কলকাতা, 6 মে: কলকাতার নাগরিক হয়ে এখনও যদি পুরনো পদ্ধতিতে কর দিয়ে থাকেন তাহলে সতর্ক হন। নয়া কর পদ্ধতি ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট (ইউএএ)-এ দ্রুত আবেদন করুন। না-হলে নিয়ম অনুসারে এবার কলকাতা কর্পোরেশনের সম্পত্তি কর ও রাজস্ব বিভাগ জরিমানা আদায় করবে। গুনতে হতে পারে মোটা অংকের জরিমানা। তাই সময় থাকতেই নাগরিকদের নয়া কর পদ্ধতিতে নাম লিখিয়ে ফেলার অনুরোধ করছে পৌর কর্তৃপক্ষ।
কলকাতায় 2017 সাল থেকে চালু হয়েছে নয়া কর পদ্ধতি ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট। তবে 5-6 বছর কেটে গেলেও কলকাতার অর্ধেক করদাতাকে এই কর ব্যবস্থার আওতায় আনা যায়নি। তাই এবার যারা এই কর ব্যবস্থার আওতায় আসতে এখনও অনিহা প্রকাশ করছেন তাদের জন্য খারাপ খবর। তাদের নতুন কর ব্যবস্থায় কর বাড়লে তার উপর দিতে হবে 30 শতাংশ জরিমানা। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বর্তমানে শহরে করদাতার সংখ্যা প্রায় 9 লক্ষ। তবে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতির আওতায় এসেছে 2 লাখ থেকে আড়াই লাখ করদাতা। ফলে এই ব্যবস্থার বাইরেই রয়েছে সিংহভাগ করদাতা।
নিয়মে থাকলেও এতদিন সেই পথে হাঁটেনি কলকাতা কর্পোরেশনের সম্পত্তি কর বিভাগ। তবে 5 বছর অতিক্রান্ত হলেও হালকাভাবে বুঝিয়ে কিছু লাভ হয়নি। তাই এবার থেকে নতুন কর ব্যবস্থার আওতায় যাদের আনা হবে তাদের কর নতুন ব্যবস্থায় যা হবে তার উপর অতিরিক্ত 30 শতাংশ জরিমানা করা হবে। এমন ভাবনা চিন্তা নিয়েছে কর্তৃপক্ষ। এক আধিকারিক জানান, নতুন কর ব্যবস্থা বহুদিন যাবৎ চালু হয়েছে। কেউ নতুন ফ্ল্যাট কিনলে শুরু থেকেই এই পদ্ধতিতে তাকে কর দিতে হয়। পুরনো করদাতাদের একটা অংশ নতুন কর পদ্ধতির আওতাধীন হলেও বেশির ভাগ হয়নি।
আরও পড়ুন: বকেয়া সম্পত্তি কর বাবদ একলপ্তে 43 কোটি টাকা আদায় পৌরনিগমের
বহুবার বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয়েছে। শিবির হয়েছে বহু জায়গায়। সেটা নাগরিকদের উপর চাপাতে না-চাওয়াতে বাস্তবায়ন করা হয়নি। তবে এবার সেই পথে হাঁটতে হবে। যারা এখনও নয়া কর পদ্ধতির আওতায় পড়েনি তাদের প্রত্যককে নোটিশ পাঠানো হবে ৷ উল্লেখ্য, সেলফ অ্যাসেসমেন্ট আবেদনপত্র পূরণে প্রথম দিকে জটিলতা থাকলেও সেই আবেদন প্রক্রিয়া সরলীকরণ করা হয়েছে। পাশাপশি নয়া কর ব্যবস্থায় করদাতাদের আনতে হয়েছে একাধিক শিবির।