ETV Bharat / state

কয়লার উনুনে 'নিষেধাজ্ঞা' কলকাতা পৌরনিগমের ! - Pollution

দূষন রোধে তৎপর কলকাতা পৌরনিগম । নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা । শহরে নিষিদ্ধ হতে চলেছে কয়লার উনুন । বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহ দিতে শহরের তিনটি জায়গায় চার্জিং পয়েন্ট করা হবে ।

কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jul 23, 2019, 4:04 AM IST

Updated : Jul 23, 2019, 1:58 PM IST

কলকাতা, 23 জুলাই : দূষণ কমাতে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পৌরনিগম । বন্ধ হতে চলেছে কয়লার উনুন ‌। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন রাস্তার ধারের যেসব খাওয়ার দোকান ও কাপড় ইস্ত্রির দোকানে কয়লার উনুন ব্যবহার করা হয় তা বন্ধ করে দেওয়া হবে । কয়েকদিনের মধ্যেই শহরে কয়লার উনুন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করবে কলকাতা পৌরনিগম ।

নিষেধাজ্ঞা আসছে জেনে কিছুটা চিন্তায় দোকানিরা । তবে, বাস্তব মানতে বাধ্য হচ্ছেন তাঁরা । গড়িয়াহাটের চা বিক্রেতা কার্তিক বিশ্বাস বলেন, "একটু সমস্যা হবে । ফুটপাথের দোকান তো । বিদ্যুতের সমস্যা আছে । তবে, দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শুনেছি । পৌরনিগম বন্ধ করলে তো আর জোর করা যায় না ।"

এদিকে, গতকাল বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিলেন মেয়র । দূষণ মাত্রা নিয়ন্ত্রণে আনতে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে কলকাতা পৌরনিগম । শহরে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে দূষণে রাশ টানতে চাইছে রাজ্য সরকারও । গতকালের বৈঠকে সেই পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে ।

Firhad Hakim
দূষণ রোধে বৈঠকে ফিরহাদ

ফিরহাদ বলেন, "শহরের তিনটি জায়গায় বৈদ্যুতিন যানের চার্জিং পয়েন্ট তৈরির বিষয়ে বিদ্যুৎ সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে । বৈঠকে প্রস্তাব উঠেছে, আগামীদিনে শহরের বুকে যে সমস্ত বহুতল তৈরি হবে সেগুলির পার্কিং লটে চার্জিংয়ের ব্যবস্থা যাতে রাখা হয় । তাই, ঠিক হয়েছে আগামীদিনে বহুতলের পার্কিং লটে মোট পার্কিং ক্যাপাসিটির 10 শতাংশ চার্জিং পয়েন্ট রাখার নিয়ম আনা হবে ।"

এদিকে গড়িয়াহাটের হকারদের সমস্যা সমাধানে উদ্যোগী কলকাতা পৌরনিগম । গতকাল গড়িয়াহাটের হকারদের নিয়ে বৈঠক করেন মেয়র । এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে । হকারদের সমস্যা সমাধানের জন্য‌ নতুন স্টল আনা হচ্ছে । সব হকারদেরই ইউনিফর্ম স্টল দেওয়া হবে । মেয়র জানান, এই আধুনিক স্টলগুলি শহরের সৌন্দর্যায়ন বাড়াবে । পৌনিগমের ওয়ার্কশপে ইতিমধ্যে এই স্টল তৈরি করা হয়েছে । হকারদের বলা হয়েছে তাঁরা যেন খুব তাড়াতাড়ি এই স্টল নিয়ে যান ।

কলকাতা, 23 জুলাই : দূষণ কমাতে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পৌরনিগম । বন্ধ হতে চলেছে কয়লার উনুন ‌। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন রাস্তার ধারের যেসব খাওয়ার দোকান ও কাপড় ইস্ত্রির দোকানে কয়লার উনুন ব্যবহার করা হয় তা বন্ধ করে দেওয়া হবে । কয়েকদিনের মধ্যেই শহরে কয়লার উনুন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করবে কলকাতা পৌরনিগম ।

নিষেধাজ্ঞা আসছে জেনে কিছুটা চিন্তায় দোকানিরা । তবে, বাস্তব মানতে বাধ্য হচ্ছেন তাঁরা । গড়িয়াহাটের চা বিক্রেতা কার্তিক বিশ্বাস বলেন, "একটু সমস্যা হবে । ফুটপাথের দোকান তো । বিদ্যুতের সমস্যা আছে । তবে, দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শুনেছি । পৌরনিগম বন্ধ করলে তো আর জোর করা যায় না ।"

এদিকে, গতকাল বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিলেন মেয়র । দূষণ মাত্রা নিয়ন্ত্রণে আনতে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে কলকাতা পৌরনিগম । শহরে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে দূষণে রাশ টানতে চাইছে রাজ্য সরকারও । গতকালের বৈঠকে সেই পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে ।

Firhad Hakim
দূষণ রোধে বৈঠকে ফিরহাদ

ফিরহাদ বলেন, "শহরের তিনটি জায়গায় বৈদ্যুতিন যানের চার্জিং পয়েন্ট তৈরির বিষয়ে বিদ্যুৎ সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে । বৈঠকে প্রস্তাব উঠেছে, আগামীদিনে শহরের বুকে যে সমস্ত বহুতল তৈরি হবে সেগুলির পার্কিং লটে চার্জিংয়ের ব্যবস্থা যাতে রাখা হয় । তাই, ঠিক হয়েছে আগামীদিনে বহুতলের পার্কিং লটে মোট পার্কিং ক্যাপাসিটির 10 শতাংশ চার্জিং পয়েন্ট রাখার নিয়ম আনা হবে ।"

এদিকে গড়িয়াহাটের হকারদের সমস্যা সমাধানে উদ্যোগী কলকাতা পৌরনিগম । গতকাল গড়িয়াহাটের হকারদের নিয়ে বৈঠক করেন মেয়র । এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে । হকারদের সমস্যা সমাধানের জন্য‌ নতুন স্টল আনা হচ্ছে । সব হকারদেরই ইউনিফর্ম স্টল দেওয়া হবে । মেয়র জানান, এই আধুনিক স্টলগুলি শহরের সৌন্দর্যায়ন বাড়াবে । পৌনিগমের ওয়ার্কশপে ইতিমধ্যে এই স্টল তৈরি করা হয়েছে । হকারদের বলা হয়েছে তাঁরা যেন খুব তাড়াতাড়ি এই স্টল নিয়ে যান ।

Intro:শহরে উনুননে মানা

শহরে এবার দূষণ কমাতে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পৌরনিগম। শহরে আগামী দিনে বন্ধ হতে চলেছে কাঠ কয়লার উনুন ‌।মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন শহরে যেসব খাবারের দোকান গুলিতে কাঠ কয়লার উনুন আগুন ধরিয়ে রান্নাবান্না করা ও ধোপারা কাঠ কয়লার উনুনে কাপড় ইস্ত্রি করা বন্ধ করার পরিকল্পনা নিতে চলেছে কলকাতা পৌরনিগম। শহর জুড়ে বন্ধ হবে খাবারের দোকানে কাঠ কয়লার উনুন এবং ধোপাদের লোহার আয়রন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে সে ক্ষেত্রে বেসরকারি বিদ্যুৎ সংস্থার সঙ্গে সোমবার বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন আগামী দিনে কাঠ কয়লার পরিবর্তে ব্যবহার করতে হবে বৈদ্যুতিক ইস্ত্রি।Body:সোমবার বেসরকারি বিদ্যুৎ বন্টন সংস্থার সঙ্গে বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম পাশাপাশি শহরের দূষণ মাত্রা নিয়ন্ত্রণ আনতে এর আগেই উৎসাহিত করা হয়েছে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে এদিনের বৈঠকি শহরের বেশ কয়েকটি জায়গায় চার্জিং পয়েন্ট তৈরি করার বিষয়েও বিদ্যুৎ সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।Conclusion:গড়িয়াহাটের হকারদের সমস্যা সমাধানে উদ্যোগী মেয়র ফিরহাদ হাকিম। আজ গড়িয়াহাটের হকারদের নিয়ে বৈঠক করেন মেয়র । এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গড়িয়া হাটের হকারদের সমস্যা সমাধানের জন্য‌ নতুন স্টল আনা হচ্ছে। গড়িয়া হাটের সব দোকান ইউনিফর্ম স্টল করা হবে। নতুন ইউনিফর্ম দোকান গুলি শহরে সৌন্দর্য্য রক্ষা করবে তেমনি হকার্সদের স্টলগুলোতে উপকারে আসবে।এই নতুন স্টল দ্রুতই তুলে দেওয়া হবে হকারদের জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
Last Updated : Jul 23, 2019, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.