানা যাচ্ছে, শহর জুড়ে প্রতিদিন যে নির্মাণ বর্জ্য হয়, তার থেকে 500 টন আবর্জনাকে রিসাইক্লিং করা হবে । যেখানে নির্মাণ কাজ চলছে, সরাসরি সেখান থেকে আবর্জনা সংগ্রহ করে পাথরঘাটার প্ল্যান্টে নিয়ে আসা হবে । তার জন্য আপাতত 50টি বড় ডাম্পার কেনা হচ্ছে । এতদিন এই আবর্জনা ধাপায় এনে ফেলা হত । এই সিঅ্যান্ডডি প্ল্যান্ট চালু হলে ধাপায় আবর্জনার পরিমাণ কমবে । চলতি বছরের ডিসেম্বরেই প্ল্যান্টটি চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.