কলকাতা, 23 জুলাই : দূষণ কমাতে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পৌরনিগম । বন্ধ হতে চলেছে কয়লার উনুন । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন রাস্তার ধারের যেসব খাওয়ার দোকান ও কাপড় ইস্ত্রির দোকানে কয়লার উনুন ব্যবহার করা হয় তা বন্ধ করে দেওয়া হবে । কয়েকদিনের মধ্যেই শহরে কয়লার উনুন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করবে কলকাতা পৌরনিগম ।
নিষেধাজ্ঞা আসছে জেনে কিছুটা চিন্তায় দোকানিরা । তবে, বাস্তব মানতে বাধ্য হচ্ছেন তাঁরা । গড়িয়াহাটের চা বিক্রেতা কার্তিক বিশ্বাস বলেন, "একটু সমস্যা হবে । ফুটপাথের দোকান তো । বিদ্যুতের সমস্যা আছে । তবে, দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শুনেছি । পৌরনিগম বন্ধ করলে তো আর জোর করা যায় না ।"
এদিকে, গতকাল বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিলেন মেয়র । দূষণ মাত্রা নিয়ন্ত্রণে আনতে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে কলকাতা পৌরনিগম । শহরে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে দূষণে রাশ টানতে চাইছে রাজ্য সরকারও । গতকালের বৈঠকে সেই পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে ।
![Firhad Hakim](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3918140_firhad.jpg)
ফিরহাদ বলেন, "শহরের তিনটি জায়গায় বৈদ্যুতিন যানের চার্জিং পয়েন্ট তৈরির বিষয়ে বিদ্যুৎ সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে । বৈঠকে প্রস্তাব উঠেছে, আগামীদিনে শহরের বুকে যে সমস্ত বহুতল তৈরি হবে সেগুলির পার্কিং লটে চার্জিংয়ের ব্যবস্থা যাতে রাখা হয় । তাই, ঠিক হয়েছে আগামীদিনে বহুতলের পার্কিং লটে মোট পার্কিং ক্যাপাসিটির 10 শতাংশ চার্জিং পয়েন্ট রাখার নিয়ম আনা হবে ।"
এদিকে গড়িয়াহাটের হকারদের সমস্যা সমাধানে উদ্যোগী কলকাতা পৌরনিগম । গতকাল গড়িয়াহাটের হকারদের নিয়ে বৈঠক করেন মেয়র । এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে । হকারদের সমস্যা সমাধানের জন্য নতুন স্টল আনা হচ্ছে । সব হকারদেরই ইউনিফর্ম স্টল দেওয়া হবে । মেয়র জানান, এই আধুনিক স্টলগুলি শহরের সৌন্দর্যায়ন বাড়াবে । পৌনিগমের ওয়ার্কশপে ইতিমধ্যে এই স্টল তৈরি করা হয়েছে । হকারদের বলা হয়েছে তাঁরা যেন খুব তাড়াতাড়ি এই স্টল নিয়ে যান ।